ETV Bharat / entertainment

Nachiketa Chakraborty: রামপুরহাটের অনুষ্ঠান বাতিল, অসুস্থতা নিয়ে ভুয়ো খবরে বিরক্ত নচিকেতা

রামপুরহাটে একটি অনুষ্ঠান বাতিলের জেরে ভুয়ো খবর ছড়ায় সঙ্গীত শিল্পী নচিকেতা নাকি মৃত্যুশয্য়ায় ৷ সত্য়িই কি তাই ? শিল্পী নিজে কথা বললেন ইটিভি ভারতের সঙ্গে ৷ জানালেন অনুষ্ঠান বাতিলের আসল সত্য (Nachiketa Chakraborty talks with ETV Bharat)৷

ETV Bharat
নচিকেতা চক্রবর্তী
author img

By

Published : Feb 5, 2023, 3:57 PM IST

আসানসোল, 5 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী নাকি গুরুতর অসুস্থ। কোনও কোনও ইউটিউব চ্যানেল তো আবার সরাসরি জানাচ্ছে শিল্পী নাকি মৃত্যুশয্যায়। আর এই সব খবরে নচিকেতার অনুগামী ও ফ্যানেরা বিভ্রান্ত এবং উদ্বিগ্ন । বারবার আকুল হয়ে তাঁরা খোঁজ নিচ্ছেন বিভিন্ন মহলে, এমনকী নচিকেতার কাছেও। শিল্পী নিজে সোশাল মিডিয়ায় নেই । লোকমুখে এসব কথা বারবার শুনে শুনতে বিরক্ত তিনি (Nachiketa Chakraborty is Upset for fake news)। ইটিভি ভারতকে গায়ক জানালেন, শারীরিক অসুস্থতা রয়েছে, তবে তা মোটেই গুরুতর নয়।

কিন্তু এমন খবর ছড়াল ?

3 ফেব্রুয়ারি বীরভূমে রামপুরহাট উৎসবে গান্ধিপার্কে নচিকেতার অনুষ্ঠান ছিল । তারপর শিল্পী নিজেই জানিয়েছিলেন ওই অনুষ্ঠানে তিনি গান গাইতে যেতে পারছেন না । বদলে ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে যান তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় । সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাবুলের কনভয় ৷ তবে নচিকেতা অনুষ্ঠান করতে যেতে না-পারলেও সংগঠকরা যাতে সেটা নিয়ে কোনও অসুবিধায় না-পড়েন, তাই রামপুরহাটবাসীদের জন্য শিল্পী একটি ভিডিয়োবার্তা দেন । সেখানে তিনি জানান, সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি জার্নি করা তাঁর পক্ষে সম্ভব নয় । চিকিৎসকও তাঁকে সেই উপদেশ দিয়েছেন । কিন্তু শারীরিক সমস্যাটা কী তা ওই ভিডিয়ো বার্তায় খোলসা করেননি নচিকেতা । অভিযোগ সেটারই সুযোগ নিয়ে এক শ্রেণির পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল ছড়াতে শুরু করে নচিকেতা গুরুতর অসুস্থ । তিনি নাকি মৃত্যুশয্যায় । আর এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অনুগামী ও ফ্যানেরা । তাই তাঁরা অনেকে প্রিয় মানুষটির খোঁজ নিতে শুরু করেন বিভিন্ন মহলে । এমন কী অনেকে থাকতে না-পেরে সরাসরি শিল্পীকেও ফোন করেন । বারবার অনুগামীদের ফোন এবং সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো খবর ছড়াচ্ছে শুনে শিল্পী নিজেও খুব বিরক্ত হয়ে যান (Fake News about Singer Nachiketa Chakraborty)।

আসলে কী হয়েছে নচিকেতার ?

