ETV Bharat / international

চিনকে রুখতে বাইডেনের প্রস্তাবে সায় জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলির - জো বাইডেন

চিনের Belt and Road Initiative-এর পাল্টা Build Back Better World-এর প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৷ বিশ্বব্যাপী চিনের একচেটিয়া আধিপত্য় কায়েম রুখতেই এই প্রস্তাব ৷ কার্যত তার স্বপক্ষে একজোট হল জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷

Bidens 3BW plan faces uphill task to counter China
চিনকে রুখতে বাইডেনের প্রস্তাবে সায় জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলির
author img

By

Published : Jun 15, 2021, 7:30 PM IST

নয়াদিল্লি, 15 জুন : বর্তমান বিশ্বে চিনের একচেটিয়া আর্থিক আধিপত্য কায়েম রুখতে এককাট্টা হয়েছে জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷ শনিবারই তাদের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে স্থির হয়েছে, আর্থিক কর্মকাণ্ডে এবং সামরিক শক্তির বৃদ্ধিতে চিন যাতে বাকি সবাইকে টপকে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে ৷ প্রসঙ্গত, এই বিষয়ে ইতিমধ্যেই একটি পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৷ কার্যত তাঁর সেই পরিকল্পনাকেই সিলমোহর দিয়েছে জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷

বিশ্বব্য়াপী প্রয়োজনীয় পরিকাঠামো পৌঁছে দিতে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা (Belt and Road Initiative- BRI) গড়ে তুলেছে চিন ৷ যা বাকি দেশগুলির কাছে নিঃসন্দেহে চিন্তার ৷ কারণ, এর জেরে গোটা বিশ্বেই ব্য়বসা ও আর্থিক কর্মকাণ্ডের ক্ষেত্রে চিনের একচেটিয়া আধিপত্য তৈরি হবে ৷

আরও পড়ুন : করোনার আঁতুড় ইউহানেই মাস্কহীন ছাত্রছাত্রীদের ভিড়

পরস্থিতির মোকাবিলায় পাল্টা একটি প্রস্তাব সামনে রেখেছেন বাইডেন ৷ যাকে বলা হচ্ছে Build Back Better World (3BW) ৷ তবে এখনও পর্যন্ত বাইডেনের এই পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি ৷ অন্যদিকে, চিন তার উদ্যোগকে সফল করতে ইতিমধ্যেই 140 টি দেশের সঙ্গে মউ স্বাক্ষর করে ফেলেছে ৷ যার মধ্যে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার বহু দেশ রয়েছে ৷

আদতে চিনের এই পরিকল্পনা হল প্রাচীন সিল্ক রুটেরই আধুনিক রূপান্তর ৷ যার মাধ্যমে চিন থেকে এশিয়ার বাকি অংশ এবং ইউরোপে রেল, সড়ক ও জলপথে পৌঁছে যাওয়া যাবে ৷ বাণিজ্যিক লাভের পাশাপাশি এতে চিনের কৌশলগত অবস্থানও আরও পোক্ত হবে ৷ BRI-এর সম্প্রসারণ যত দূর পর্যন্ত হবে, তত দূর পর্যন্ত এলাকাই চিনের নাগালে চলে আসবে এবং আর্থিক কর্মকাণ্ডের ফলে সেই সব দেশে চিনের প্রভাবও বাড়বে ৷ একইসঙ্গে গুরুত্ব কমবে আমেরিকা-সহ পৃথিবীর অন্যান্য দেশের ৷

আরও পড়ুন : কোভিড-19-এর উৎস নিয়ে চিনকে আরও স্বচ্ছ হওয়ার বার্তা বাইডেনের

এই পরিস্থিতিতে চিনের জয়যাত্রা রুখতেই একজোট হয়েছে জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷ পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্য়াটোর (NATO) সদস্য 30 টি দেশও যাতে বাইডেনের 3BW পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসে, তা নিশ্চিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

নয়াদিল্লি, 15 জুন : বর্তমান বিশ্বে চিনের একচেটিয়া আর্থিক আধিপত্য কায়েম রুখতে এককাট্টা হয়েছে জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷ শনিবারই তাদের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে স্থির হয়েছে, আর্থিক কর্মকাণ্ডে এবং সামরিক শক্তির বৃদ্ধিতে চিন যাতে বাকি সবাইকে টপকে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে ৷ প্রসঙ্গত, এই বিষয়ে ইতিমধ্যেই একটি পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৷ কার্যত তাঁর সেই পরিকল্পনাকেই সিলমোহর দিয়েছে জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷

বিশ্বব্য়াপী প্রয়োজনীয় পরিকাঠামো পৌঁছে দিতে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা (Belt and Road Initiative- BRI) গড়ে তুলেছে চিন ৷ যা বাকি দেশগুলির কাছে নিঃসন্দেহে চিন্তার ৷ কারণ, এর জেরে গোটা বিশ্বেই ব্য়বসা ও আর্থিক কর্মকাণ্ডের ক্ষেত্রে চিনের একচেটিয়া আধিপত্য তৈরি হবে ৷

আরও পড়ুন : করোনার আঁতুড় ইউহানেই মাস্কহীন ছাত্রছাত্রীদের ভিড়

পরস্থিতির মোকাবিলায় পাল্টা একটি প্রস্তাব সামনে রেখেছেন বাইডেন ৷ যাকে বলা হচ্ছে Build Back Better World (3BW) ৷ তবে এখনও পর্যন্ত বাইডেনের এই পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি ৷ অন্যদিকে, চিন তার উদ্যোগকে সফল করতে ইতিমধ্যেই 140 টি দেশের সঙ্গে মউ স্বাক্ষর করে ফেলেছে ৷ যার মধ্যে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার বহু দেশ রয়েছে ৷

আদতে চিনের এই পরিকল্পনা হল প্রাচীন সিল্ক রুটেরই আধুনিক রূপান্তর ৷ যার মাধ্যমে চিন থেকে এশিয়ার বাকি অংশ এবং ইউরোপে রেল, সড়ক ও জলপথে পৌঁছে যাওয়া যাবে ৷ বাণিজ্যিক লাভের পাশাপাশি এতে চিনের কৌশলগত অবস্থানও আরও পোক্ত হবে ৷ BRI-এর সম্প্রসারণ যত দূর পর্যন্ত হবে, তত দূর পর্যন্ত এলাকাই চিনের নাগালে চলে আসবে এবং আর্থিক কর্মকাণ্ডের ফলে সেই সব দেশে চিনের প্রভাবও বাড়বে ৷ একইসঙ্গে গুরুত্ব কমবে আমেরিকা-সহ পৃথিবীর অন্যান্য দেশের ৷

আরও পড়ুন : কোভিড-19-এর উৎস নিয়ে চিনকে আরও স্বচ্ছ হওয়ার বার্তা বাইডেনের

এই পরিস্থিতিতে চিনের জয়যাত্রা রুখতেই একজোট হয়েছে জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷ পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্য়াটোর (NATO) সদস্য 30 টি দেশও যাতে বাইডেনের 3BW পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসে, তা নিশ্চিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.