ETV Bharat / international

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত কমপক্ষে ১১ - bomb blast

মৃত্যু হয় কমপক্ষে ১১ জনের

ফাইল ফোটো
author img

By

Published : Feb 5, 2019, 7:01 AM IST

মোগাডিসু (সোমালিয়া), ৫ ফেব্রুয়ারি : সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়দার সঙ্গে যুক্ত আল-সাবাব জঙ্গিগোষ্ঠী।

গতকাল সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি শপিং মলের কাছে বিস্ফোরক ভরতি গাড়ি রাখা ছিল। তাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে পাশের একটি বাড়়ি ভেঙে পড়ে। কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। জখম হন ১০ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।

এর আগে গত বছরের নভেম্বরে আল-সাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় ৫২ জনের মৃত্যু হয়। জখম হন ১০০জন।

মোগাডিসু (সোমালিয়া), ৫ ফেব্রুয়ারি : সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়দার সঙ্গে যুক্ত আল-সাবাব জঙ্গিগোষ্ঠী।

গতকাল সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি শপিং মলের কাছে বিস্ফোরক ভরতি গাড়ি রাখা ছিল। তাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে পাশের একটি বাড়়ি ভেঙে পড়ে। কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। জখম হন ১০ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।

এর আগে গত বছরের নভেম্বরে আল-সাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় ৫২ জনের মৃত্যু হয়। জখম হন ১০০জন।

AP Video Delivery Log - 2200 GMT News
Monday, 4 February, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2120: UAE Rabbi AP Clients Only 4194415
US rabbis seek stronger recognition of Israel
AP-APTN-2032: US OH Shooting Suspect Must credit WCPO, No access Cincinnati 4194408
Bond set for man accused of shooting Ohio deputies
AP-APTN-2004: Lebanon Nasrallah AP Clients Only 4194405
Nasrallah dismisses US worries over Lebanon Cabinet
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.