ETV Bharat / entertainment

Alakshmis in Goa: ট্রেলার আসার আগেই 'অলক্ষ্মীজ ইন গোয়া'র অন্দরের খবর দিলেন পরিচালক - New Web Series Alakshmis in Goa

ইতিমধ্যেই এসেছে ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'র টিজার পোস্টার(New Web Series Alakshmis in Goa is Coming Soon) ৷ শুক্রবার আসতে চলেছে এই সিরিজের ট্রেলার ( Alakshmis in Goa Trailer) ৷

Alakshmis in Goa
ট্রেলার আসার আগেই 'অলক্ষ্মীজ ইন গোয়া'র অন্দরের খবর দিলেন পরিচালক
author img

By

Published : Jan 12, 2023, 10:52 AM IST

কলকাতা, 12 জানুয়ারি: ক্লিক-এর আসন্ন সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'র টিজার পোস্টার, মোশন পোস্টার-এর পর এবার আসছে ট্রেলার । সাধারণত 13 তারিখটাকে অনেকেই অপয়া বলে থাকেন । কিন্তু এই তারিখটাকেই ট্রেলার লঞ্চের জন্য বেছে নিয়েছে 'অলক্ষ্মীজ ইন গোয়া' টিম ( Alakshmis in Goa Trailer)। আর তা নিয়ে মজার একটি পোস্টারও হাজির করেছে তারা ৷ যেখানে পর্দার চার অলক্ষ্মীকে দেখা যাচ্ছে নিজেদের ইমেজে । এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়েছে নেট পাড়ায় । চারজন ডাকাবুকো মেয়ের দস্যিপনার গল্প দেখতে মুখিয়ে আছে দর্শক(New Web Series Alakshmis in Goa is Coming Soon) ।

এই সিরিজের পরিচালক জয়দীপ বলেন, " গল্পটা ভাবা 5 বছর আগে । 2 বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি । সেই সুবাদে যতদিক দিয়ে যতরকম বাধা আসতে পারে, সেই সবই এসেছে । সব পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে । ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং ভীষণ উত্তেজিত । আমাদের অলক্ষীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী । টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!"

জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনায় এই সিরিজের গল্পের দিকে তাকালে দেখা যায়, চার কন্যে তিতাস, বর্ষা, হৈ আর রনিতা ছোটবেলা থেকেই বন্ধু ৷ মফঃস্বলের জল-হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকেই পরিবার, সমাজ অলক্ষ্মী বলে ডেকেছে । ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ । দেশের আপামর বলিউড প্রেমীদের মতো ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলার পার্টিতে গোয়া যাবে (New Web Series Alakshmis in Goa)।

Alakshmis in Goa
ইতিমধ্যেই এসেছে ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'র টিজার পোস্টার

ঠিক কুড়ি বছর পরে তিতাসের যখন বিয়ে ঠিক হয়, তখন সবাই মিলে সেই প্ল্যানটা করেই ফেলে । বহু অপেক্ষার গোয়ার ট্রিপ । চারজন অভিন্নহৃদয় বন্ধু প্ল্যানমাফিক গোয়ায় যায়। কিন্তু সফরের শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি । প্রথমেই গোয়ায় গিয়ে রনিতার স্বামী সেলিব্রিটি রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা । তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যুতে তাদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ ।

মৃতদেহ নিয়ে কী করবে কোথায় যাবে বুঝে উঠতে পারে না । অন্যদিকে, গোয়ার ফেরারী আসামী আন্ডারটেকারের খোঁজে সক্রিয় হয়ে ওঠা পুলিশও জড়িয়ে পড়ে তাদের সঙ্গে । পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায় ৷ শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রনিতা, হৈ এবং বর্ষা, পারবে কি এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে এসে তাদের বন্ধুত্বের রি ইউনিয়ন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? এই সব নিয়েই ডার্ক কমেডির মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'।

আরও পড়ুন: ঝরঝরে বাংলায় অংশুমান ঝা গাইলেন 'পুরানো সেই দিনের কথা'

বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রিয়াংকা মণ্ডল, প্রিয়াংকা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায় সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মণ্ডল, সুস্নাত ভট্টাচার্য । সংলাপ লিখেছেন সৌমিত দেব, চিত্রগ্রহণে অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীত ও আবহে প্রাঞ্জল দাস, সম্পাদনায় কৌস্তভ সরকার ।

