ETV Bharat / entertainment

New Music Video: সত্যেন্দ্রনাথের 'দূরের পাল্লা'র পুরনো গান এবার নতুন আঙ্গিকে - New Music Video

সত্যেন্দ্রনাথের 'দূরের পাল্লা' কবিতার ওপর সুরারোপ করে একসময় বিখ্য়াত গানের জন্ম দিয়েছিলেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই গান আসছে নতুন আঙ্গিকে ৷ দায়িত্বে রয়েছেন সুরকার পুত্র অমিত বন্দ্যোপাধ্য়ায় (New Music Video Cholchhe Tori) ৷

Satyendranath Dutta
সত্যেন্দ্রনাথের দূরের পাল্লা কবিতার ওপর সুরারোপ করে একসময় বিখ্য়াত গানের জন্ম দিয়েছিলেন সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় এবার এই গান আসছে নতুন আঙ্গিকে
author img

By

Published : Feb 9, 2023, 5:47 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা 'দুরের পাল্লা' কবিতাটির নতুন সংগীত সংস্করণ হাজির হবে খুব শীঘ্রই । আবার একবার 'চলছে তরী' নামের একটি মিউজিক ভিডিয়োতে বন্দি হতে চলেছে এই নতুন গান । উল্লেখ্য, সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা থেকে তৈরি এই গানটি ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের সুর করা প্রথম গান । সেই সময় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্যামল মিত্র । বলাই বাহুল্য, সেসময় এই গান ফিরত মানুষের মুখে মুখে ৷ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর দাদা অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রথম এই কবিতাটির ওপর সুরারোপ করেন (New Music Video Cholchhe Tori)।

আর এবার তাঁর পুত্র তথা বিশিষ্ট সংগীত পরিচালক অমিত বন্দ্যোপাধ্যায় ওই একই সুরে এই ঐতিহাসিক গানটিকে নতুনভাবে বাংলা সংগীত শ্রোতাদের সামনে উপস্থাপন করছেন । সংগীত পরিকল্পনা, পরিচালনা ও সংগীতায়োজনে অমিত বন্দ্যোপাধ্যায় । বাংলা সংগীত জগতের প্রায় সব তারকাই এই গানটি গাইতে একত্রিত হয়েছেন ।

সংগীত শিল্পীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, নন্দিতা, প্রখ্যাত বাচিক শিল্পী দেবাশিস বসু, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, অন্বেষা দত্তগুপ্ত, শ্রীকান্ত আচার্য, অন্তরা চৌধুরী, জয়তী চক্রবর্তী, গৌরব সরকার প্রমুখ । এখন শুধু অপেক্ষা সেদিনের নস্টালজিয়াকে নতুন করে ফিরিয়ে আনার ৷ তা সম্ভব কি না তা অবশ্য় বলে দেবে সময়ই ৷ তবে একথা মানতেই হবে গানটি নিয়ে আগ্রহ যথেষ্ট রয়েছে সংগীত প্রেমীদের মধ্য়ে ৷

আরও পড়ুন: 'তুমিই আমার পৃথিবী', অমৃতার জন্মদিনে আবেগী সারা

গানটিতে অভিনয় করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সুরকার সুধীন দাশগুপ্তের ছেলে সৌম্য দাশগুপ্ত, সলিল চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী, 'ভারতীয় গণনাট্য সংঘ', ' কলকাতা গায়কদল', 'অমিত ব্যানার্জি মিউজিক গ্রুপ' এবং 'ব্যতিক্রমী' । গান-বাজনা মিউজিক স্টুডিয়োতে রেকর্ডিং হয়ে গিয়েছে নতুন গানটির। ভিডিয়োটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সুরজিত চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী । আর গ্রাফিক্স ডিজাইনিং করেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় । আগামী ফেব্রুয়ারি নন স্টপ বিনোদন নামের ইউটিউব চ্যানেলে হানা দিলে দেখা আর শোনা যাবে গানটি ।

কলকাতা, 9 ফেব্রুয়ারি: ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা 'দুরের পাল্লা' কবিতাটির নতুন সংগীত সংস্করণ হাজির হবে খুব শীঘ্রই । আবার একবার 'চলছে তরী' নামের একটি মিউজিক ভিডিয়োতে বন্দি হতে চলেছে এই নতুন গান । উল্লেখ্য, সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা থেকে তৈরি এই গানটি ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের সুর করা প্রথম গান । সেই সময় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্যামল মিত্র । বলাই বাহুল্য, সেসময় এই গান ফিরত মানুষের মুখে মুখে ৷ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর দাদা অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রথম এই কবিতাটির ওপর সুরারোপ করেন (New Music Video Cholchhe Tori)।

আর এবার তাঁর পুত্র তথা বিশিষ্ট সংগীত পরিচালক অমিত বন্দ্যোপাধ্যায় ওই একই সুরে এই ঐতিহাসিক গানটিকে নতুনভাবে বাংলা সংগীত শ্রোতাদের সামনে উপস্থাপন করছেন । সংগীত পরিকল্পনা, পরিচালনা ও সংগীতায়োজনে অমিত বন্দ্যোপাধ্যায় । বাংলা সংগীত জগতের প্রায় সব তারকাই এই গানটি গাইতে একত্রিত হয়েছেন ।

সংগীত শিল্পীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, নন্দিতা, প্রখ্যাত বাচিক শিল্পী দেবাশিস বসু, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, অন্বেষা দত্তগুপ্ত, শ্রীকান্ত আচার্য, অন্তরা চৌধুরী, জয়তী চক্রবর্তী, গৌরব সরকার প্রমুখ । এখন শুধু অপেক্ষা সেদিনের নস্টালজিয়াকে নতুন করে ফিরিয়ে আনার ৷ তা সম্ভব কি না তা অবশ্য় বলে দেবে সময়ই ৷ তবে একথা মানতেই হবে গানটি নিয়ে আগ্রহ যথেষ্ট রয়েছে সংগীত প্রেমীদের মধ্য়ে ৷

আরও পড়ুন: 'তুমিই আমার পৃথিবী', অমৃতার জন্মদিনে আবেগী সারা

গানটিতে অভিনয় করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সুরকার সুধীন দাশগুপ্তের ছেলে সৌম্য দাশগুপ্ত, সলিল চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী, 'ভারতীয় গণনাট্য সংঘ', ' কলকাতা গায়কদল', 'অমিত ব্যানার্জি মিউজিক গ্রুপ' এবং 'ব্যতিক্রমী' । গান-বাজনা মিউজিক স্টুডিয়োতে রেকর্ডিং হয়ে গিয়েছে নতুন গানটির। ভিডিয়োটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সুরজিত চক্রবর্তী ও তনুশ্রী চক্রবর্তী । আর গ্রাফিক্স ডিজাইনিং করেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায় । আগামী ফেব্রুয়ারি নন স্টপ বিনোদন নামের ইউটিউব চ্যানেলে হানা দিলে দেখা আর শোনা যাবে গানটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.