ETV Bharat / international

হাডসন নদী থেকে তরুণ বাঙালি গণিতবিদের দেহ উদ্ধার - তরুণ বাঙালি গণিতবিদের দেহ উদ্ধার

সোমবার হাডসন নদীতে গণিতবিদ শুভ্র বিশ্বাসের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা ৷ পরে সিটি পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷

bengali-mathematicians-body-found-in-hudson-river-new-york
bengali-mathematicians-body-found-in-hudson-river-new-york
author img

By

Published : Apr 16, 2021, 4:59 PM IST

নিউ ইয়র্ক, 16 এপ্রিল : নিউ ইয়র্কের হাডসন নদী থেকে উদ্ধার তরুণ বাঙালি গণিতবিদের দেহ ৷ জানা গিয়েছে, 31 বছরের বাঙালি গণিতবিদ বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন ৷

সোমবার হাডসন নদীতে গণিতবিদ শুভ্র বিশ্বাসের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা ৷ পরে সিটি পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ ঘটনার কথা জানার পরিবারের তরফে শুভ্র বিশ্বাসের দাদা বিপ্রজিত বিশ্বাস তরুণ গণিতবিদের মানসিক অসুস্থতার কথা স্বীকার করেন ৷ বলেন, "আমরা ওকে মানসিক অসুস্থতা থেকে বের করে আনতে সবরকম চেষ্টা করছিলাম ৷"

আরও পড়ুন: বেহালায় উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ

বিপ্রজিৎ বিশ্বাস আরও বলেন, "সাম্প্রতিককালে শুভ্র ক্রিপটোকারেন্সি সিকিউরিটি প্রোগ্রাম নিয়ে কাজ করছিল ৷ তবে, পরিবারের সদস্যরা খেয়াল করেন, বেশ অস্বাভাবিক আচরণ করছ সে ৷ এরপর তাঁকে চিকিৎসার পরামর্শ দেওয়া হও ৷ যদিও শুভ্র তাঁর অসুস্থতার কথা মানতে চায়নি ৷"

জানা গিয়েছে, এর আগে বাঙালি গণিতবিদ যে বহতলে থাকতেন সেই ওয়েস্ট 37 স্ট্রিট অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ শুভ্রর বিরুদ্ধে আদালতে যায় ৷ কর্তৃপক্ষের দাবি, শুভ্র বেশ কিছু উদ্ভট আচরণ করেন ৷ তাঁকে লিফটে ধারালো ছুরি হাতে দেখা যায় ৷ পরে ওই লিফটে রক্তের দাগ মেলে ৷

নিউ ইয়র্ক, 16 এপ্রিল : নিউ ইয়র্কের হাডসন নদী থেকে উদ্ধার তরুণ বাঙালি গণিতবিদের দেহ ৷ জানা গিয়েছে, 31 বছরের বাঙালি গণিতবিদ বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন ৷

সোমবার হাডসন নদীতে গণিতবিদ শুভ্র বিশ্বাসের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা ৷ পরে সিটি পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ ঘটনার কথা জানার পরিবারের তরফে শুভ্র বিশ্বাসের দাদা বিপ্রজিত বিশ্বাস তরুণ গণিতবিদের মানসিক অসুস্থতার কথা স্বীকার করেন ৷ বলেন, "আমরা ওকে মানসিক অসুস্থতা থেকে বের করে আনতে সবরকম চেষ্টা করছিলাম ৷"

আরও পড়ুন: বেহালায় উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ

বিপ্রজিৎ বিশ্বাস আরও বলেন, "সাম্প্রতিককালে শুভ্র ক্রিপটোকারেন্সি সিকিউরিটি প্রোগ্রাম নিয়ে কাজ করছিল ৷ তবে, পরিবারের সদস্যরা খেয়াল করেন, বেশ অস্বাভাবিক আচরণ করছ সে ৷ এরপর তাঁকে চিকিৎসার পরামর্শ দেওয়া হও ৷ যদিও শুভ্র তাঁর অসুস্থতার কথা মানতে চায়নি ৷"

জানা গিয়েছে, এর আগে বাঙালি গণিতবিদ যে বহতলে থাকতেন সেই ওয়েস্ট 37 স্ট্রিট অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ শুভ্রর বিরুদ্ধে আদালতে যায় ৷ কর্তৃপক্ষের দাবি, শুভ্র বেশ কিছু উদ্ভট আচরণ করেন ৷ তাঁকে লিফটে ধারালো ছুরি হাতে দেখা যায় ৷ পরে ওই লিফটে রক্তের দাগ মেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.