কলকাতা, 2 সেপ্টেম্বর: বাংলা টেলিভিশনের রোম্যান্টিক নায়ক হিসেবেই পরিচিত ঋষি কৌশিক ৷ তাঁকেই এবার দেখা যাবে খল চরিত্রে । এর আগে বড় পর্দায় 'ক্রান্তি'র মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন ৷ কিন্তু টেলিভিশনে তিনি বরাবর উজান চট্টোপাধ্যায়, অর্চিষ্মান মুখোপাধ্যায় বা এসিপি রণজয় চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন। অর্থাৎ বেশিরভাগ সময়ই তিনি রোম্যান্টিক নায়ক । এবার তাঁকে দেখা যাবে নয়া ইমেজে । চরিত্রের নাম তেজেশ কুমার।
লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত এই হিন্দি ধারাবাহিকের নাম 'ঝনক'। অভিনেতা বলেন, "সম্প্রতি ধারাবাহিকের লুক সেট হয়েছে। প্রথম দফার শুটিং চলছে কলকাতায়। তবে, আমার শুটিং শুরু হবে কাশ্মীর থেকে ৷ পরের যাবতীয় শুটিং মুম্বইয়ের ফ্লোরে।" এই ধারাবাহিকে ঋষি কৌশিক ছাড়াও রয়েছেন ভরত কল, ক্রুশল অহুজা-সহ মুম্বইয়ের একাধিক অভিনেতা ।
আরও পড়ুন: ‘বনবাস’ কাটিয়ে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা, ‘পুরাতন’ দিয়েই নতুন শুরু সত্যজিতের নায়িকার
একসময় ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' ছবিতেও কাজ করেছিলেন ঋষি ৷ সম্প্রতি আমরা পেরিয়ে এলাম কিংবদন্তি পরিচালকের জন্মদিন। ঋতুপর্ণর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা বলেন, "একটাই কাজ করার সুযোগ পেয়েছিলাম ঋতুদা'র সঙ্গে । মনে আছে 2008 সালে দোলের দিন আমাকে ফোন করে বলেছিলেন ঋষি আমার সঙ্গে একদিন দেখা করবি? আমি পরদিন যাই । প্রথমেই বলে দেন, দেখ ঋষি ঋতুপর্ণ ঘোষ তোকে দেখা করতে বলেছে বলে উৎফুল্ল হওয়ার কিছু নেই । এমন কোনও চরিত্র তোকে দিতে পারছি না যে হল থেকে বেরিয়েই লোকে তোর কথা বলবে । আমার তোর মতো একটা ছেলেকে দরকার অভিনয়ের জন্য। আর তোর দরকার হলে তুই কাজটা করবি। আমি ডেকেছি বলে ইতিহাস পালটে যাবে না। এই একটা কথায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম । এরকম কথা কেউ বলে না । সবাই নিজেকে বড় করে দেখাতে চায় । ঋতুদা অন্যরকম ছিলেন। "
আরও পড়ুন: 'মানিকবাবুর মানসপুত্র', ঋতুপর্ণর জন্মদিনে স্মৃতিতে ডুব দিলেন লাবণী
ঋষি কৌশিক জানান, প্রয়াত পরিচালকের আরও একটি কথা তাঁর মনে আছে। পরিচালক তাঁকে বলেছিলেন, "ঋষি আমি তোকে অভিনেতা বানাতে পারব। স্টার বানাতে পারব না।" এরপর থেকেই অভিনেতা বিশ্বাস করতে শুরু করেন, তাঁকে তাঁর নিজের কাজ করে যেতে হবে। স্টার হওয়া না হওয়া অনেকটাই নির্ভর করে ভাগ্যের উপর।