কলকাতা, 3 অগস্ট: 'ঝুমুর', 'হরগৌরী পাইস হোটেল'-এর পর যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত উপহার দিতে চলেছেন নতুন ধারাবাহিক 'লাভ বিয়ে আজ কাল' । সদ্য হাজির হয়েছে নতুন ধারাবাহিকের প্রোমো । খুব শীঘ্রই শুরু হবে সম্প্রচার । ধারাবাহিকের হাত ধরেই একটি সম্পূর্ণ নতুন জুটি উপহার পাবে বাঙালি দর্শক । এবারই প্রথম দেখা মিলবে ওম সাহানি এবং মৌমিতা সরকার জুটির ।
ওম সাহানি বাংলা টেলিভিশনে কাজ করছেন অনেকদিন ৷ তবে ছোটপর্দায় চুটিয়ে কাজ করা বলতে যা বোঝায় তেমনটা করেননি। বরং তিনি বড় পর্দাতেই অনেক বেশি ব্যস্ত । ছোট পর্দার কথা বলতে গেলে 'সিআইডি কলকাতা ব্যুরো'তে 'অর্জুন-কালিম্পংয়ে সীতাহরণ'-এ অর্জুন রূপে, 'হিরো' ধারাবাহিকে, 'আলোর বাসা' ধারাবাহিকে, 'লকডাউন ডায়েরি: গল্প হলেও সত্যি' সিরিজে 'বর আসবে এক্ষুণি' সিরিজে অভিনয় করেন ওম সাহানি । এছাড়া 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চেও তিনি কাজ করেছিলেন গুরু হিসাবে ।
'রঙ্গবতী' নাচের জন্য বিখ্যাত ওমকে এবার দেখা যাবে দাম্ভিক ওম প্রকাশ ঘোষের চরিত্রে ৷ ধারাবাহিকে সে একটি বারের মালিক । টাকা দিয়েই বিশ্বকে জয় করা যায় বলে মনে করে সে । আর তার বারেই একদিন গান গাইতে আসে শ্রাবণ নামের একটি মেয়ে যাকে সে বেশি টাকা দিয়ে বেশি সময়ের জন্য গান গাওয়াতে চায় । ঘটনা এরপর কোনদিকে গড়াবে তা সময় বলবে । তবে, নতুন স্বাদ আসতে চলেছে তা আশা করা যায় ।
আরও পড়ুন: বিমানবন্দরে হাঁটু গেড়ে বসে ফুলের তোড়া বাড়িয়ে দিলেন অনুরাগী, কী করলেন শ্রদ্ধা!
মৌমিতা সরকার বাংলা টেলিভিশনের নতুন মুখ । এর আগে মডেলিং এবং ফোটোশুটে দেখা গিয়েছে তাঁকে । বহু বিজ্ঞাপণের মুখ হিসেবেও পাওয়া গিয়েছে তাঁকে । এই প্রথমবার বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি । শুধু তাই নয়, অভিনয়ে অভিষেক ঘটতে চলেছে তাঁর যীশু-নীলাঞ্জনার ঘর থেকেই । প্রসঙ্গত, 'হরগৌরী পাইস হোটেল'-এ একেবারে নতুন মুখ শুভস্মিতাকে বাংলা টেলিভিশনের দর্শককে উপহার দিয়েছিলেন যীশু-নীলাঞ্জনা । আর এবার মৌমিতা । শুভস্মিতা সেনগুপ্ত দম্পতির মান রেখেছেন । এবার পালা মৌমিতার ।