ETV Bharat / headlines

সহপাঠীদের খুনের হুমকি দিয়ে আমেরিকায় গ্রেপ্তার ছাত্রী

author img

By

Published : Dec 10, 2019, 9:40 AM IST

ব্রাউয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মেয়েটি প্রথমে খুনের হুমকি দেয় । যাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল পরে তাদের নামের তালিকা সোশাল মিডিয়ায় পোস্ট করে । এই পোস্টকে হালকা ভাবে নেয়নি ফ্লোরিডার পুলিশ ।  মেসেজটি দেখে তারা মেয়েটিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় । নাবালিকার ওই পোস্ট দেখে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে জানান, 9 ডিসেম্বর নাবালিকা ওই সহপাঠীদের হত্যা করতে পারে ।

A Girl Arrested In US
নাবালিকাকে গ্রেপ্তার করল পুলিশ

মিয়ামি, 10 ডিসেম্বর : সহপাঠীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগে অ্যামেরিকার ফ্লোরিডায় 11 বছরের এক ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ । সোমবার ফ্লোরিডা পুলিশ এ খবর জানিয়েছে । গত শুক্রবার অভিযুক্ত নাবালিকা সোশাল মিডিয়ায় হুমকি সংক্রান্ত একটি মেসেজ পোস্ট করে । তা দেখে গত শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।


ব্রাউয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মেয়েটি প্রথমে খুনের হুমকি দেয় । যাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল পরে তাদের নামের তালিকা সোশাল মিডিয়ায় পোস্ট করে । এই পোস্টকে হালকা ভাবে নেয়নি ফ্লোরিডার পুলিশ । মেসেজটি দেখে তারা মেয়েটিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় । নাবালিকার ওই পোস্ট দেখে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে জানান, 9 ডিসেম্বর নাবালিকা ওই সহপাঠীদের খুন করতে পারে ।


উল্লেখ্য, অ্যামেরিকার ফ্লোরিডার পার্কল্যাণ্ডের কাছে ওয়েস্টন অঞ্চলের উত্তর মিয়ামির এক স্থানীয় বিদ্যালয়ে কিছুদিন আগে গুলি করে 17 জনকে খুন করা হয় ।

মিয়ামি, 10 ডিসেম্বর : সহপাঠীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগে অ্যামেরিকার ফ্লোরিডায় 11 বছরের এক ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ । সোমবার ফ্লোরিডা পুলিশ এ খবর জানিয়েছে । গত শুক্রবার অভিযুক্ত নাবালিকা সোশাল মিডিয়ায় হুমকি সংক্রান্ত একটি মেসেজ পোস্ট করে । তা দেখে গত শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।


ব্রাউয়ার্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মেয়েটি প্রথমে খুনের হুমকি দেয় । যাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল পরে তাদের নামের তালিকা সোশাল মিডিয়ায় পোস্ট করে । এই পোস্টকে হালকা ভাবে নেয়নি ফ্লোরিডার পুলিশ । মেসেজটি দেখে তারা মেয়েটিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় । নাবালিকার ওই পোস্ট দেখে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে জানান, 9 ডিসেম্বর নাবালিকা ওই সহপাঠীদের খুন করতে পারে ।


উল্লেখ্য, অ্যামেরিকার ফ্লোরিডার পার্কল্যাণ্ডের কাছে ওয়েস্টন অঞ্চলের উত্তর মিয়ামির এক স্থানীয় বিদ্যালয়ে কিছুদিন আগে গুলি করে 17 জনকে খুন করা হয় ।

Guwahati (Assam), Dec 10 (ANI): The Lok Sabha passed the Citizenship (Amendment) Bill 2019 in the national capital on December 09. CAB had been tabled in the Lower House for discussion during the day time. The Citizenship Amendment Bill (CAB) 2019 passed in Lok Sabha with 311 'AYES' and 80 'NOES'. While speaking to ANI in Guwahati on December 10, former Assam chief minister and veteran Congress leader Tarun Gogoi said, "This is dangerous for Assam and we are next door neighbours to Bangladesh." "This Bill will adversely affect the culture, heritage and population structure of the North-East," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.