ETV Bharat / entertainment

Indubala Bhaater Hotel Trailer: এসে গেল ইন্দুবালা ভাতের হোটেলের ট্রেলার, স্ট্রিমিং শুরু নারী দিবসে - শুভশ্রী গঙ্গোপাধ্যায়

মুক্তি পেল ইন্দুবালা ভাতের হোটেলের ট্রেলার ৷ ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ (Indubala Bhaater Hotel Trailer) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য চরিত্রে অভিনয় করা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly First Web Series)৷

Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালা ভাতের হোটেল
author img

By

Published : Feb 21, 2023, 7:48 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: হাজির হল হইচইয়ের নতুন ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ট্রেলার (Indubala Bhaater Hotel Trailer)। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে ইন্দুবালার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly First Web Series) একেবারে অন্যরকম । চলতি বছরের নারী দিবসেই স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের ।

শুভশ্রী নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে জানান, "প্রথমত এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তার উপর এ রকম চরিত্র আমি আগে কখনও করিনি । একইসঙ্গে দুটো বয়সের দুটো লুকে আমাকে পাবে দর্শক । সব মিলিয়ে আমি বেশ খুশি । অনেকদিন ধরেই আমার দেবালয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা । এ বার তা পূরণ হল ।"

Indubala Bhaater Hotel ETV Bharat
ট্রেলার লঞ্চে শুভশ্রী

গল্প অনুযায়ী, ইন্দুবালা পূর্ব পাকিস্তানের খুলনা জেলার কলাপোতা গ্রামের মেয়ে । বাংলাদেশে যখন স্বাধীনতার লড়াই, মেয়েকে বিষবাষ্প থেকে বাঁচাতে বাপ খুব অল্প বয়সে ইন্দুর বিয়ে দিয়ে দেয় কলকাতার এক মাতাল ছেলের সঙ্গে । সেই ছেলের আগেও একটি বিয়ে রয়েছে । তিন সন্তানকে নিয়ে ইন্দু খুব কম বয়সেই বিধবা হয় । এক বিহারী মাছওয়ালি লছমির সহযোগিতাতে ভাতের হোটেল খোলে ইন্দু । দিনে-দিনে বড় হয় সেই হোটেল ।

Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালা ভাতের হোটেল

আরও পড়ুন: 'সে আসছে', ইন্দুবালার ছবি শেয়ার করে লিখলেন শুভশ্রী

ভারত এবং বাংলাদেশ - দুই দেশেরই সুস্বাদু খাবার পাওয়া যায় ইন্দুবালার ভাতের হোটেলে । এরপর পূর্ব পাকিস্তান একদিন বাংলাদেশ হল, সে দিন ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়ল ইন্দুবালা ভাতের হোটেলে । কেমন ছিল সেই সব দিন ? চাক্ষুষ হবে দেবালয়ের সিরিজের হাত ধরে ।

Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালার চরিত্রে শুভশ্রী

তবে, লেখক কল্লোল লাহিড়ী তাঁর এই গল্পের সিরিজকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন ৷ এপার ও ওপার বাংলার কয়েকটি সুস্বাদু জনপ্রিয় খাবারের নাম দিয়ে । এ বার পরিচালক দেবালয় ভট্টাচার্য তাঁর সিরিজটিকে কীভাবে এগিয়ে নিয়ে চলেন সেটাই দেখার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের । সিরিজের ট্রেলার লঞ্চে হাজির ছিলেন শুভশ্রী-সহ কলাকুশলীরা প্রায় সকলেই । এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রতীক দত্ত, দেবপ্রতীম দাশগুপ্ত, স্নেহা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

কলকাতা, 21 ফেব্রুয়ারি: হাজির হল হইচইয়ের নতুন ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ট্রেলার (Indubala Bhaater Hotel Trailer)। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে ইন্দুবালার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly First Web Series) একেবারে অন্যরকম । চলতি বছরের নারী দিবসেই স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের ।

শুভশ্রী নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে জানান, "প্রথমত এটা আমার প্রথম ওয়েব সিরিজ। তার উপর এ রকম চরিত্র আমি আগে কখনও করিনি । একইসঙ্গে দুটো বয়সের দুটো লুকে আমাকে পাবে দর্শক । সব মিলিয়ে আমি বেশ খুশি । অনেকদিন ধরেই আমার দেবালয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা । এ বার তা পূরণ হল ।"

Indubala Bhaater Hotel ETV Bharat
ট্রেলার লঞ্চে শুভশ্রী

গল্প অনুযায়ী, ইন্দুবালা পূর্ব পাকিস্তানের খুলনা জেলার কলাপোতা গ্রামের মেয়ে । বাংলাদেশে যখন স্বাধীনতার লড়াই, মেয়েকে বিষবাষ্প থেকে বাঁচাতে বাপ খুব অল্প বয়সে ইন্দুর বিয়ে দিয়ে দেয় কলকাতার এক মাতাল ছেলের সঙ্গে । সেই ছেলের আগেও একটি বিয়ে রয়েছে । তিন সন্তানকে নিয়ে ইন্দু খুব কম বয়সেই বিধবা হয় । এক বিহারী মাছওয়ালি লছমির সহযোগিতাতে ভাতের হোটেল খোলে ইন্দু । দিনে-দিনে বড় হয় সেই হোটেল ।

Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালা ভাতের হোটেল

আরও পড়ুন: 'সে আসছে', ইন্দুবালার ছবি শেয়ার করে লিখলেন শুভশ্রী

ভারত এবং বাংলাদেশ - দুই দেশেরই সুস্বাদু খাবার পাওয়া যায় ইন্দুবালার ভাতের হোটেলে । এরপর পূর্ব পাকিস্তান একদিন বাংলাদেশ হল, সে দিন ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়ল ইন্দুবালা ভাতের হোটেলে । কেমন ছিল সেই সব দিন ? চাক্ষুষ হবে দেবালয়ের সিরিজের হাত ধরে ।

Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Indubala Bhaater Hotel ETV Bharat
ইন্দুবালার চরিত্রে শুভশ্রী

তবে, লেখক কল্লোল লাহিড়ী তাঁর এই গল্পের সিরিজকে কয়েকটি ভাগে ভাগ করেছিলেন ৷ এপার ও ওপার বাংলার কয়েকটি সুস্বাদু জনপ্রিয় খাবারের নাম দিয়ে । এ বার পরিচালক দেবালয় ভট্টাচার্য তাঁর সিরিজটিকে কীভাবে এগিয়ে নিয়ে চলেন সেটাই দেখার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের । সিরিজের ট্রেলার লঞ্চে হাজির ছিলেন শুভশ্রী-সহ কলাকুশলীরা প্রায় সকলেই । এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রতীক দত্ত, দেবপ্রতীম দাশগুপ্ত, স্নেহা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.