ETV Bharat / entertainment

75 Years of Independence স্বাধীনতার অমৃত মহোৎসবে ইন্ডাস্ট্রিতে কতটা স্বাধীন পরিচালক প্রযোজকেরা - how much independence the directors get in the industry

দরজায় কড়া নাড়ছে স্বাধীনতার 75 বছর। এই 75 বছরে পালটে গেছে বিনোদনের জগত ৷ কতটা স্বাধীন পরিচালক প্রযোজকরা ৷ খোঁজ নিল ইটিভি ভারত (Directors And Producers on Their Independence)৷

75 Years of Independence
স্বাধীনতার অমৃত মহোৎসবে ইন্ডাস্ট্রিতে কতটা স্বাধীন পরিচালক প্রযোজকেরা
author img

By

Published : Aug 13, 2022, 11:10 AM IST

কলকাতা,13 অগস্ট: দরজায় কড়া নাড়ছে স্বাধীনতার 75 বছর। এই 75 বছরে পালটে গেছে রাজ্য থেকে দেশ, অর্থনীতি থেকে রাজনীতি, পথ পরিণত হয়েছে রাজপথে, বাজার হাটের পরিবর্তে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শপিং মল । এসেছে অনলাইন শপিং-এর সুবিধা । বলা বাহুল্য, এহেন সব পরিবর্তনের হিসেব কষা বেশ সময়সাধ্য কাজ (Directors And Producers on Their Independence)। বদলেছে বিনোদনের দুনিয়াও ।

প্রতিবার 15 অগস্ট দিনটিতে তেরঙা পতাকা উত্তোলন থেকে শুরু করে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা, সবই পালন করা হয় নিয়ম মেনে, অক্ষরে অক্ষরে । প্রতিবারই আবার বিচক্ষণ, সচেতন এবং সংবেদনশীল মানুষের মনে প্রশ্ন জাগে সত্যিই কি স্বাধীন আমরা? আমরা ঠিক কোন কোন ক্ষেত্রে স্বাধীন আর কোন কোন ক্ষেত্রে নই তার হিসেবও মেলানো বেশ কষ্টকর । উত্তর কিছুতেই মেলে না । খানিকটা ভাগফল, ভাগশেষ মেলানোর মতো কঠিজ কাজ হয়ে দাঁড়ায় । হিসেব মেলাতে মেলাতে পরের বছর ফের এই বিশেষ দিনটি এসে হাজির হয় । বিনোদনের আঙিনায় চোখ রাখলে দেখা যায় সাদা -কালো বোকা বাক্স থেকে প্রথমে রঙিন আর তারপরে আজ সাম্রাজ্য বিস্তার করেছে স্মার্ট টিভি ।

কতটা স্বাধীন পরিচালক প্রযোজকরা ৷ খোঁজ নিল ইটিভি ভারত

একইসঙ্গে পাল্টেছে বিনোদনের রকমসকম । আর এই বিনোদন পরিবেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি যাঁরা করে থাকেন তাঁরা হলেন পরিচালক এবং প্রযোজক । স্বাধীনতার পঁচাত্তর বছরে দাঁড়িয়ে তাঁরা নিজেদের পেশাগত জীবনে কতটা স্বাধীন বা আদৌ কি স্বাধীন? এর উত্তর খুঁজতে টলিউডের এক পরিচালক এবং একজন প্রযোজকের সঙ্গে কথা বললাম আমরা ।

প্রযোজক কণক ভট্টাচার্য এবং পরিচালক অয়ন সেনগুপ্ত জানালেন নিজেদের মতামত । কণক বলেন, "আমি এখনও পর্যন্ত স্বাধীনভাবেই কাজ করছি । সমস্যা হয়নি । তবে হ্যাঁ, কিছু বাধা নিষেধ তো বরাদ্দ থাকেই আমাদের জন্য । আসলে যে কোনও সংগঠনেরই একটা নিয়ম থাকে । সেটা সংগঠনের স্বার্থেই । সেই নিয়ম মেনে পরিচালক এবং প্রযোজকদের চলতে হয় । আমার এখনও অবধি কোনও নিয়মকানুন ঘিরেই কোনও সমস্যা হয়নি । স্বাধীনতার অপব্যবহার না করে স্বাধীনভাবেই কাজটা করতে চাই । এখনও প্রতিবন্ধকতা আসেনি সেভাবে । এলে দেখা যাবে ।"

আরও পড়ুন: নগ্ন ফটোশ্যুট বিতর্কে রণবীরকে সমন মুম্বই পুলিশের

পরিচালক অয়ন সেনগুপ্ত বলেন, "একটা সময়ে পরিচালকরা সত্যিই স্বাধীনতা পেতেন । যেটা দেখে আমার মতো অভিনেতারা কাজ শুরু করেও পরিচালনায় চলে এসেছে। কিন্তু আমাদের এখন হাত পা বাঁধা । একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি করতে হয় । অনেক অদৃশ্য শক্তির কাছে মাথানত করতে হয় । সিরিয়ালে কাস্টিং-এর ক্ষেত্রেও স্বাধীনতা নেই । সিনের জন্য দরকারি জিনিসও পাই না অনেকসময় । স্বাধীনতা না থাকলেও কোথাও অঙ্ক মেলানোর একটা হিসেব আছে, যেটা দিনের শেষে কাজটা শেষ করার পর আনন্দ দেয় । এই আনন্দটাই সব পরাধীনতাকে ঢেকে দেয় । তাই কাজটা চালিয়ে যেতে পারি ।"