কলকাতা, 12 জানুয়ারি: ক্লিক-এর আসন্ন সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'র টিজার পোস্টার, মোশন পোস্টার-এর পর এবার আসছে ট্রেলার । সাধারণত 13 তারিখটাকে অনেকেই অপয়া বলে থাকেন । কিন্তু এই তারিখটাকেই ট্রেলার লঞ্চের জন্য বেছে নিয়েছে 'অলক্ষ্মীজ ইন গোয়া' টিম ( Alakshmis in Goa Trailer)। আর তা নিয়ে মজার একটি পোস্টারও হাজির করেছে তারা ৷ যেখানে পর্দার চার অলক্ষ্মীকে দেখা যাচ্ছে নিজেদের ইমেজে । এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়েছে নেট পাড়ায় । চারজন ডাকাবুকো মেয়ের দস্যিপনার গল্প দেখতে মুখিয়ে আছে দর্শক(New Web Series Alakshmis in Goa is Coming Soon) ।

এই সিরিজের পরিচালক জয়দীপ বলেন, " গল্পটা ভাবা 5 বছর আগে । 2 বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি । সেই সুবাদে যতদিক দিয়ে যতরকম বাধা আসতে পারে, সেই সবই এসেছে । সব পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে । ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং ভীষণ উত্তেজিত । আমাদের অলক্ষীরা পর্দার সামনে এবং পেছনে একইরকম প্রভাবশালী । টলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়ে অনেক কথা হয়, আমাদের সেটে কিন্তু পুরোদস্তুর মাতৃতন্ত্র চলেছে!"

জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনায় এই সিরিজের গল্পের দিকে তাকালে দেখা যায়, চার কন্যে তিতাস, বর্ষা, হৈ আর রনিতা ছোটবেলা থেকেই বন্ধু ৷ মফঃস্বলের জল-হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকেই পরিবার, সমাজ অলক্ষ্মী বলে ডেকেছে । ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ । দেশের আপামর বলিউড প্রেমীদের মতো ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলার পার্টিতে গোয়া যাবে (New Web Series Alakshmis in Goa)।

Alakshmis in Goa
ইতিমধ্যেই এসেছে ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'র টিজার পোস্টার

ঠিক কুড়ি বছর পরে তিতাসের যখন বিয়ে ঠিক হয়, তখন সবাই মিলে সেই প্ল্যানটা করেই ফেলে । বহু অপেক্ষার গোয়ার ট্রিপ । চারজন অভিন্নহৃদয় বন্ধু প্ল্যানমাফিক গোয়ায় যায়। কিন্তু সফরের শুরু থেকেই দেখা যায় একের পর এক বিপত্তি । প্রথমেই গোয়ায় গিয়ে রনিতার স্বামী সেলিব্রিটি রাজনীতিক অর্পণের সঙ্গে ঝামেলার চোটে হোটেল ছাড়া হয়ে পড়ে ওরা । তারপর তাদের ভিলাতেই এক আচমকা মৃত্যুতে তাদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ ।

মৃতদেহ নিয়ে কী করবে কোথায় যাবে বুঝে উঠতে পারে না । অন্যদিকে, গোয়ার ফেরারী আসামী আন্ডারটেকারের খোঁজে সক্রিয় হয়ে ওঠা পুলিশও জড়িয়ে পড়ে তাদের সঙ্গে । পরতে পরতে বদলে যেতে থাকে গল্পের প্রতিটি অধ্যায় ৷ শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রনিতা, হৈ এবং বর্ষা, পারবে কি এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে এসে তাদের বন্ধুত্বের রি ইউনিয়ন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? এই সব নিয়েই ডার্ক কমেডির মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'।

আরও পড়ুন: ঝরঝরে বাংলায় অংশুমান ঝা গাইলেন 'পুরানো সেই দিনের কথা'

বিভিন্ন চরিত্রে রয়েছেন প্রিয়াংকা মণ্ডল, প্রিয়াংকা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায় সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মণ্ডল, সুস্নাত ভট্টাচার্য । সংলাপ লিখেছেন সৌমিত দেব, চিত্রগ্রহণে অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীত ও আবহে প্রাঞ্জল দাস, সম্পাদনায় কৌস্তভ সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.