ETV Bharat / entertainment

টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা - সৌরভের বিয়ে

Sourav-Darshana Wedding: পর্দার জুটি আরও একবার বাস্তবে পেতে চলেছে পরিণতি । সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ দাস এবং দর্শনা বণিক । চলতি বছরের 15 ডিসেম্বর বিয়ে তাঁদের ।

Etv Bharat
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 10:16 AM IST

কলকাতা, 28 নভেম্বর: ডিসেম্বরে আরও এক জুটির বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায় । চার হাত এক হতে চলেছে সৌরভ দাস এবং দর্শনা বণিকের । সোমবারই বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী । ওই একইদিনে বিয়ে করেছেন অর্পিতা মণ্ডল এবং স্বর্ণদীপ্ত ঘোষ । আবার আগামী 7 ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায় । এরই মধ্যে ফের টলিপাড়ায় বিয়ের খবর ৷

বাংলা সিনে দুনিয়ায় সৌরভ ও দর্শনা দু'জনেই বহুল পরিচিত । দু'জনে একসঙ্গে ছবিতেও অভিনয় করেছেন । এই রিয়েল জুটিকে নিয়ে শর্মিষ্ঠা দেব বানাচ্ছেন 'মাস্টারমাইন্ড'। সৌম্যজিৎ আদকের পরিচালনায় এই জুটি অভিনয় করেছেন 'অল্প হলেও সত্যি' এবং 'হৃদয়পুর' ছবিতে । এবার বাস্তবের মাটিতে পা রেখে একে অপরের হাত ধরে এগিয়ে চলার সময় আসন্ন ।

দর্শনা এই মুহূর্তে ব্যস্ত শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী' ছবির কাজ নিয়ে । ইতিমধ্যেই হাজির হয়েছে তাঁর চরিত্রের লুক । দর্শনাকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সাগরের চরিত্রে । সৌরভও ব্যস্ত তাঁর বেশ কিছু কাজ নিয়ে । দর্শনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করায় ঘটনাটা যে সত্যি তা স্বীকার করেছেন । তবে, বিয়ের প্রস্তুতি কতদূর সেই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী ।

সৌরভ এবং দর্শনার অনস্ক্রিন জুটির পরিচালক সৌম্যজিৎ আদক সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার ভালোবাসার মানুষেরা, সারাজীবন একসঙ্গে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে । আজ খুব খুশির দিন আমার জন্য । এই দু'জন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয় । সৌরভ দাদার মতো বকে, চুমু খেয়ে আমাকে সাহস জোগায় । কান্নাকাটি করেছি একসঙ্গে ৷ অনেক রাত একসঙ্গে জেগে স্বপ্ন দেখে কাটিয়েছি ৷ আজ নিজেকে ডিরেক্টর বলতে পারার পিছনেও ওর অবদান অনেকটা । আর দর্শনা সেই 8 বছর আগে থেকে নিজের সব ভালো ও মন্দ আমাকে শোনায়, আর আমার সব ভুল কে ঠিক ভাবে ৷ যাই করি আমার থেকে বেশি ও খুশি হয় । আমার ভালোবাসার হিরোইন । অনেক ভালোবাসা দু'জনকে ৷ পাশে ছিলাম, আছি ও থাকব । এটা অল্প না অনেকটা সত্যি ।"

আরও পড়ুন :

1 সাজগোজে নেই চাকচিক্য, ছিমছাম পোশাকে বিয়ে সারলেন 'পরমপিয়া'; দেখে নিন নয়া টলি লাভবার্ডস'কে

2 মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রতর বিয়ে? কী বলছেন পরম-বন্ধুরা...

3 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

কলকাতা, 28 নভেম্বর: ডিসেম্বরে আরও এক জুটির বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায় । চার হাত এক হতে চলেছে সৌরভ দাস এবং দর্শনা বণিকের । সোমবারই বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী । ওই একইদিনে বিয়ে করেছেন অর্পিতা মণ্ডল এবং স্বর্ণদীপ্ত ঘোষ । আবার আগামী 7 ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায় । এরই মধ্যে ফের টলিপাড়ায় বিয়ের খবর ৷

বাংলা সিনে দুনিয়ায় সৌরভ ও দর্শনা দু'জনেই বহুল পরিচিত । দু'জনে একসঙ্গে ছবিতেও অভিনয় করেছেন । এই রিয়েল জুটিকে নিয়ে শর্মিষ্ঠা দেব বানাচ্ছেন 'মাস্টারমাইন্ড'। সৌম্যজিৎ আদকের পরিচালনায় এই জুটি অভিনয় করেছেন 'অল্প হলেও সত্যি' এবং 'হৃদয়পুর' ছবিতে । এবার বাস্তবের মাটিতে পা রেখে একে অপরের হাত ধরে এগিয়ে চলার সময় আসন্ন ।

দর্শনা এই মুহূর্তে ব্যস্ত শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী' ছবির কাজ নিয়ে । ইতিমধ্যেই হাজির হয়েছে তাঁর চরিত্রের লুক । দর্শনাকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সাগরের চরিত্রে । সৌরভও ব্যস্ত তাঁর বেশ কিছু কাজ নিয়ে । দর্শনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করায় ঘটনাটা যে সত্যি তা স্বীকার করেছেন । তবে, বিয়ের প্রস্তুতি কতদূর সেই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী ।

সৌরভ এবং দর্শনার অনস্ক্রিন জুটির পরিচালক সৌম্যজিৎ আদক সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার ভালোবাসার মানুষেরা, সারাজীবন একসঙ্গে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে । আজ খুব খুশির দিন আমার জন্য । এই দু'জন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয় । সৌরভ দাদার মতো বকে, চুমু খেয়ে আমাকে সাহস জোগায় । কান্নাকাটি করেছি একসঙ্গে ৷ অনেক রাত একসঙ্গে জেগে স্বপ্ন দেখে কাটিয়েছি ৷ আজ নিজেকে ডিরেক্টর বলতে পারার পিছনেও ওর অবদান অনেকটা । আর দর্শনা সেই 8 বছর আগে থেকে নিজের সব ভালো ও মন্দ আমাকে শোনায়, আর আমার সব ভুল কে ঠিক ভাবে ৷ যাই করি আমার থেকে বেশি ও খুশি হয় । আমার ভালোবাসার হিরোইন । অনেক ভালোবাসা দু'জনকে ৷ পাশে ছিলাম, আছি ও থাকব । এটা অল্প না অনেকটা সত্যি ।"

আরও পড়ুন :

1 সাজগোজে নেই চাকচিক্য, ছিমছাম পোশাকে বিয়ে সারলেন 'পরমপিয়া'; দেখে নিন নয়া টলি লাভবার্ডস'কে

2 মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রতর বিয়ে? কী বলছেন পরম-বন্ধুরা...

3 'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.