ETV Bharat / entertainment

Cultural Programme in Kolkata: প্রথমবার এক মঞ্চে শিবামণি-কৌশিকী-বিক্রম, হেমন্তের শহরে ফিউশন-মিউজিক সন্ধে

আগামী 11 নভেম্বর নজরুল মঞ্চে আয়োজিত হতে চলেছে একটি দুরন্ত ফিউশন মিউজিকের অনুষ্ঠান । এই প্রথমবার এক মঞ্চে সুর পরিবেশন করবেন শিবামণি, তেজেন্দ্রনারায়ণ মজুমদার, কৌশিকী চক্রবর্তী এবং বিক্রম ঘোষ ৷

Cultural programme
শহরে এই প্রথমবার এক মঞ্চে শিবামণি তেজেন্দ্রনারায়ণ কৌশিকী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 9:20 PM IST

Updated : Nov 9, 2023, 6:19 AM IST

কলকাতা, 8 নভেম্বর: নজরুল মঞ্চে উঠবে ফিউশন মিউজিকের ঝড় । সংস্কৃতি সাগরের নিবেদনে আয়োজিত হতে চলেছে 'বিয়ন্ড ফিউশন' নামে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা । আগামী 11 নভেম্বর নজরুল মঞ্চে অনুষ্ঠানের শুরু সন্ধে সাড়ে 6টায়। এই অনুষ্ঠানে সুরের ঝংকার তুলবেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত বিক্রম ঘোষ, বিদুষী কৌশিকী চক্রবর্তী ও শিবামণি। শহরে শীতের হালকা আমেজে এইরকম একটা সঙ্গীতের অনুষ্ঠান শ্রোতাদের মন কাড়বে বলে আশাবাদী আয়োজকরা।

সংস্কৃতি সাগর হল একটি সাংস্কৃতিক সংস্থা ৷ 1985 সালে প্রখ্যাত শিল্পপতি ডঃ কেকে বিড়লা এই সংস্থাটির প্রতিষ্ঠা করেন । শহরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হল সংস্কৃতি সাগর ৷ কলকাতার এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির প্রচার ও প্রসারে নিয়োজিত এই প্রতিষ্ঠান । এই প্রথমবার, সংস্কৃতি সাগর আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সভাঘরের বাইরে নজরুল মঞ্চে এই ‘বিয়ন্ড ফিউশন’ নামক অনুষ্ঠানটি উপস্থাপনা করছে ।

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার বলেন, "এই প্রথমবারের মতো আমরা 4 জন মিলে, এক মঞ্চে পারফর্ম করব । ফিউশন শব্দটার অনেক বড় পরিসর । বিদেশি সঙ্গীতের সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতের মেলবন্ধনেও ফিউশন হয় । ভারতীয় সিনেমার সুরকাররা বহু বছর আগে থেকেই ফিউশন মিউজিক করেছেন । আমরা শাস্ত্রীয় সঙ্গীতের জগতের শিল্পী হয়েও ছন্দে, মেলোডিতে, কম্পোজিশনের মধ্যে দিয়ে এই সন্ধ্যাটা অন্যভাবে ভেবেছি।"

আরও পড়ুন: অগ্রিম বুকিং ছুঁল প্রায় তিন লক্ষ! মুক্তির আগেই 8 কোটি ছাড়াল সলমনের ছবির আয়

পণ্ডিত বিক্রম ঘোষ বলেন, "কলকাতায় আমি আর শিবামণি অনেক বছর পর অনুষ্ঠান করব এক মঞ্চে ৷ অন্যদিকে আমরা 4 জন প্রথমবার এক সন্ধ্যায় আসছি । শাস্ত্রীয় সংগীতের দখল না-থাকলে ফিউশন নিয়ে কাজ করা মুশকিল ৷ কারণ এতে অনেক ইম্প্রোভাইজ করার জায়গা থাকে যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের দখল প্রয়োজন । ফিউশন এখন খুব পপুলার । আশা করি শ্রোতাদের ভালো সাড়া পাব।" কৌশিকী চক্রবর্তী এবং শিবামণি দু'জনেই জানান তাঁরাও খুব খুশি এই সুযোগ পেয়ে ৷

কলকাতা, 8 নভেম্বর: নজরুল মঞ্চে উঠবে ফিউশন মিউজিকের ঝড় । সংস্কৃতি সাগরের নিবেদনে আয়োজিত হতে চলেছে 'বিয়ন্ড ফিউশন' নামে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা । আগামী 11 নভেম্বর নজরুল মঞ্চে অনুষ্ঠানের শুরু সন্ধে সাড়ে 6টায়। এই অনুষ্ঠানে সুরের ঝংকার তুলবেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত বিক্রম ঘোষ, বিদুষী কৌশিকী চক্রবর্তী ও শিবামণি। শহরে শীতের হালকা আমেজে এইরকম একটা সঙ্গীতের অনুষ্ঠান শ্রোতাদের মন কাড়বে বলে আশাবাদী আয়োজকরা।

সংস্কৃতি সাগর হল একটি সাংস্কৃতিক সংস্থা ৷ 1985 সালে প্রখ্যাত শিল্পপতি ডঃ কেকে বিড়লা এই সংস্থাটির প্রতিষ্ঠা করেন । শহরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হল সংস্কৃতি সাগর ৷ কলকাতার এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির প্রচার ও প্রসারে নিয়োজিত এই প্রতিষ্ঠান । এই প্রথমবার, সংস্কৃতি সাগর আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সভাঘরের বাইরে নজরুল মঞ্চে এই ‘বিয়ন্ড ফিউশন’ নামক অনুষ্ঠানটি উপস্থাপনা করছে ।

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার বলেন, "এই প্রথমবারের মতো আমরা 4 জন মিলে, এক মঞ্চে পারফর্ম করব । ফিউশন শব্দটার অনেক বড় পরিসর । বিদেশি সঙ্গীতের সঙ্গে ভারতীয় রাগ সঙ্গীতের মেলবন্ধনেও ফিউশন হয় । ভারতীয় সিনেমার সুরকাররা বহু বছর আগে থেকেই ফিউশন মিউজিক করেছেন । আমরা শাস্ত্রীয় সঙ্গীতের জগতের শিল্পী হয়েও ছন্দে, মেলোডিতে, কম্পোজিশনের মধ্যে দিয়ে এই সন্ধ্যাটা অন্যভাবে ভেবেছি।"

আরও পড়ুন: অগ্রিম বুকিং ছুঁল প্রায় তিন লক্ষ! মুক্তির আগেই 8 কোটি ছাড়াল সলমনের ছবির আয়

পণ্ডিত বিক্রম ঘোষ বলেন, "কলকাতায় আমি আর শিবামণি অনেক বছর পর অনুষ্ঠান করব এক মঞ্চে ৷ অন্যদিকে আমরা 4 জন প্রথমবার এক সন্ধ্যায় আসছি । শাস্ত্রীয় সংগীতের দখল না-থাকলে ফিউশন নিয়ে কাজ করা মুশকিল ৷ কারণ এতে অনেক ইম্প্রোভাইজ করার জায়গা থাকে যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের দখল প্রয়োজন । ফিউশন এখন খুব পপুলার । আশা করি শ্রোতাদের ভালো সাড়া পাব।" কৌশিকী চক্রবর্তী এবং শিবামণি দু'জনেই জানান তাঁরাও খুব খুশি এই সুযোগ পেয়ে ৷

Last Updated : Nov 9, 2023, 6:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.