ETV Bharat / entertainment

Nachiketa on Anjan Dutt Web Series: অঞ্জন দত্তর ওয়েব সিরিজে প্রথমবার কথা-সুর-গানে নচিকেতা - Anjan Dutt Web Series Seven

অঞ্জন দত্তের 'সেভেন' নামক ওয়েব সিরিজে চমক দিলেন নচিকেতা চক্রবর্তী (Anjan Dutt Web Series Seven)৷ কিন্তু সেটা কী ? জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

Etv Bharat
অঞ্জনের ওয়েব সিরিজে কামাল নচিকেতার
author img

By

Published : Mar 12, 2023, 7:12 AM IST

Updated : Mar 12, 2023, 8:50 AM IST

অঞ্জন দত্তর ওয়েব সিরিজে গান গাওয়া নিয়ে নচিকেতার বক্তব্য

কলকাতা, 12 মার্চ: আসছে অঞ্জন দত্তর নতুন ওয়েব সিরিজ 'সেভেন'। কাহিনি, চিত্রনাট্য থেকে পরিচালনা সবই অঞ্জন দত্তর । ষড়রিপুর কথা আছে এই সিরিজে । তবুও গল্পের নাম 'সেভেন'। তার কারণ আরও একটি রিপু এখানে যুক্ত রয়েছে । কিন্তু সেটা কোন রিপু তা জানতে দেখতে হবে এই সিরিজটি ।

তবে এই সিরিজের অন্যতম একটি চমক নচিকেতা চক্রবর্তী । কিন্তু চমক কেন ? এই প্রথমবার তিনি অঞ্জন দত্তর কোনও সিরিজে গান গেয়েছেন বলে ? আজ্ঞে না ৷ অঞ্জন দত্তর কোনও কাজে এই প্রথম গান লেখা থেকে সুর এবং কণ্ঠ, একটি গানের জন্য সবটা করেছেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty Singing And Written Lyrics in Anjan Dutt Web Series)৷ গানের সুপারভাইজিং করেছেন নীল দত্ত ।

এই বিষয়ে নচিকেতা (Nachiketa Chakraborty) ইটিভি ভারতকে বলেন, "অঞ্জন একদিন ফোন করে বলল আমার ওয়েব সিরিজের জন্য একটা গান করে দাও । আমি ভেবেছিলাম আমাকে গাইতেই বলা হচ্ছে । কেননা অঞ্জনের গান ও নিজেই লেখে ৷ কখনও কখনও নীল সুর করে কখনও অঞ্জন নিজেই করে । কিন্তু না, এই গানটা আমাকেই বানাতে বলল । কেননা গানটার মধ্যে ভীষণ 'র' একটা ব্যাপার আছে । যেটা অঞ্জনরা পারছে না । আমি যখন গানটা বানাই তখন জানতামই না যে এই গল্পে ষড়রিপুর ব্যাপার আছে । অজান্তেই শব্দটা নিয়ে এসেছি গানের মধ্যে । নীল অবাক হয়ে গিয়েছিল ব্যাপারটা শুনে । আশাকরি সকলের ভাল লাগবে গানটা । অনেকবার ব্যবহার করা হয়েছে গানটা ৷ আমি অঞ্জন দত্তর অনেক বড় ফ্যান । ওঁর প্রত্যেকটা কাজই নতুন নতুন করে প্রমাণ করে ওঁকে ।"

ওয়েব সিরিজের গল্প অনুযায়ী পাহাড়ে ঘুরতে গিয়েছিল পাঁচ অভিন্নহৃদয় বন্ধু । হঠাৎই রাস্তায় তাঁরা দুর্ঘটনাগ্রস্ত একটি মানুষকে পড়ে থাকতে দেখে । আর তাঁর পাশে একটি টাকা ভর্তি ব্যাগ । সেই ব্যাগটি তুলে নিয়ে হোটেলে ফেরে পাঁচ বন্ধু । এরপর থেকেই পালটে যায় বন্ধুত্বের সমীকরণ ৷ হোটেলের ম্যানেজার এই সিরিজের একটি অন্যতম চরিত্র । আর এই চরিত্রেই আছেন অঞ্জন দত্ত । সে মোটেও চায় না এই পাঁচ বন্ধু ওই রক্তে মাখা টাকা ভোগ করুক । অথচ সেই কুড়িয়ে পাওয়া টাকা ভোগ করতে মরিয়া তাঁরা । কী কবে এরপর ? জানার বাকি আর মাত্র কয়েকদিন । এসে গিয়েছে ট্রেলার । তাই টানটান উত্তেজনা এখন পুরো সিরিজ দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : ছক ভাঙা গল্পে সামাজিক বার্তা দেবে সুমন্ত্র রায়ের ছবি 'ঘাসজমি'