অনেকেই জানতে চাইছেন কেন নচিকেতা শো করতে গেলেন না রামপুরহাটে ? ইটিভি ভারতের প্রতিনিধি নচিকেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, "এমন কিছু বিষয় নয় । চিন্তার কোনও কারণ নেই । সারভাইকাল স্পন্ডেলাইটিসের একটা ব্যথা হচ্ছিল । চিকিৎসক জানিয়েছিলেন রামপুরহাট যেতে সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি জার্নি করলে ব্যথা বাড়তে পারে । আর আমি শো করি স্টেজে যুদ্ধ করে । যারা আমার শো দেখেছেন তাঁরা জানেন । তাই অতটা জার্নি করে শো করলে আমার পারফরম্যান্স হয়ত বা আপ টু ডেট হতে নাও পারত । যারা আমায় ভালোবাসেন, আমাকে স্টেজে ওইভাবে দেখতে চান তাদের সম্পূর্ণ মনোরঞ্জন দিতে পারতাম না বলে আশঙ্কা হচ্ছিল । তাই শো-টা বাতিল করি । আগামিদিনে আমি ওখানে গিয়ে শো করব ।"

গুরুতর অসুস্থতার ভুয়ো খবরে নচিকেতার প্রতিক্রিয়া :

ভুয়ো খবর শুনে নচিকেতা বলেন, "আমি যেহেতু নিজে সোশাল মিডিয়ায় নেই, আমার কোনও স্মার্ট ফোন নেই, তাই জানিনা কে কী লিখছে বা বলছে । আমাকে যারা ভালোবাসে তাদের মুখ দিয়েই শুনছি । এসব হয় । আগেও হয়েছে । আবার দু'দিন পর যখন দাপিয়ে শো করব, ওরাই অন্য কথা লিখবে ৷ তাই ওসব নিয়ে না ভাবাই ভালো । আমি ভালো আছি, কোনও জটিল বা কঠিন অসুখ আমার নেই ।"

প্রসঙ্গত এর আগে একইভাবে গুজব ছড়িয়েছিল নচিকেতার ক্যানসার হয়েছে, উনি গাইতে পারছেন না । নিন্দুকদের সেসব গুজব উড়িয়ে নচিকেতা বারেবারে প্রমাণ করেছেন 30 বছর পরেও তিনিই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে আছেন । আজও তাঁর শো হাউসফুল হয় । সম্প্রতি তাঁর নতুন গান 'ডিভোর্স' মুক্তি পেয়েছে । যা ইতিমধ্যেই লক্ষাধিক ভিউজ হয়েছে ।

আরও পড়ুন : দুর্ঘটনাগ্রস্ত কনভয়, আহত নিরাপত্তারক্ষীদের ফেলে মঞ্চ মাতালেন বাবুল

আসানসোল, 5 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী নাকি গুরুতর অসুস্থ। কোনও কোনও ইউটিউব চ্যানেল তো আবার সরাসরি জানাচ্ছে শিল্পী নাকি মৃত্যুশয্যায়। আর এই সব খবরে নচিকেতার অনুগামী ও ফ্যানেরা বিভ্রান্ত এবং উদ্বিগ্ন । বারবার আকুল হয়ে তাঁরা খোঁজ নিচ্ছেন বিভিন্ন মহলে, এমনকী নচিকেতার কাছেও। শিল্পী নিজে সোশাল মিডিয়ায় নেই । লোকমুখে এসব কথা বারবার শুনে শুনতে বিরক্ত তিনি (Nachiketa Chakraborty is Upset for fake news)। ইটিভি ভারতকে গায়ক জানালেন, শারীরিক অসুস্থতা রয়েছে, তবে তা মোটেই গুরুতর নয়।

কিন্তু এমন খবর ছড়াল ?

