ETV Bharat / international

পিতৃহারা কিশোরের জীবনদর্শনে মুগ্ধ নেটিজ়েনরা

author img

By

Published : Jan 20, 2020, 9:53 PM IST

সদ্য পিতৃহারা হয়েছে 13 বছর বয়সি রায়ান ৷ ইরানের ছোড়া মিজ়াইলের আঘাতে ইউক্রেনের আন্তর্জাতিক বিমান পিএস 752 দুর্ঘটনায় মৃত মনসুর পৌরজামের স্মরণসভায় এসে উপস্থিত সকলকে তার বাবার জীবনদর্শন সম্পর্কে বক্তব্য রেখেছিল ৷ সেই ভিডিয়ো টুইটারে ভাইরাল হয়েছে৷ নেটিজ়েনরা সকলেই রায়ানের উদারতা ও প্রাপ্তমনস্কতার প্রশংসা করেছে ৷

Ryan Pourjam
সদ্য পিতৃহারা 13 বছর বয়সী রায়ান

ওট্টায়া (কানাডা), 20 জানুয়ারি : রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়- এই প্রবাদবাক্য এখন কঠিন সত্য রায়ানের কাছে ৷ 13 বছর বয়সি রায়ানের বাবা মনসুর পৌরজাম আর বাকি পাঁচজনের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন ৷ রায়ানের কথায়, তার বাবার কাজে ও কথার মধ্যে কোনও নেতিবাচকতা ছিল না ৷ তিনি জীবন সম্পর্কে ভীষণই আশাবাদী ছিলেন৷ তবুও তাঁকে প্রাণ হারাতে হল বেঘোরে৷

8 জানুয়ারি ইউক্রেনের আন্তর্জাতিক বিমান পিএস 752 তেহরান থেকে ইউক্রেনের কিভের উদ্দেশে রওনা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইরানের ছোড়া মিজ়াইলের আঘাতে বিমানটি 176 জন যাত্রীসহ মাটিতে আছড়ে পড়ে৷ মৃত 176জনের মধ্যে কমপক্ষে 57 জন কানাডিয়ান ছিলেন ৷ যাঁদের অধিকাংশই ছিলেন ইরানীয় বংশোদ্ভূত ৷ সেই বিমানেরই যাত্রী ছিলেন মনসুর ৷ বাবার মৃত্যুর এক সপ্তাহ পর কানাডার ওট্টায়ায় কার্লটন ইউনিভার্সিটিতে আয়োজিত এক স্মরণসভায় এসে মনকে শক্ত করে রায়ান বলে, "এখানে এসে আমি কোনও খারাপ কথা বলতে চাই না কারও সম্পর্কে ৷ কারণ আজকে আমার বাবা বেঁচে থাকলে এবং এই মুহুর্তে আমার জায়গায় দাঁড়িয়ে থাকলে তিনিও কোনও খারাপ কথা বলতেন না ৷ যদি এককথায় আমার বাবা সম্পর্কে বলতে হয়, তাহলে বলব তিনি ছিলেন শক্তিশালী ৷ একের পর এক দুর্যোগ, বাধা-বিপত্তি পেরিয়েও তিনি ভেঙে পড়েননি ৷ মাথা সোজা করে দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি সত্যিই অসাধারণ ছিলেন ৷" এইটুকু বলেই রায়ানের চোখ ছলছল করে ওঠে৷


সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় ইরান বিবৃতি দেয়, "ভুলবশত এই বিমানের উদ্দেশ্যে দুটি মিজ়াইল হানা হয়৷ আমরা নিজেদের ভুল স্বীকার করছি৷ ইরানের ছোড়া প্রথম মিজ়াইলের আঘাতে বিমানের ট্রান্সপন্ডার অকেজো হয়ে পড়ে৷ 23 সেকেন্ডের মাথায় দ্বিতীয় মিজ়াইলটির আঘাতে বিমানটিতে আগুন লেগে যায় এবং কয়েক মিনিট পর বিমানটি ভেঙে পড়ে৷ মিজ়াইলগুলি বিমানের থেকে 8কিমি দূরে অবস্থিত ইরানীয় সেনা ঘাঁটি থেকে ছোড়া হয়৷

রায়ান নিজের বক্তব্য শেষ করে স্মরণসভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে৷ সে আরও বলে, "আমার এখনও মনে হচ্ছে যে আমি হয়ত কোনও দুঃস্বপ্ন দেখছি ৷ বাবা এখনই ঘুম থেকে উঠিয়ে বলবে যে সব ঠিক হয়ে যাবে৷ তাই আমায় ভালো থাকতেই হবে৷"
রায়ানের বক্তব্যের ভিডিয়ো টুইটারে দশ হাজারেরও বেশি লোক দেখেছে৷ সকলেই এই কিশোরের প্রাপ্তমনস্কতাকে কুর্নিশ জানিয়েছে৷


53 বছর বয়সি মনসুর পৌরজাম ওট্টায়ায় একটি দাতব্য চিকিৎসালয়ে কাজ করতেন৷ তাঁর শৈশব তেহরানে কাটলেও উচ্চশিক্ষার জন্য কানাডায় এসে তিনি কার্লটন ইউনিভার্সিটিতে যোগ দেন৷ মনসুর পৌরজাম ও বিমান দুর্ঘটনায় আর এক নিহত ফরিদ আরাস্তের স্মরণসভায় দুই হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন ৷

