ETV Bharat / international

কোভিড বিধি না-মানায় জরিমানা ব্রাজিলের প্রেসিডেন্টের - coronavirus

নিয়ম সবার জন্যই সমান ৷ কোভিড বিধি লঙ্ঘনের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে জরিমানা করা হল ৷

Brazil President Jair Bolsonaro fined for violating Covid-19 restrictions
কোভিড বিধি না-মানায় জরিমানা ব্রাজিলের প্রেসিডেন্টের
author img

By

Published : May 23, 2021, 12:37 PM IST

মারানহাও (ব্রাজিল), 23 মে: কোভিড বিধি লঙ্ঘন করার জন্য জরিমানা করা হল ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে ৷ করোনাভাইরাসের ছোবলে জেরবার ব্রাজিলের মারানহাওয়ের গভর্নর জানিয়েছেন, জনগণের একটি অনুষ্ঠানে স্বাস্থ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না-মানায় জরিমানা দিতে হবে প্রেসিডেন্ট বলসোনারোকে ৷

গভর্নর ফ্লাভিয়ো দিনো টুইটে লিখেছেন, "মারানহাওয়ের জনসমাগমে কোনও সুরক্ষাকবচ ছাড়াই প্রচার চালানোর জন্য বলসোনারোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ৷ আইন সবার জন্য সমান ৷" দিনো জানিয়েছেন, 100 জনের উপরে জনসমাগম সেখানে নিষিদ্ধ এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক ৷

আরও পড়ুন: আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে

এই নির্দেশের পর আবেদন জানানোর জন্য বলসোনারোর হাতে 15 দিন সময় রয়েছে ৷ এরপর তাঁর জরিমানার অঙ্ক ঠিক করা হবে ৷

শুক্রবার মারানহাওয়ে একটি জমায়েতে গিয়ে কোভিডের কারণে ঘরবন্দি থাকার বিরুদ্ধে জোরালো সওয়াল করেছিলেন ব্রাজিলেন প্রেসিডেন্ট ৷ সেখানকার নানা কোভিড বিধির সমালোচনা করে তিনি গভর্নর দিনোকে 'স্বেচ্ছাচারী' বলেও তোপ দেগেছিলেন ৷

মারানহাও (ব্রাজিল), 23 মে: কোভিড বিধি লঙ্ঘন করার জন্য জরিমানা করা হল ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে ৷ করোনাভাইরাসের ছোবলে জেরবার ব্রাজিলের মারানহাওয়ের গভর্নর জানিয়েছেন, জনগণের একটি অনুষ্ঠানে স্বাস্থ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না-মানায় জরিমানা দিতে হবে প্রেসিডেন্ট বলসোনারোকে ৷

গভর্নর ফ্লাভিয়ো দিনো টুইটে লিখেছেন, "মারানহাওয়ের জনসমাগমে কোনও সুরক্ষাকবচ ছাড়াই প্রচার চালানোর জন্য বলসোনারোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ৷ আইন সবার জন্য সমান ৷" দিনো জানিয়েছেন, 100 জনের উপরে জনসমাগম সেখানে নিষিদ্ধ এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক ৷

আরও পড়ুন: আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ; দেশের করোনা পরিস্থিতি দেখে নিন এক ক্লিকে

এই নির্দেশের পর আবেদন জানানোর জন্য বলসোনারোর হাতে 15 দিন সময় রয়েছে ৷ এরপর তাঁর জরিমানার অঙ্ক ঠিক করা হবে ৷

শুক্রবার মারানহাওয়ে একটি জমায়েতে গিয়ে কোভিডের কারণে ঘরবন্দি থাকার বিরুদ্ধে জোরালো সওয়াল করেছিলেন ব্রাজিলেন প্রেসিডেন্ট ৷ সেখানকার নানা কোভিড বিধির সমালোচনা করে তিনি গভর্নর দিনোকে 'স্বেচ্ছাচারী' বলেও তোপ দেগেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.