কলকাতা, 20 মে : বাংলা টেলিভিশনে রাহুল এবং রুকমা জুটি শুধুমাত্র জনপ্রিয়ই নয়, বহু আলোচিতও বটে । 'দেশের মাটি' ধারাবাহিকের দৌলতে জুটি বেঁধে প্রথম কাজ করেছিলেন তাঁরা । অল্প ক'দিনের মধ্যেই নজর কেড়ে নেয় রাজা-মাম্পি জুটি । দর্শকরা তাঁদের জুটির নামকরণ করে 'রাম্পি'। এহেন 'রাম্পি' জুটিকে দর্শক ফের দেখতে চেয়েছিল টিভির পর্দায়। তাদের ইচ্ছাপূরণ হয়েছে ।
এখন টিভির পর্দায় চলছে ধারাবাহিক 'লালকুঠি' (Bengali Serial Lalkuthi)। সেখানে বিক্রম-অনামিকা জুটি হিসেবে রয়েছেন রাহুল এবং রুকমা । এই জুটিকে নিয়ে দর্শকের উৎসাহের অন্ত নেই । কিন্তু এর মাঝেই প্রিয় অভিনেতা রাহুলকে নিয়ে বিরূপ মন্তব্য পেশ করে ফেলেছে নেট নাগরিকবৃন্দ ।নেটিজেনেদের কথায়, "রাহুল ঘুমিয়ে ঘুমিয়ে অভিনয় করছেন ।" আসলে রাহুলকে ঘিরে তাঁদের চাহিদা আকাশচুম্বী । তাই এদিক থেকে ওদিক হলেই তাদের মুখ ভার হয় । ধারাবাহিক শুরুর পরে ঠিক তেমনটাই হয়েছিল ।
আসলে রাহুলের চরিত্রটাই ওরকম । একটু গম্ভীর, নিজের মধ্যে থাকে সে । তার একটা অতীত আছে । বলা ভাল ভয়ংকর অতীত । সেই কারণেই সে চুপচাপ । ধীরে ধীরে তার চরিত্রের পরিবর্তন ঘটছে । আর তা টের পাচ্ছে দর্শক ।
আরও পড়ুন : ল্যাভেন্ডার রঙা গাউনে কানে ফের ঝড় তুললেন হিনা খান
তবে, আদরের ছেলে বিক্রমকে ঘিরে এমন কথা কেন শুনবে তার মা? নেট নাগরিকদের এই বক্তব্যের যোগ্য জবাব দিলেন তনুকা চট্টোপাধ্যায় (Tanuka Chatterjee On Rahul Banerjee)। তিনি এখানে বিক্রম থুড়ি রাহুলের মায়ের চরিত্রে । তনুকা চট্টোপাধ্যায়ের কথায়, "রাহুলকে আরেকটু সময় দিতে হবে আপনাদের । রাহুল-রুকমা জুটি এবারেও বাজিমাত করবে । গল্প অনুযায়ী পরিবর্তন হবে সবকিছুর । আর আমরা যাঁরা সিরিয়াল করি তাঁরা ঘুমনোরই সময় পাই না ।"