ETV Bharat / international

আমেরিকায় গান্ধি মূর্তি ভাঙার ঘটনা ভয়ংকর, উদ্বেগ হোয়াইট হাউসের

author img

By

Published : Dec 16, 2020, 12:12 PM IST

Updated : Dec 16, 2020, 1:21 PM IST

আমেরিকায় গান্ধি মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেছে হোয়াইট হাউস । এটাকে ভয়ংকর ঘটনা বলে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের তরফে ।

asd
asd

ওয়াশিংটন, 16 ডিসেম্বর : আমেরিকায় মহাত্মা গান্ধির মূর্তি ভাঙার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের সমর্থকদের বিরুদ্ধে । আর এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে হোয়াইট হাউসের তরফে ।

গতকাল একটি বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, "এটা ভয়ংকর ঘটনা । কোনও মূর্তি বা স্মৃতিসৌধকে অপমান করা উচিত নয় । আর সেটা যদি মহাত্মা গান্ধির মূর্তি হয় যিনি, মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন তাহলে এই ঘটনা খুবই অন্যায়ের । "

তিনি আরও বলেন, "তবে এটাই প্রথমবার নয় । এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । আর আমরা মনে করি মূলত আমেরিকার রাজধানীতে মহাত্মা গান্ধিকে আমাদের সম্মান করা উচিত ।"

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে রয়েছে দিল্লি । রাজধানীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের একাধিক কৃষক । ভারতের গণ্ডি ছেড়ে ইতিমধ্যেই এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে একাধিক দেশেই । বাদ যায়নি মার্কিনমুলুকও ।

12 ডিসেম্বর কৃষক আন্দোলনের সমর্থনে মহাত্মা গান্ধি মেমোরিয়াল প্লাজ়ার সামনে জমায়েত করেছিলেন কয়েকজন । 2000 সালের 16 সেপ্টেম্বর বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালীন ওই মূর্তি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ।

আরও পড়ুন : আমেরিকায় গান্ধি মূর্তি ভাঙার অভিযোগ খলিস্তান সমর্থকদের বিরুদ্ধে

সূত্রের খবর, 12 ডিসেম্বর ওই মূর্তির সামনে জমায়েত করার পর প্রথমে হলুদ পতাকা দিয়ে গান্ধি মূর্তিটি ঢেকে দেওয়া হয় । তারপর ভাঙচুর চালানো হয় মূর্তিটিতে । এই ঘটনার তীব্র নিন্দা করেছিল ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস । দূতাবাসের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "দূতাবাসের সামনে মহাত্মা গান্ধি মেমোরিয়াল প্লাজ়ার গান্ধি মূর্তিটি ভেঙে ফেলে খালিস্তান সমর্থকরা । আন্দোলনের নামে গোটা পৃথিবীর শান্তির দূত গান্ধির মূর্তি ভাঙার তীব্র নিন্দা করা করছি আমরা ।"

ওয়াশিংটন, 16 ডিসেম্বর : আমেরিকায় মহাত্মা গান্ধির মূর্তি ভাঙার অভিযোগ উঠল কৃষক আন্দোলনের সমর্থকদের বিরুদ্ধে । আর এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে হোয়াইট হাউসের তরফে ।

গতকাল একটি বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, "এটা ভয়ংকর ঘটনা । কোনও মূর্তি বা স্মৃতিসৌধকে অপমান করা উচিত নয় । আর সেটা যদি মহাত্মা গান্ধির মূর্তি হয় যিনি, মূল্যবোধের জন্য লড়াই করেছিলেন তাহলে এই ঘটনা খুবই অন্যায়ের । "

তিনি আরও বলেন, "তবে এটাই প্রথমবার নয় । এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে । আর আমরা মনে করি মূলত আমেরিকার রাজধানীতে মহাত্মা গান্ধিকে আমাদের সম্মান করা উচিত ।"

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে রয়েছে দিল্লি । রাজধানীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের একাধিক কৃষক । ভারতের গণ্ডি ছেড়ে ইতিমধ্যেই এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে একাধিক দেশেই । বাদ যায়নি মার্কিনমুলুকও ।

12 ডিসেম্বর কৃষক আন্দোলনের সমর্থনে মহাত্মা গান্ধি মেমোরিয়াল প্লাজ়ার সামনে জমায়েত করেছিলেন কয়েকজন । 2000 সালের 16 সেপ্টেম্বর বিল ক্লিন্টন প্রেসিডেন্ট থাকাকালীন ওই মূর্তি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ।

আরও পড়ুন : আমেরিকায় গান্ধি মূর্তি ভাঙার অভিযোগ খলিস্তান সমর্থকদের বিরুদ্ধে

সূত্রের খবর, 12 ডিসেম্বর ওই মূর্তির সামনে জমায়েত করার পর প্রথমে হলুদ পতাকা দিয়ে গান্ধি মূর্তিটি ঢেকে দেওয়া হয় । তারপর ভাঙচুর চালানো হয় মূর্তিটিতে । এই ঘটনার তীব্র নিন্দা করেছিল ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস । দূতাবাসের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, "দূতাবাসের সামনে মহাত্মা গান্ধি মেমোরিয়াল প্লাজ়ার গান্ধি মূর্তিটি ভেঙে ফেলে খালিস্তান সমর্থকরা । আন্দোলনের নামে গোটা পৃথিবীর শান্তির দূত গান্ধির মূর্তি ভাঙার তীব্র নিন্দা করা করছি আমরা ।"

Last Updated : Dec 16, 2020, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.