কলকাতা,13 অগস্ট: দরজায় কড়া নাড়ছে স্বাধীনতার 75 বছর। এই 75 বছরে পালটে গেছে রাজ্য থেকে দেশ, অর্থনীতি থেকে রাজনীতি, পথ পরিণত হয়েছে রাজপথে, বাজার হাটের পরিবর্তে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে শপিং মল । এসেছে অনলাইন শপিং-এর সুবিধা । বলা বাহুল্য, এহেন সব পরিবর্তনের হিসেব কষা বেশ সময়সাধ্য কাজ (Directors And Producers on Their Independence)। বদলেছে বিনোদনের দুনিয়াও ।

প্রতিবার 15 অগস্ট দিনটিতে তেরঙা পতাকা উত্তোলন থেকে শুরু করে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা, সবই পালন করা হয় নিয়ম মেনে, অক্ষরে অক্ষরে । প্রতিবারই আবার বিচক্ষণ, সচেতন এবং সংবেদনশীল মানুষের মনে প্রশ্ন জাগে সত্যিই কি স্বাধীন আমরা? আমরা ঠিক কোন কোন ক্ষেত্রে স্বাধীন আর কোন কোন ক্ষেত্রে নই তার হিসেবও মেলানো বেশ কষ্টকর । উত্তর কিছুতেই মেলে না । খানিকটা ভাগফল, ভাগশেষ মেলানোর মতো কঠিজ কাজ হয়ে দাঁড়ায় । হিসেব মেলাতে মেলাতে পরের বছর ফের এই বিশেষ দিনটি এসে হাজির হয় । বিনোদনের আঙিনায় চোখ রাখলে দেখা যায় সাদা -কালো বোকা বাক্স থেকে প্রথমে রঙিন আর তারপরে আজ সাম্রাজ্য বিস্তার করেছে স্মার্ট টিভি ।

কতটা স্বাধীন পরিচালক প্রযোজকরা ৷ খোঁজ নিল ইটিভি ভারত

একইসঙ্গে পাল্টেছে বিনোদনের রকমসকম । আর এই বিনোদন পরিবেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি যাঁরা করে থাকেন তাঁরা হলেন পরিচালক এবং প্রযোজক । স্বাধীনতার পঁচাত্তর বছরে দাঁড়িয়ে তাঁরা নিজেদের পেশাগত জীবনে কতটা স্বাধীন বা আদৌ কি স্বাধীন? এর উত্তর খুঁজতে টলিউডের এক পরিচালক এবং একজন প্রযোজকের সঙ্গে কথা বললাম আমরা ।

প্রযোজক কণক ভট্টাচার্য এবং পরিচালক অয়ন সেনগুপ্ত জানালেন নিজেদের মতামত । কণক বলেন, "আমি এখনও পর্যন্ত স্বাধীনভাবেই কাজ করছি । সমস্যা হয়নি । তবে হ্যাঁ, কিছু বাধা নিষেধ তো বরাদ্দ থাকেই আমাদের জন্য । আসলে যে কোনও সংগঠনেরই একটা নিয়ম থাকে । সেটা সংগঠনের স্বার্থেই । সেই নিয়ম মেনে পরিচালক এবং প্রযোজকদের চলতে হয় । আমার এখনও অবধি কোনও নিয়মকানুন ঘিরেই কোনও সমস্যা হয়নি । স্বাধীনতার অপব্যবহার না করে স্বাধীনভাবেই কাজটা করতে চাই । এখনও প্রতিবন্ধকতা আসেনি সেভাবে । এলে দেখা যাবে ।"

আরও পড়ুন: নগ্ন ফটোশ্যুট বিতর্কে রণবীরকে সমন মুম্বই পুলিশের

পরিচালক অয়ন সেনগুপ্ত বলেন, "একটা সময়ে পরিচালকরা সত্যিই স্বাধীনতা পেতেন । যেটা দেখে আমার মতো অভিনেতারা কাজ শুরু করেও পরিচালনায় চলে এসেছে। কিন্তু আমাদের এখন হাত পা বাঁধা । একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি করতে হয় । অনেক অদৃশ্য শক্তির কাছে মাথানত করতে হয় । সিরিয়ালে কাস্টিং-এর ক্ষেত্রেও স্বাধীনতা নেই । সিনের জন্য দরকারি জিনিসও পাই না অনেকসময় । স্বাধীনতা না থাকলেও কোথাও অঙ্ক মেলানোর একটা হিসেব আছে, যেটা দিনের শেষে কাজটা শেষ করার পর আনন্দ দেয় । এই আনন্দটাই সব পরাধীনতাকে ঢেকে দেয় । তাই কাজটা চালিয়ে যেতে পারি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.