মোগাডিসু (সোমালিয়া), ৫ ফেব্রুয়ারি : সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়দার সঙ্গে যুক্ত আল-সাবাব জঙ্গিগোষ্ঠী।
গতকাল সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি শপিং মলের কাছে বিস্ফোরক ভরতি গাড়ি রাখা ছিল। তাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে পাশের একটি বাড়়ি ভেঙে পড়ে। কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। জখম হন ১০ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
এর আগে গত বছরের নভেম্বরে আল-সাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় ৫২ জনের মৃত্যু হয়। জখম হন ১০০জন।