ETV Bharat / entertainment

মহারাজা, তোমারে সেলাম! হীরকরাজ্য ছাড়লেন সত্যজিৎ-সঙ্গী অনুপ ঘোষাল - Anup Ghoshal passes away

Anup Ghoshal passes away: 'গুপী গাইন বাঘা বাইন' থেকে 'হীরক রাজার দেশে', তাঁর কণ্ঠের জাদুতে মজেছে বাঙালির হৃদয় । প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 5:05 PM IST

Updated : Dec 15, 2023, 7:10 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: আহা কী আনন্দ আকাশে বাতাসে.....

তাঁর উদার কন্ঠে জীবন উদযাপনের স্বাদ পেয়েছিল সত্যজিতের ছবি। সেই আনন্দে 'গানের ভুবনকে' ভরিয়ে দিয়ে চির বিদায় নিলেন সঙ্গীতকার অনুপ ঘোষাল । 'গুপী গাইন বাঘা বাইন' থেকে 'হীরক রাজার দেশে', তাঁর কণ্ঠের জাদুতে মজেছে বাঙালির হৃদয় । নজরুল গীতি এবং বাংলা আধুনিক গানেও ছাপ ফেলেছেন তিনি । সুর-সঙ্গীতের আকাশে অনুপ ঘোষাল এক চিরন্তন নক্ষত্র। 78 বছর বয়সে স্তব্ধ হল সেই অনুপ-জীবন । বার্ধক্যজনিত কারণে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । শুক্রবার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপ ঘোষাল । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা-

বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। 'সাগিনা মাহাতো' চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি 2011সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।পশ্চিমবঙ্গ সরকার 2011সালে তাঁকে 'নজরুল স্মৃতি পুরস্কার' , 2013 সালে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নজরুলের গানের বাঁধুনি তাঁর কন্ঠে যেন মোক্ষ লাভ করত । 'গাঙে জোয়ার এল ফিরে' থেকে 'বুলবুলি নীরব নার্গিস বনে'.. নজরুলগীতি যেন অনুপ ঘোষালের রন্ধ্রে ছিল । একই ছাপ শ্যামা সঙ্গীতেও। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন ।

গুলজারের কথায় আর ডি বর্মনের সুরে তাঁর কণ্ঠে 'তুঝসে নারাজ নেহি জিন্দেগি' , এখনও সমান ভাবে আবেগে ভাসায় । আশির দশকে অনুপ ঘোষালের গানের ক্যাসেট বাঙালির ঘরে ঘরে থাকতো । তাঁর অমায়িক কন্ঠস্বর মনজয় করে সঙ্গীতপ্রেমীদের । যদিও সঙ্গীত থেকে রাজনীতি, অনুপ ঘোষালের যাত্রা অবাধ । বাম আমলের শেষে তৃণমূল জমানার শুরুতেই পাকাপাকি রাজনীতিতে আসা অনুপ ঘোষালের । 2011 সালে উত্তরপাড়ার বিধায়ক হিসেবে নির্বাচিত হন । যদিও পরবর্তীকালে রাজনীতির সঙ্গে যোগাযাগ কমে যায় মহান এই গায়কের ।

প্লে-ব্যাক গায়ক হিসাবে অনুপ ঘোষালের যাত্রা শুরু হয় 19 বছর বয়সে । কিংবদন্তি সত্যজিৎ রায়ের 'গুপি গাইন বাঘা বাইন' সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি । 1981 সালে 'হীরক রাজার দেশ' সিনেমায় গান গেয়ে জাতীয় পুরস্কার পান । তারপর একের পর এক গানে অনুপ ঘোষাল সঙ্গীত জগতে নিজের আলাদা জায়গায় তৈরি করেন । অনুপ ঘোষালের মৃত্যু এক অধ্যায়ের শেষ । যেখানে লেখা থাকবে সত্যজিৎ রায়ের সৃষ্টির এক কালজয়ী পর্ব অনুপ ঘোষাল, যিনি সত্যজিতের পরিচয়ের বাইরে গিয়েও নিজের জায়গা তৈরিতে সফল।

আরও পড়ুন:

আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

'দাদা রাজনৈতিক আলোচনা পছন্দ করতেন না', মহানায়কের স্মৃতিচারণায় রত্না ঘোষাল

মৃণাল-ঋত্বিকের মতোই চিরস্মরণীয় থেকে যাবেন তরুণ, শোকবার্তায় জানাল গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ

কলকাতা, 15 ডিসেম্বর: আহা কী আনন্দ আকাশে বাতাসে.....

