কলকাতা, 14 অগস্ট: যে কোনও পুরস্কারই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় এবং প্রেরণা জোগায় । বছরের নানা সময়ে শিল্পীদের সম্মানিত করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা । চলতি বছরের 'বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড' (বেসরকারি) অনুষ্ঠানটি সম্পন্ন হল 13 অগস্ট । এদিন পুরস্কার তুলে দেওয়া হল একঝাঁক কলাকুশলীদের হাতে ৷
এবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিভিং লেজেন্ড হিসেবে পুরষ্কৃত হলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে পরাণ বন্দোপাধ্যায় অভিনীত এবং রাজ চক্রবর্তী পরিচালিত সিরিজ 'আবার প্রলয়' । ছয় বছর পরে বড় পর্দায় যখন 'ফেলুদা' এল 'হত্যাপুরী' র মাধ্যমে, তখনও সেই ছবিতেও বাদ পড়েননি তিনি । হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ । বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র । মনে প্রাণে আজও একেবারে যুবক সকলের প্রিয় পরাণদা । হীরালাল সেন এবং দেবকী কুমার বসু স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে ।
এ ছাড়াও 'আয় খুকু আয়' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পুরষ্কৃত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । 'অপরাজিত' ছবির জন্য 'বেস্ট মেক আপ আর্টিস্ট ইন ফিল্ম'-এর জন্য পুরষ্কৃত হলেন ইন্ডাস্ট্রির ব্যস্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু । 'লক্ষ্মী ছেলে' ছবির জন্য 'বেস্ট অ্যাক্টর ইন এ নেগেটিভ রোল'-এর পুরস্কার পেলেন ইন্দ্রাশিস রায়। 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের জন্য 'বেস্ট নেগেটিভ মেল অ্যাক্টর'-এর পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা রাজীব বসু।
'প্রজাপতি' ছবিতে কমিক রোলের জন্য সেরা অভিনেতার পুরস্কার গেল খরাজ মুখোপাধ্যায়ের ঘরে । 'ডাকঘর' ওয়েব সিরিজের জন্য পুরষ্কৃত হলেন দিতিপ্রিয়া রায় । 'মন্দার' ওয়েব সিরিজে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন অনির্বাণ ভট্টাচার্য । 'অপরাজিত' ছবির সম্পাদনার জন্য পুরষ্কৃত হন অর্ঘ্যকমল মিত্র । 'কিশমিশ' ছবির সঙ্গীত পরিচালনার জন্য পুরষ্কৃত হলেন নীলায়ন চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন: 'হাউসফুল ছবি', টুইটে ধন্যবাদ দেবের, জানালেন পরবর্তী ছবির প্রি টিজার মুক্তির দিন
'সারেগামাপা' পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন অভিজিৎ সেন । 'বল্লভপুরের রূপকথা' ছবিতে পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার জিতে নিলেন শ্যামল চক্রবর্তী । 'মিঠাই' ধারাবাহিকে পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার পেলেন বিশ্বজিৎ চক্রবর্তী । 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের সেরা লেখক হিসেবে পুরস্কার পেলেন স্নেহাশিস চক্রবর্তী । 'বেলাশুরু' ছবির জন্য অপরাজিতা আঢ্য, 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের জন্য বাংলা টেলিভিশনের সেরা মিউজিক কম্পোজার হিসেবে পুরষ্কৃত হলেন শোভন গঙ্গোপাধ্যায় । 'মহানন্দা' ছবির জন্য গার্গী রায়চৌধুরী, ওয়েব সিরিজ 'গোরা'র জন্য ঋত্বিক চক্রবর্তী, 'প্রজাপতি' ছবির জন্য কনীনিকা বন্দ্যোপাধ্যায়কেও সম্মানিত করা হল এদিন।