ETV Bharat / entertainment

Prosenjit in Dance Dance Junior: কোয়ার্টার ফাইনালের মঞ্চে প্রসেনজিৎ, নেবেন কনিষ্ঠ প্রতিযোগীর অটোগ্রাফ - Prosenjit in Dance Dance Junior

শেষের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'। তবে তার আগে রয়েছে আরও চমক ৷ কোয়ার্টার ফাইনালের মঞ্চে ছোটদের উৎসাহ দিতে হাজির হবেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit in Dance Dance Junior Quarter Final )।

Prosenjit in Dance Dance Junior
কোয়ার্টার ফাইনালের মঞ্চে হাজির প্রসেনজিৎ,নেবেন কনিষ্ঠতম প্রতিযোগীর অটোগ্রাফ
author img

By

Published : Nov 24, 2022, 9:15 PM IST

কলকাতা, 24 নভেম্বর: শেষের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'। কে জিতবে সেরার শিরোপা ? এবার তা দেখার আর জানার দিন আসন্ন । তবে তার আগে রয়েছে আরও চমক ৷ কোয়ার্টার ফাইনালের মঞ্চে ছোটদের উৎসাহ দিতে হাজির হবেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit in Dance Dance Junior Quarter Final )।

এর আগেও ছোটদের নাচের এই মঞ্চে হাজির থেকেছেন তিনি (Prosenjit in Dance Dance Junior Season three)। উৎসাহ দিয়েছেন সকলকে (Dance Dance Junior Quarter Final)। শুধু তা-ই নয়, তিনি নেচেছেন প্রতিযোগিতার কনিষ্ঠ প্রতিযোগী কথাকলির সঙ্গে । আর এবার এই খুদে স্টারের থেকে অটোগ্রাফ নেবেন ইন্ডাস্ট্রির বুম্বাদা । ইন্ডাস্ট্রির আগামী নায়িকা হিসেবে তিনি চিহ্নিত করবেন কথাকলিকে । তবে, অন্যদেরও উৎসাহ দিতেও কোনও খামতি রাখবেন না এই সুপারস্টার । তাই নজর রাখতেই হবে এই শোয়ের দিকে(Prosenjit in Dance Dance Junior) ৷

Prosenjit in Dance Dance Junior
কোয়ার্টার ফাইনালের মঞ্চে ছোটদের উৎসাহ দিতে হাজির হবেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (

আরও পড়ুন: একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয়ের 'দৃশ্যম 2'

খুব শীঘ্রই ফাইনালের সম্প্রচার দেখবে দর্শক। আর তার প্রস্তুতিও শুর হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহেই একজন করে বাদ পড়ছে প্রতিযোগিতার মঞ্চ থেকে । প্রত্যেকেই নিজেদের সেরাটা তুলে ধরতে চাইছে এই মঞ্চে । তবে, প্রতিযোগিতার নিয়ম মেনে বাদ পড়তে হচ্ছে কাউকে না কাউকে । আর এই কাজটা করতে গিয়ে প্রতি পর্বেই চোখের জলে ভাসছেন বিচারক মনামী ।

দেব এবং রুকমিনীও ভারাক্রান্ত বিচারের পরে ৷ এই সপ্তাহে রয়েছে কোয়ার্টার ফাইনালের চমক । বেশ টানটান উত্তেজনা এই পর্বকে ঘিরে । তাই চোখ রাখুন এই শনি ও রবিবার টিভির পর্দায় ৷

কলকাতা, 24 নভেম্বর: শেষের পথে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'। কে জিতবে সেরার শিরোপা ? এবার তা দেখার আর জানার দিন আসন্ন । তবে তার আগে রয়েছে আরও চমক ৷ কোয়ার্টার ফাইনালের মঞ্চে ছোটদের উৎসাহ দিতে হাজির হবেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit in Dance Dance Junior Quarter Final )।

এর আগেও ছোটদের নাচের এই মঞ্চে হাজির থেকেছেন তিনি (Prosenjit in Dance Dance Junior Season three)। উৎসাহ দিয়েছেন সকলকে (Dance Dance Junior Quarter Final)। শুধু তা-ই নয়, তিনি নেচেছেন প্রতিযোগিতার কনিষ্ঠ প্রতিযোগী কথাকলির সঙ্গে । আর এবার এই খুদে স্টারের থেকে অটোগ্রাফ নেবেন ইন্ডাস্ট্রির বুম্বাদা । ইন্ডাস্ট্রির আগামী নায়িকা হিসেবে তিনি চিহ্নিত করবেন কথাকলিকে । তবে, অন্যদেরও উৎসাহ দিতেও কোনও খামতি রাখবেন না এই সুপারস্টার । তাই নজর রাখতেই হবে এই শোয়ের দিকে(Prosenjit in Dance Dance Junior) ৷

Prosenjit in Dance Dance Junior
কোয়ার্টার ফাইনালের মঞ্চে ছোটদের উৎসাহ দিতে হাজির হবেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (

আরও পড়ুন: একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল অজয়ের 'দৃশ্যম 2'

খুব শীঘ্রই ফাইনালের সম্প্রচার দেখবে দর্শক। আর তার প্রস্তুতিও শুর হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহেই একজন করে বাদ পড়ছে প্রতিযোগিতার মঞ্চ থেকে । প্রত্যেকেই নিজেদের সেরাটা তুলে ধরতে চাইছে এই মঞ্চে । তবে, প্রতিযোগিতার নিয়ম মেনে বাদ পড়তে হচ্ছে কাউকে না কাউকে । আর এই কাজটা করতে গিয়ে প্রতি পর্বেই চোখের জলে ভাসছেন বিচারক মনামী ।

দেব এবং রুকমিনীও ভারাক্রান্ত বিচারের পরে ৷ এই সপ্তাহে রয়েছে কোয়ার্টার ফাইনালের চমক । বেশ টানটান উত্তেজনা এই পর্বকে ঘিরে । তাই চোখ রাখুন এই শনি ও রবিবার টিভির পর্দায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.