তাঁর উদার কন্ঠে জীবন উদযাপনের স্বাদ পেয়েছিল সত্যজিতের ছবি। সেই আনন্দে 'গানের ভুবনকে' ভরিয়ে দিয়ে চির বিদায় নিলেন সঙ্গীতকার অনুপ ঘোষাল । 'গুপী গাইন বাঘা বাইন' থেকে 'হীরক রাজার দেশে', তাঁর কণ্ঠের জাদুতে মজেছে বাঙালির হৃদয় । নজরুল গীতি এবং বাংলা আধুনিক গানেও ছাপ ফেলেছেন তিনি । সুর-সঙ্গীতের আকাশে অনুপ ঘোষাল এক চিরন্তন নক্ষত্র। 78 বছর বয়সে স্তব্ধ হল সেই অনুপ-জীবন । বার্ধক্যজনিত কারণে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । শুক্রবার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপ ঘোষাল । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা-

বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। 'সাগিনা মাহাতো' চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি 2011সালে উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।পশ্চিমবঙ্গ সরকার 2011সালে তাঁকে 'নজরুল স্মৃতি পুরস্কার' , 2013 সালে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

নজরুলের গানের বাঁধুনি তাঁর কন্ঠে যেন মোক্ষ লাভ করত । 'গাঙে জোয়ার এল ফিরে' থেকে 'বুলবুলি নীরব নার্গিস বনে'.. নজরুলগীতি যেন অনুপ ঘোষালের রন্ধ্রে ছিল । একই ছাপ শ্যামা সঙ্গীতেও। নজরুলগীতি ছাড়াও তিনি বাংলা, হিন্দি-সহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশন করেছেন ।

গুলজারের কথায় আর ডি বর্মনের সুরে তাঁর কণ্ঠে 'তুঝসে নারাজ নেহি জিন্দেগি' , এখনও সমান ভাবে আবেগে ভাসায় । আশির দশকে অনুপ ঘোষালের গানের ক্যাসেট বাঙালির ঘরে ঘরে থাকতো । তাঁর অমায়িক কন্ঠস্বর মনজয় করে সঙ্গীতপ্রেমীদের । যদিও সঙ্গীত থেকে রাজনীতি, অনুপ ঘোষালের যাত্রা অবাধ । বাম আমলের শেষে তৃণমূল জমানার শুরুতেই পাকাপাকি রাজনীতিতে আসা অনুপ ঘোষালের । 2011 সালে উত্তরপাড়ার বিধায়ক হিসেবে নির্বাচিত হন । যদিও পরবর্তীকালে রাজনীতির সঙ্গে যোগাযাগ কমে যায় মহান এই গায়কের ।

প্লে-ব্যাক গায়ক হিসাবে অনুপ ঘোষালের যাত্রা শুরু হয় 19 বছর বয়সে । কিংবদন্তি সত্যজিৎ রায়ের 'গুপি গাইন বাঘা বাইন' সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি । 1981 সালে 'হীরক রাজার দেশ' সিনেমায় গান গেয়ে জাতীয় পুরস্কার পান । তারপর একের পর এক গানে অনুপ ঘোষাল সঙ্গীত জগতে নিজের আলাদা জায়গায় তৈরি করেন । অনুপ ঘোষালের মৃত্যু এক অধ্যায়ের শেষ । যেখানে লেখা থাকবে সত্যজিৎ রায়ের সৃষ্টির এক কালজয়ী পর্ব অনুপ ঘোষাল, যিনি সত্যজিতের পরিচয়ের বাইরে গিয়েও নিজের জায়গা তৈরিতে সফল।

আরও পড়ুন:

আমায় নিজে হাতে মেকআপ করে দিয়েছিলেন তনুদা

'দাদা রাজনৈতিক আলোচনা পছন্দ করতেন না', মহানায়কের স্মৃতিচারণায় রত্না ঘোষাল

মৃণাল-ঋত্বিকের মতোই চিরস্মরণীয় থেকে যাবেন তরুণ, শোকবার্তায় জানাল গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ

Last Updated : Dec 15, 2023, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.