ETV Bharat / headlines

বাসুদেব বাউলের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন অনুব্রত

author img

By

Published : Dec 22, 2020, 9:30 PM IST

Updated : Dec 22, 2020, 10:56 PM IST

অমিত শাহের সফরের পরেই বাউল শিল্পীর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন অনুব্রত মণ্ডল । থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতেও ।

Birbhum
Birbhum

বোলপুর, 22 ডিসেম্বর : বোলপুরে যার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন অমিত শাহ, সেই বাউল শিল্পীর মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে বাউল শিল্পী বাসুদেব দাস সহ তাঁর ছেলে ও মেয়েকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। "আমার বাড়িতে খেয়ে গেলেও আমার দুঃখের কথা শুনতে চাইনি অমিত শাহ", অনুব্রতর পাশে বসে আক্ষেপ করলেন বাসুদেব দাস বাউল।


20 ডিসেম্বর বোলপুর সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহসহ এক ঝাঁক বিজেপি নেতা। অমিত শাহকে গান শুনিয়ে, রান্না করে খাওয়ানোর পর এবার তাঁকে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি।

28 ডিসেম্বর বোলপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পরে 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গাতেই রোড শো করে গেছেন অমিত শাহ। এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ে এসেছিলেন বাসুদেব দাস বাউল ও তাঁর দুই সন্তান। বিভিন্ন সমস্যার কথা অনুব্রত মণ্ডলকে জানান তিনি।


অনুব্রত মণ্ডলের পাশে বসে বাসুদেব দাস বাউল বলেন, "একটা এত বড় মানুষ আমার বাড়িতে খেয়ে গেল। আমি খুব খুশিই হয়েছি। কিন্তু, উনি আমার সঙ্গে কোনও কথাই বলেননি। আমার কোনও কথাই জানতে চাননি। আমার মেয়েকে আমি বিএড করাতে পারছি না। সেকথা বলব ভেবেছিলাম।"

বাসুদেব বাউলের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন অনুব্রত


বাউল শিল্পীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "অমিত শাহ ওদের কোনও কথাই শোনেনি। অভিনয় করতে এসেছিল। ওরা গরিব মানুষ। ওর মেয়ের বিএড করানোর সমস্ত দায়িত্ব আমরা নিলাম। কোনও অসুবিধা হবে না ওদের।"

বোলপুর, 22 ডিসেম্বর : বোলপুরে যার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন অমিত শাহ, সেই বাউল শিল্পীর মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে বাউল শিল্পী বাসুদেব দাস সহ তাঁর ছেলে ও মেয়েকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। "আমার বাড়িতে খেয়ে গেলেও আমার দুঃখের কথা শুনতে চাইনি অমিত শাহ", অনুব্রতর পাশে বসে আক্ষেপ করলেন বাসুদেব দাস বাউল।


20 ডিসেম্বর বোলপুর সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহসহ এক ঝাঁক বিজেপি নেতা। অমিত শাহকে গান শুনিয়ে, রান্না করে খাওয়ানোর পর এবার তাঁকে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি।

28 ডিসেম্বর বোলপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পরে 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গাতেই রোড শো করে গেছেন অমিত শাহ। এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ে এসেছিলেন বাসুদেব দাস বাউল ও তাঁর দুই সন্তান। বিভিন্ন সমস্যার কথা অনুব্রত মণ্ডলকে জানান তিনি।


অনুব্রত মণ্ডলের পাশে বসে বাসুদেব দাস বাউল বলেন, "একটা এত বড় মানুষ আমার বাড়িতে খেয়ে গেল। আমি খুব খুশিই হয়েছি। কিন্তু, উনি আমার সঙ্গে কোনও কথাই বলেননি। আমার কোনও কথাই জানতে চাননি। আমার মেয়েকে আমি বিএড করাতে পারছি না। সেকথা বলব ভেবেছিলাম।"

বাসুদেব বাউলের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন অনুব্রত


বাউল শিল্পীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "অমিত শাহ ওদের কোনও কথাই শোনেনি। অভিনয় করতে এসেছিল। ওরা গরিব মানুষ। ওর মেয়ের বিএড করানোর সমস্ত দায়িত্ব আমরা নিলাম। কোনও অসুবিধা হবে না ওদের।"

Last Updated : Dec 22, 2020, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.