রাষ্ট্রসংঘ, 27 জানুয়ারি : রাষ্ট্রসংঘে অ্যামরিকার জন্য প্রতিনিধি বাছাই করলেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ মঙ্গলবার দু’জনকে এর জন্য বেছে নেওয়া হয়৷ দু’জনই ভারতীয় বংশোদ্ভূত৷ আর সেই দু’জনের মধ্যে একজন আবার বাঙালি৷ একজনের নাম সোহিনী চট্টোপাধ্যায় ও দ্বিতীয়জন অদিতি গোরুর৷
সোহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বরাক ওবামার বিশ্ব সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক দিকটি দেখতেন৷ আর অদিতি রাষ্ট্রসংঘের শান্তিপ্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ৷ সোহিনীকে সিনিয়র পলিসি অ্যাডভাইজ়ার হিসেবে নিয়োগ করা হয়েছে৷ আর অদিতিকে নিয়োগ করা হয়েছে পলিসি অ্যাডভাইজার হিসেবে৷
সোহিনী চট্টোপাধ্যায় একজন আইনজীবী৷ তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সে পড়ান৷ এছাড়া সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট৷ অন্যদিকে অদিতি নাইজেরিয়ার লাগোসে জন্মগ্রহণ করেছেন৷ কিন্তু ভারত, ওমান এবং অস্ট্রেলিয়ায় থেকেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে৷
আরও পড়ুন : মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বাবাকে খুন করল মেয়ে
আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে ক্রমশ সম্পর্ক বিচ্ছিন্ন করছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নির্বাচনী প্রচারে সেই পরিস্থিতিতে বদল করার কথা বলেছিলেন ডেমোক্র্যাট বাইডেন ৷ তাই ক্ষমতায় এসেই তিনি রাষ্ট্রসংঘে স্থায়ী প্রতিনিধির নাম ঘোষণা করেছেন৷ তবে স্থায়ী প্রতিনিধি হিসেবে লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে এখনও ছাড়পত্র দেয়নি সেনেট৷ সেই ছাড়পত্র মিললে তিনি ট্রাম্প প্রশাসনের নিয়োগ করা কেরি ক্রাফ্টের স্থলাভিষিক্ত হবেন৷