ETV Bharat / entertainment

Sean-Aishorjyo on OTT: ওয়েবের নতুন জুটি শন-ঐশ্বর্য - Sean Aishorjyo in OTT

ওয়েবের নতুন জুটি হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে শন বন্দ্য়োপাধ্যায় ও ঐশ্বর্য সেনের ৷ শনের ওয়েবে এটাই প্রথম কাজ ৷

Sean Banerjee Aishorjyo Sen ETV Bharat
শন বন্দ্যোপাধ্যায় ঐশ্বর্য সেন
author img

By

Published : Apr 13, 2023, 11:31 AM IST

Updated : Apr 13, 2023, 12:45 PM IST

কলকাতা, 13 এপ্রিল: ওয়েবে ডেবিউ করতে চলেছেন শন বন্দ্যোপাধ্যায় । তিনি জুটি বাঁধবেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে । তাঁদের জুটি নিয়ে দর্শকের আগ্রহ থাকবে তা বলার অপেক্ষা রাখে না ।

ছোটপর্দার মাধ্যমে তাঁর অনস্ক্রিন জার্নি শুরু করেছেন শন বন্দ্যোপাধ্যায়ের । প্রথমে 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার চরিত্রে অভিনয় করেন তিনি । জুটিত ছিলেন পল্লবী দে । এরপর 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে ডা. উজান চট্টোপাধ্যায়ের চরিত্রের দৌলতে মেয়েদের ক্রাশ হয়ে যান শন । জুটি বাঁধেন অনামিকা চক্রবর্তীর সঙ্গে । এরপর 'মন ফাগুন' ধারাবাহিকে টলিউডে নিজের জায়গা আরও পোক্ত করেন কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর নাতি শন বন্দ্যোপাধ্যায় । সেখানে শনের সঙ্গে জুটিতে ছিলেন সৃজলা গুহ । সবকটি চরিত্রেই নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন শন । এ বার তিনি পা রাখলেন ওয়েবে ।

Sean Banerjee
শন বন্দ্যোপাধ্যায়

ও দিকে, ঐশ্বর্য সেন ওয়েবে আগেই পা ফেলেছেন । এ ছাড়া পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের 'গোপনে মদ ছাড়ান' ছবিতে এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য । এই ছবি নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে । তার আগে 'পুণ্যি পুকুর', 'ইচ্ছেনদী', 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'শুভদৃষ্টি', 'কোরাপাখি', ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছের মানুষ হয়ে উঠেছেন ঐশ্বর্য । এখন কথা হল কোন সিরিজে দেখা যাবে এই টাটকা জুটিকে ? সেই ব্যাপারে মুখ খোলেননি কেউই । বিষয়টা বেশ চমক হিসেবে রয়েছে তা বলাই বাহুল্য ।

Aishorjyo Sen
ঐশ্বর্য সেন

প্রসঙ্গত, ঐশ্বর্যকে 'কোরাপাখি' ধারাবাহিকের পর আর দেখা যায়নি ছোটপর্দায় । শনও 'মন ফাগুন' ধারাবাহিকের পর নিয়েছেন লম্বা ব্রেক । এ বার ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে তাঁর । চরিত্র কিংবা সিরিজের নাম নিয়ে শনের কাছে জানতে চাইলে তিনি বলেন, "এখনও কিছুই জানানোর অনুমতি পাওয়া যায়নি । তাই জানাতে পারছি না । তবে, ভালো চরিত্র ভালো কাজ ৷ ওটিটিতে আসছি এটাই এই মুহূর্তে নিজের কাছে আনন্দের বিষয় ।" কোন সিরিজে জুটি বাঁধছেন এই টাটকা জুটি, তা জানতে হলে এখন অপেক্ষাই সম্বল ।

আরও পড়ুন: আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, অভিনন্দন শাহরুখের

কলকাতা, 13 এপ্রিল: ওয়েবে ডেবিউ করতে চলেছেন শন বন্দ্যোপাধ্যায় । তিনি জুটি বাঁধবেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে । তাঁদের জুটি নিয়ে দর্শকের আগ্রহ থাকবে তা বলার অপেক্ষা রাখে না ।

ছোটপর্দার মাধ্যমে তাঁর অনস্ক্রিন জার্নি শুরু করেছেন শন বন্দ্যোপাধ্যায়ের । প্রথমে 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার চরিত্রে অভিনয় করেন তিনি । জুটিত ছিলেন পল্লবী দে । এরপর 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে ডা. উজান চট্টোপাধ্যায়ের চরিত্রের দৌলতে মেয়েদের ক্রাশ হয়ে যান শন । জুটি বাঁধেন অনামিকা চক্রবর্তীর সঙ্গে । এরপর 'মন ফাগুন' ধারাবাহিকে টলিউডে নিজের জায়গা আরও পোক্ত করেন কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর নাতি শন বন্দ্যোপাধ্যায় । সেখানে শনের সঙ্গে জুটিতে ছিলেন সৃজলা গুহ । সবকটি চরিত্রেই নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন শন । এ বার তিনি পা রাখলেন ওয়েবে ।

Sean Banerjee
শন বন্দ্যোপাধ্যায়

ও দিকে, ঐশ্বর্য সেন ওয়েবে আগেই পা ফেলেছেন । এ ছাড়া পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের 'গোপনে মদ ছাড়ান' ছবিতে এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য । এই ছবি নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে । তার আগে 'পুণ্যি পুকুর', 'ইচ্ছেনদী', 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'শুভদৃষ্টি', 'কোরাপাখি', ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছের মানুষ হয়ে উঠেছেন ঐশ্বর্য । এখন কথা হল কোন সিরিজে দেখা যাবে এই টাটকা জুটিকে ? সেই ব্যাপারে মুখ খোলেননি কেউই । বিষয়টা বেশ চমক হিসেবে রয়েছে তা বলাই বাহুল্য ।

Aishorjyo Sen
ঐশ্বর্য সেন

প্রসঙ্গত, ঐশ্বর্যকে 'কোরাপাখি' ধারাবাহিকের পর আর দেখা যায়নি ছোটপর্দায় । শনও 'মন ফাগুন' ধারাবাহিকের পর নিয়েছেন লম্বা ব্রেক । এ বার ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে তাঁর । চরিত্র কিংবা সিরিজের নাম নিয়ে শনের কাছে জানতে চাইলে তিনি বলেন, "এখনও কিছুই জানানোর অনুমতি পাওয়া যায়নি । তাই জানাতে পারছি না । তবে, ভালো চরিত্র ভালো কাজ ৷ ওটিটিতে আসছি এটাই এই মুহূর্তে নিজের কাছে আনন্দের বিষয় ।" কোন সিরিজে জুটি বাঁধছেন এই টাটকা জুটি, তা জানতে হলে এখন অপেক্ষাই সম্বল ।

আরও পড়ুন: আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, অভিনন্দন শাহরুখের

Last Updated : Apr 13, 2023, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.