অঞ্জন দত্তর ওয়েব সিরিজে গান গাওয়া নিয়ে নচিকেতার বক্তব্য

কলকাতা, 12 মার্চ: আসছে অঞ্জন দত্তর নতুন ওয়েব সিরিজ 'সেভেন'। কাহিনি, চিত্রনাট্য থেকে পরিচালনা সবই অঞ্জন দত্তর । ষড়রিপুর কথা আছে এই সিরিজে । তবুও গল্পের নাম 'সেভেন'। তার কারণ আরও একটি রিপু এখানে যুক্ত রয়েছে । কিন্তু সেটা কোন রিপু তা জানতে দেখতে হবে এই সিরিজটি ।

তবে এই সিরিজের অন্যতম একটি চমক নচিকেতা চক্রবর্তী । কিন্তু চমক কেন ? এই প্রথমবার তিনি অঞ্জন দত্তর কোনও সিরিজে গান গেয়েছেন বলে ? আজ্ঞে না ৷ অঞ্জন দত্তর কোনও কাজে এই প্রথম গান লেখা থেকে সুর এবং কণ্ঠ, একটি গানের জন্য সবটা করেছেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty Singing And Written Lyrics in Anjan Dutt Web Series)৷ গানের সুপারভাইজিং করেছেন নীল দত্ত ।

এই বিষয়ে নচিকেতা (Nachiketa Chakraborty) ইটিভি ভারতকে বলেন, "অঞ্জন একদিন ফোন করে বলল আমার ওয়েব সিরিজের জন্য একটা গান করে দাও । আমি ভেবেছিলাম আমাকে গাইতেই বলা হচ্ছে । কেননা অঞ্জনের গান ও নিজেই লেখে ৷ কখনও কখনও নীল সুর করে কখনও অঞ্জন নিজেই করে । কিন্তু না, এই গানটা আমাকেই বানাতে বলল । কেননা গানটার মধ্যে ভীষণ 'র' একটা ব্যাপার আছে । যেটা অঞ্জনরা পারছে না । আমি যখন গানটা বানাই তখন জানতামই না যে এই গল্পে ষড়রিপুর ব্যাপার আছে । অজান্তেই শব্দটা নিয়ে এসেছি গানের মধ্যে । নীল অবাক হয়ে গিয়েছিল ব্যাপারটা শুনে । আশাকরি সকলের ভাল লাগবে গানটা । অনেকবার ব্যবহার করা হয়েছে গানটা ৷ আমি অঞ্জন দত্তর অনেক বড় ফ্যান । ওঁর প্রত্যেকটা কাজই নতুন নতুন করে প্রমাণ করে ওঁকে ।"

ওয়েব সিরিজের গল্প অনুযায়ী পাহাড়ে ঘুরতে গিয়েছিল পাঁচ অভিন্নহৃদয় বন্ধু । হঠাৎই রাস্তায় তাঁরা দুর্ঘটনাগ্রস্ত একটি মানুষকে পড়ে থাকতে দেখে । আর তাঁর পাশে একটি টাকা ভর্তি ব্যাগ । সেই ব্যাগটি তুলে নিয়ে হোটেলে ফেরে পাঁচ বন্ধু । এরপর থেকেই পালটে যায় বন্ধুত্বের সমীকরণ ৷ হোটেলের ম্যানেজার এই সিরিজের একটি অন্যতম চরিত্র । আর এই চরিত্রেই আছেন অঞ্জন দত্ত । সে মোটেও চায় না এই পাঁচ বন্ধু ওই রক্তে মাখা টাকা ভোগ করুক । অথচ সেই কুড়িয়ে পাওয়া টাকা ভোগ করতে মরিয়া তাঁরা । কী কবে এরপর ? জানার বাকি আর মাত্র কয়েকদিন । এসে গিয়েছে ট্রেলার । তাই টানটান উত্তেজনা এখন পুরো সিরিজ দেখার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : ছক ভাঙা গল্পে সামাজিক বার্তা দেবে সুমন্ত্র রায়ের ছবি 'ঘাসজমি'

Last Updated : Mar 12, 2023, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.