ওট্টায়া (কানাডা), 20 জানুয়ারি : রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়- এই প্রবাদবাক্য এখন কঠিন সত্য রায়ানের কাছে ৷ 13 বছর বয়সি রায়ানের বাবা মনসুর পৌরজাম আর বাকি পাঁচজনের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন ৷ রায়ানের কথায়, তার বাবার কাজে ও কথার মধ্যে কোনও নেতিবাচকতা ছিল না ৷ তিনি জীবন সম্পর্কে ভীষণই আশাবাদী ছিলেন৷ তবুও তাঁকে প্রাণ হারাতে হল বেঘোরে৷

8 জানুয়ারি ইউক্রেনের আন্তর্জাতিক বিমান পিএস 752 তেহরান থেকে ইউক্রেনের কিভের উদ্দেশে রওনা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইরানের ছোড়া মিজ়াইলের আঘাতে বিমানটি 176 জন যাত্রীসহ মাটিতে আছড়ে পড়ে৷ মৃত 176জনের মধ্যে কমপক্ষে 57 জন কানাডিয়ান ছিলেন ৷ যাঁদের অধিকাংশই ছিলেন ইরানীয় বংশোদ্ভূত ৷ সেই বিমানেরই যাত্রী ছিলেন মনসুর ৷ বাবার মৃত্যুর এক সপ্তাহ পর কানাডার ওট্টায়ায় কার্লটন ইউনিভার্সিটিতে আয়োজিত এক স্মরণসভায় এসে মনকে শক্ত করে রায়ান বলে, "এখানে এসে আমি কোনও খারাপ কথা বলতে চাই না কারও সম্পর্কে ৷ কারণ আজকে আমার বাবা বেঁচে থাকলে এবং এই মুহুর্তে আমার জায়গায় দাঁড়িয়ে থাকলে তিনিও কোনও খারাপ কথা বলতেন না ৷ যদি এককথায় আমার বাবা সম্পর্কে বলতে হয়, তাহলে বলব তিনি ছিলেন শক্তিশালী ৷ একের পর এক দুর্যোগ, বাধা-বিপত্তি পেরিয়েও তিনি ভেঙে পড়েননি ৷ মাথা সোজা করে দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি সত্যিই অসাধারণ ছিলেন ৷" এইটুকু বলেই রায়ানের চোখ ছলছল করে ওঠে৷


সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় ইরান বিবৃতি দেয়, "ভুলবশত এই বিমানের উদ্দেশ্যে দুটি মিজ়াইল হানা হয়৷ আমরা নিজেদের ভুল স্বীকার করছি৷ ইরানের ছোড়া প্রথম মিজ়াইলের আঘাতে বিমানের ট্রান্সপন্ডার অকেজো হয়ে পড়ে৷ 23 সেকেন্ডের মাথায় দ্বিতীয় মিজ়াইলটির আঘাতে বিমানটিতে আগুন লেগে যায় এবং কয়েক মিনিট পর বিমানটি ভেঙে পড়ে৷ মিজ়াইলগুলি বিমানের থেকে 8কিমি দূরে অবস্থিত ইরানীয় সেনা ঘাঁটি থেকে ছোড়া হয়৷

রায়ান নিজের বক্তব্য শেষ করে স্মরণসভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে৷ সে আরও বলে, "আমার এখনও মনে হচ্ছে যে আমি হয়ত কোনও দুঃস্বপ্ন দেখছি ৷ বাবা এখনই ঘুম থেকে উঠিয়ে বলবে যে সব ঠিক হয়ে যাবে৷ তাই আমায় ভালো থাকতেই হবে৷"
রায়ানের বক্তব্যের ভিডিয়ো টুইটারে দশ হাজারেরও বেশি লোক দেখেছে৷ সকলেই এই কিশোরের প্রাপ্তমনস্কতাকে কুর্নিশ জানিয়েছে৷


53 বছর বয়সি মনসুর পৌরজাম ওট্টায়ায় একটি দাতব্য চিকিৎসালয়ে কাজ করতেন৷ তাঁর শৈশব তেহরানে কাটলেও উচ্চশিক্ষার জন্য কানাডায় এসে তিনি কার্লটন ইউনিভার্সিটিতে যোগ দেন৷ মনসুর পৌরজাম ও বিমান দুর্ঘটনায় আর এক নিহত ফরিদ আরাস্তের স্মরণসভায় দুই হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন ৷

Thanjavur (Tamil Nadu), Jan 20 (ANI): South India got its first squadron of Sukhoi Su-30 MKI fighter jets on January 20. Water salute was also given to the SU-30MKI fighter aircraft at Thanjavur air base in Tamil Nadu. The 222 Squadron that will house the Sukhoi-30 MKIs is also known as the 'Tigersharks'. IAF Chief, Air Chief Marshal RKS Bhadauria said that the decision to deploy the Su-30 MKI at Thanjavur was taken due to its strategic location. The Su-30 MKI inducted here is equipped with special weapon (BrahMos supersonic cruise missile), the IAF Chief further said. Chief of Defence Staff (CDS) Bipin Rawat, was also present at the press conference.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.