আবুজা, 1 মার্চ: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কানোতে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে 6 মহিলাসহ 9 জনের ৷ গুরুতর জখম হয়েছেন 41 জন ৷ দুর্ঘটনাটি ঘটে কুনার দামওয়া গ্রামের দামবাট্টা এলাকায় ৷
স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা মারে ৷ ঘটনার জেরে দুমড়ে -মুচড়ে যায় দুটি গাড়ি৷ স্থানীরাই পুলিশে খবর দেয়৷ পুলিশের সঙ্গে গাড়ি দুটির যাত্রীদের উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রা ৷
আরও পড়ুন :সন্ত্রাসে আর্থিক মদত, ধূসর তালিকাতেই ইমরানের পাকিস্তান
ক্যানোর ফেডারাল রোড সেফটি কর্পোরেশনের কমান্ডার জুবায়েরু মাতো জানান ,"ট্রাকটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িকে ধাক্কা মারে ৷ তার জেরেই দুর্ঘটনাটি ঘটে ৷ আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ "
ওভারলোডিং , খারাপ রাস্তা , বোপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়শই নাইজেরিয়ায় পথ দুর্ঘটনা লেগেই থাকে ৷ এমনই অভিযোগ স্থানীয়দের ৷