3 ফেব্রুয়ারি বীরভূমে রামপুরহাট উৎসবে গান্ধিপার্কে নচিকেতার অনুষ্ঠান ছিল । তারপর শিল্পী নিজেই জানিয়েছিলেন ওই অনুষ্ঠানে তিনি গান গাইতে যেতে পারছেন না । বদলে ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে যান তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় । সেখানে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাবুলের কনভয় ৷ তবে নচিকেতা অনুষ্ঠান করতে যেতে না-পারলেও সংগঠকরা যাতে সেটা নিয়ে কোনও অসুবিধায় না-পড়েন, তাই রামপুরহাটবাসীদের জন্য শিল্পী একটি ভিডিয়োবার্তা দেন । সেখানে তিনি জানান, সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি জার্নি করা তাঁর পক্ষে সম্ভব নয় । চিকিৎসকও তাঁকে সেই উপদেশ দিয়েছেন । কিন্তু শারীরিক সমস্যাটা কী তা ওই ভিডিয়ো বার্তায় খোলসা করেননি নচিকেতা । অভিযোগ সেটারই সুযোগ নিয়ে এক শ্রেণির পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল ছড়াতে শুরু করে নচিকেতা গুরুতর অসুস্থ । তিনি নাকি মৃত্যুশয্যায় । আর এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অনুগামী ও ফ্যানেরা । তাই তাঁরা অনেকে প্রিয় মানুষটির খোঁজ নিতে শুরু করেন বিভিন্ন মহলে । এমন কী অনেকে থাকতে না-পেরে সরাসরি শিল্পীকেও ফোন করেন । বারবার অনুগামীদের ফোন এবং সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো খবর ছড়াচ্ছে শুনে শিল্পী নিজেও খুব বিরক্ত হয়ে যান (Fake News about Singer Nachiketa Chakraborty)।

আসলে কী হয়েছে নচিকেতার ?

অনেকেই জানতে চাইছেন কেন নচিকেতা শো করতে গেলেন না রামপুরহাটে ? ইটিভি ভারতের প্রতিনিধি নচিকেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, "এমন কিছু বিষয় নয় । চিন্তার কোনও কারণ নেই । সারভাইকাল স্পন্ডেলাইটিসের একটা ব্যথা হচ্ছিল । চিকিৎসক জানিয়েছিলেন রামপুরহাট যেতে সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি জার্নি করলে ব্যথা বাড়তে পারে । আর আমি শো করি স্টেজে যুদ্ধ করে । যারা আমার শো দেখেছেন তাঁরা জানেন । তাই অতটা জার্নি করে শো করলে আমার পারফরম্যান্স হয়ত বা আপ টু ডেট হতে নাও পারত । যারা আমায় ভালোবাসেন, আমাকে স্টেজে ওইভাবে দেখতে চান তাদের সম্পূর্ণ মনোরঞ্জন দিতে পারতাম না বলে আশঙ্কা হচ্ছিল । তাই শো-টা বাতিল করি । আগামিদিনে আমি ওখানে গিয়ে শো করব ।"

গুরুতর অসুস্থতার ভুয়ো খবরে নচিকেতার প্রতিক্রিয়া :

ভুয়ো খবর শুনে নচিকেতা বলেন, "আমি যেহেতু নিজে সোশাল মিডিয়ায় নেই, আমার কোনও স্মার্ট ফোন নেই, তাই জানিনা কে কী লিখছে বা বলছে । আমাকে যারা ভালোবাসে তাদের মুখ দিয়েই শুনছি । এসব হয় । আগেও হয়েছে । আবার দু'দিন পর যখন দাপিয়ে শো করব, ওরাই অন্য কথা লিখবে ৷ তাই ওসব নিয়ে না ভাবাই ভালো । আমি ভালো আছি, কোনও জটিল বা কঠিন অসুখ আমার নেই ।"

প্রসঙ্গত এর আগে একইভাবে গুজব ছড়িয়েছিল নচিকেতার ক্যানসার হয়েছে, উনি গাইতে পারছেন না । নিন্দুকদের সেসব গুজব উড়িয়ে নচিকেতা বারেবারে প্রমাণ করেছেন 30 বছর পরেও তিনিই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে আছেন । আজও তাঁর শো হাউসফুল হয় । সম্প্রতি তাঁর নতুন গান 'ডিভোর্স' মুক্তি পেয়েছে । যা ইতিমধ্যেই লক্ষাধিক ভিউজ হয়েছে ।

আরও পড়ুন : দুর্ঘটনাগ্রস্ত কনভয়, আহত নিরাপত্তারক্ষীদের ফেলে মঞ্চ মাতালেন বাবুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.