ETV Bharat / entertainment

Rishi Kaushik New Web Series: 'শ্বেতকালী'র গল্প শোনাতে গিয়ে মালদার এক অদ্ভূত কালীর খোঁজ দিলেন ঋষি কৌশিক - Rishi Kaushik New Web Series

<p>আসন্ন ওয়েব সিরিজ 'শ্বেতকালী'তে জমিদারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে । দু'টি সময়ের এক অনন্য কাহিনি তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে । তাঁর সাজপোশাকেও রয়েছে জমিদারি বংশের ছাপ ৷ চরিত্র নিয়ে খুব বেশি মুখ না-খুললেও তৃতীয় ওয়েব সিরিজের চরিত্র নিয়ে তিনি বেজায় খুশি, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন কথাবার্তাতেই।&nbsp;বাঙালি না-হয়েও চুটিয়ে বাংলার বুকে সিনেমা, সিরিয়াল আর এই মুহূর্তে ওয়েব সিরিজে অভিনয় করছেন ঋষি কৌশিক । &nbsp;</p><p>তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। বহু বাঙালি মহিলার জন্য় তিনি আজও প্রথম প্রেম। কেউ কেউ তো তাঁকে চেনে 'উজান' নামে ৷ সে কথা নিজেও জানেন ঋষি। এই রাজ্যে যখন প্রথম কাজ করতে আসেন তখন ভালো করে বলতে পারতেন না বাংলা ভাষাটা । কিন্তু তাতে কী? অভিনয় সৌকর্যে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছিলেন ঋষি কৌশিক। পরে ধীরে ধীরে রপ্ত করে আরও পরিশীলিত করেছিলেন বাংলা ভাষাটিকে। আর আজ স্বীকার করতেই হয়, অনেক বাঙালির থেকেও ঢের ভালো ঝরঝরে বাংলা বলেন অসমের ছেলে ঋষি কৌশিক (Rishi Kaushik on Swetkali)। তিনি যে জমিদারের চরিত্রটি ফুটিয়ে তুলবেন, তা নিয়েও এদিন মুখ খোলেন তিনি ৷ তিনি জানান, প্রথম প্রথম 'শ্বেত কালী' হয় কি না, তা নিয়ে পরিচালককে প্রশ্ন করেছিলেন তিনি ৷ তবে পরে তিনি নিজেই জানান এমন অনেক দেবী রূপের উল্লেখ রয়েছে যাঁর অস্তিত্ব একেকটি এলাকায় সীমাবদ্ধ ৷ এদিন 'শ্বেতকালী'র গল্প করতে বসে মালদার এক এমন কালীর গল্প বলেন তিনি যে কালী মায়ের মূর্তি জিভ বের করে থাকে না ।&nbsp;</p>

Rishi Kaushik
আসন্ন ওয়েব সিরিজ শ্বেতকালীতে জমিদারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে
author img

By

Published : Feb 18, 2023, 5:43 PM IST

আসন্ন ওয়েব সিরিজ 'শ্বেতকালী'তে জমিদারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে । দু'টি সময়ের এক অনন্য কাহিনি তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে । তাঁর সাজপোশাকেও রয়েছে জমিদারি বংশের ছাপ ৷ চরিত্র নিয়ে খুব বেশি মুখ না-খুললেও তৃতীয় ওয়েব সিরিজের চরিত্র নিয়ে তিনি বেজায় খুশি, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন কথাবার্তাতেই। বাঙালি না-হয়েও চুটিয়ে বাংলার বুকে সিনেমা, সিরিয়াল আর এই মুহূর্তে ওয়েব সিরিজে অভিনয় করছেন ঋষি কৌশিক ।  

তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। বহু বাঙালি মহিলার জন্য় তিনি আজও প্রথম প্রেম। কেউ কেউ তো তাঁকে চেনে 'উজান' নামে ৷ সে কথা নিজেও জানেন ঋষি। এই রাজ্যে যখন প্রথম কাজ করতে আসেন তখন ভালো করে বলতে পারতেন না বাংলা ভাষাটা । কিন্তু তাতে কী? অভিনয় সৌকর্যে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছিলেন ঋষি কৌশিক। পরে ধীরে ধীরে রপ্ত করে আরও পরিশীলিত করেছিলেন বাংলা ভাষাটিকে। আর আজ স্বীকার করতেই হয়, অনেক বাঙালির থেকেও ঢের ভালো ঝরঝরে বাংলা বলেন অসমের ছেলে ঋষি কৌশিক (Rishi Kaushik on Swetkali)। তিনি যে জমিদারের চরিত্রটি ফুটিয়ে তুলবেন, তা নিয়েও এদিন মুখ খোলেন তিনি ৷ তিনি জানান, প্রথম প্রথম 'শ্বেত কালী' হয় কি না, তা নিয়ে পরিচালককে প্রশ্ন করেছিলেন তিনি ৷ তবে পরে তিনি নিজেই জানান এমন অনেক দেবী রূপের উল্লেখ রয়েছে যাঁর অস্তিত্ব একেকটি এলাকায় সীমাবদ্ধ ৷ এদিন 'শ্বেতকালী'র গল্প করতে বসে মালদার এক এমন কালীর গল্প বলেন তিনি যে কালী মায়ের মূর্তি জিভ বের করে থাকে না । 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.