ETV Bharat / international

অ্যামেরিকার স্কুলে চলল গুলি, জখম 8 - school

মঙ্গলবার অ্যামেরিকার ডেনভারের একটি স্কুলে গুলি চলে । ঘটনায় আহত প্রায় 7 থেকে 8 জন শিক্ষার্থী । দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ হেপাজতে নিয়েছে ।

অ্যামেরিকার স্কুলে চলল গুলি, জখম 8
author img

By

Published : May 8, 2019, 5:43 AM IST

ডেনভার (অ্যামেরিকা), 8 মে : অ্যামেরিকার ডেনভারের একটি স্কুলে চলল গুলি । ঘটনায় জখম 7 থেকে 8 জন শিক্ষার্থী । স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ইতিমধ্যেই দু'জন সন্দেহভাজনকে পুলিশ হেপাজতে নিয়েছে । দুষ্কৃতীদের লুকিয়ে থাকার আশঙ্কায় SWAT (Special Weapons and Tactics) ওই স্কুলে তল্লাশি চালাচ্ছে ।

গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2 টো নাগাদ কলোরাডোর হাইল্যান্ড রাঞ্চের STEM নামের একটি স্কুলে এই হামলা হয় । প্রশাসনের তরফে জানানো হয়, এই ঘটনায় 7 থেকে 8 জন শিক্ষার্থী জখম হয়েছে । ঘটনায় দু'জনকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে । SWAT-এর টিম স্কুল চত্বর খালি করছে । শিক্ষার্থীদের নর্থরিজ রিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে । অভিভাবকদের শান্তি বজায় রাখতে বলা হয়েছে ।

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয় । একটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ঘটনায় দু'জনকে হেপাজতে নেওয়া হয়েছে । তৃতীয় একজনের এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ।

ডেনভার (অ্যামেরিকা), 8 মে : অ্যামেরিকার ডেনভারের একটি স্কুলে চলল গুলি । ঘটনায় জখম 7 থেকে 8 জন শিক্ষার্থী । স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ইতিমধ্যেই দু'জন সন্দেহভাজনকে পুলিশ হেপাজতে নিয়েছে । দুষ্কৃতীদের লুকিয়ে থাকার আশঙ্কায় SWAT (Special Weapons and Tactics) ওই স্কুলে তল্লাশি চালাচ্ছে ।

গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2 টো নাগাদ কলোরাডোর হাইল্যান্ড রাঞ্চের STEM নামের একটি স্কুলে এই হামলা হয় । প্রশাসনের তরফে জানানো হয়, এই ঘটনায় 7 থেকে 8 জন শিক্ষার্থী জখম হয়েছে । ঘটনায় দু'জনকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে । SWAT-এর টিম স্কুল চত্বর খালি করছে । শিক্ষার্থীদের নর্থরিজ রিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে । অভিভাবকদের শান্তি বজায় রাখতে বলা হয়েছে ।

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয় । একটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ঘটনায় দু'জনকে হেপাজতে নেওয়া হয়েছে । তৃতীয় একজনের এই হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে ।

Bhubaneswar (Odisha), May 06 (ANI): While speaking to ANI on Cyclone 'Fani', Prime Minister Narendra Modi said,"Immediately, after the news of cyclone came, Government of India had announced Rs 381 crore last week, further Rs 1,000 crore will be released now. Secondly, the team of Government of India will come and observe the whole region. I also assured them on how state and Centre can work together on this. PMO team has come with me and they'll stay back here today."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.