ডেনভার (অ্যামেরিকা), 8 মে : অ্যামেরিকার ডেনভারের একটি স্কুলে চলল গুলি । ঘটনায় জখম 7 থেকে 8 জন শিক্ষার্থী । স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ইতিমধ্যেই দু'জন সন্দেহভাজনকে পুলিশ হেপাজতে নিয়েছে । দুষ্কৃতীদের লুকিয়ে থাকার আশঙ্কায় SWAT (Special Weapons and Tactics) ওই স্কুলে তল্লাশি চালাচ্ছে ।
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2 টো নাগাদ কলোরাডোর হাইল্যান্ড রাঞ্চের STEM নামের একটি স্কুলে এই হামলা হয় । প্রশাসনের তরফে জানানো হয়, এই ঘটনায় 7 থেকে 8 জন শিক্ষার্থী জখম হয়েছে । ঘটনায় দু'জনকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে । SWAT-এর টিম স্কুল চত্বর খালি করছে । শিক্ষার্থীদের নর্থরিজ রিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে । অভিভাবকদের শান্তি বজায় রাখতে বলা হয়েছে ।
তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয় । একটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ঘটনায় দু'জনকে হেপাজতে নেওয়া হয়েছে । তৃতীয় একজনের এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ।