ETV Bharat / entertainment

Tunisha Suicide Case: শ্রদ্ধা-কাণ্ডের জেরেই তুনিশার সঙ্গে সম্পর্কচ্ছেদ, জেরায় জানালেন অভিযুক্ত শিজন - Police took Sheezan to four days custody yesterday

শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের পর দেশজুড়ে যে আলোড়ন তৈরি হয়েছিল, তাঁর জেরেই আত্মঘাতী টেলি অভিনেত্রী তুনিশা শর্মার সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি (Sheezan says to police that Shraddha murder case led to their break up) ৷ সোমবার পুলিশি জেরায় এমনটাই জানালেন তুনিশার প্রাক্তন বয়ফ্রেন্ড শিজন খান ৷

Etv Bharat
জেরায় তুনিশার সঙ্গে সম্পর্কচ্ছেদের কারণ জানালেন অভিযুক্ত
author img

By

Published : Dec 26, 2022, 6:19 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের (Shraddha Walker Murder Case) পর থেকে হতাশ ছিলেন ৷ ভিনধর্মের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কের মর্মান্তিক পরিণতি দেখেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তুনিশা শর্মা হত্যাকাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে এমনটাই জানালেন অন্যতম অভিযুক্ত তথা অভিনেত্রীর প্রাক্তন বয়ফ্রেন্ড শিজন খান (Sheezan says to police that Shraddha murder case led to their break up) ৷

আত্মঘাতী অভিনেত্রীর মায়ের বয়ান অনুযায়ী সোমবার ধৃত তুনিশার সহ-অভিনেতা শিজনকে চারদিনের হেফাজতে নেয় পুলিশ (Police took Sheezan to four days custody yesterday) ৷ সোমবার জিজ্ঞাসাবাদে 'আলিবাবা: দস্তান-ই কাবুল' খ্যাত অভিনেতা জানান, শ্রদ্ধা ওয়াকার তাঁর লিভ-ইন পার্টনারের হাতে খুন হওয়ার পর দেশজুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি ৷ তার ফলশ্রুতি হিসেবেই তুনিশার সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর ৷

এখানেই শেষ নয়, পুলিশি জেরায় এদিন আরও একটি চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন অভিযুক্ত ৷ তিনি জানিয়েছেন তাঁদের বিচ্ছেদের পর দিনকয়েক আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বছর কুড়ির তুনিশা ৷ সেই সময় তিনিই তুনিশাকে বাঁচিয়েছিলেন বলে জেরায় জানিয়েছেন শিজন ৷

আরও পড়ুন: গলায় ফাঁস লেগেই মৃত্যু তুনিশার, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

যদিও পুলিশকে দেওয়া মেয়ের প্রাক্তন বয়ফ্রেন্ডের বয়ানে কোনওভাবেই সহমত নন তুনিশার মা বনিতা শর্মা ৷ এই মর্মে সোমবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি (Vanita Sharma addressed via social media video on Monday) ৷ যেখানে বনিতা দেবী জানিয়েছেন, শিজন তাঁর মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল ৷ তাঁর কথায়, "তুনিশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ৷ তিন-চার মাস ব্যবহার করে তুনিশার সঙ্গে সম্পর্ক শেষ করে ও (শিজন) ৷"

মুম্বই, 26 ডিসেম্বর: শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের (Shraddha Walker Murder Case) পর থেকে হতাশ ছিলেন ৷ ভিনধর্মের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কের মর্মান্তিক পরিণতি দেখেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তুনিশা শর্মা হত্যাকাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে এমনটাই জানালেন অন্যতম অভিযুক্ত তথা অভিনেত্রীর প্রাক্তন বয়ফ্রেন্ড শিজন খান (Sheezan says to police that Shraddha murder case led to their break up) ৷

আত্মঘাতী অভিনেত্রীর মায়ের বয়ান অনুযায়ী সোমবার ধৃত তুনিশার সহ-অভিনেতা শিজনকে চারদিনের হেফাজতে নেয় পুলিশ (Police took Sheezan to four days custody yesterday) ৷ সোমবার জিজ্ঞাসাবাদে 'আলিবাবা: দস্তান-ই কাবুল' খ্যাত অভিনেতা জানান, শ্রদ্ধা ওয়াকার তাঁর লিভ-ইন পার্টনারের হাতে খুন হওয়ার পর দেশজুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি ৷ তার ফলশ্রুতি হিসেবেই তুনিশার সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর ৷

এখানেই শেষ নয়, পুলিশি জেরায় এদিন আরও একটি চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন অভিযুক্ত ৷ তিনি জানিয়েছেন তাঁদের বিচ্ছেদের পর দিনকয়েক আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বছর কুড়ির তুনিশা ৷ সেই সময় তিনিই তুনিশাকে বাঁচিয়েছিলেন বলে জেরায় জানিয়েছেন শিজন ৷

আরও পড়ুন: গলায় ফাঁস লেগেই মৃত্যু তুনিশার, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

যদিও পুলিশকে দেওয়া মেয়ের প্রাক্তন বয়ফ্রেন্ডের বয়ানে কোনওভাবেই সহমত নন তুনিশার মা বনিতা শর্মা ৷ এই মর্মে সোমবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি (Vanita Sharma addressed via social media video on Monday) ৷ যেখানে বনিতা দেবী জানিয়েছেন, শিজন তাঁর মেয়েকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল ৷ তাঁর কথায়, "তুনিশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ৷ তিন-চার মাস ব্যবহার করে তুনিশার সঙ্গে সম্পর্ক শেষ করে ও (শিজন) ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.