ETV Bharat / entertainment

Durga Puja 2022: ভিনরাজ্যের পুজোতে বাংলা গানের রমরমা, পৌরহিত্যে বাংলার মহিলা পুরোহিত দল শুভমস্তু - bengali theme song in bengaluru

বেঙ্গালুরুর কিছু বিখ্যাত পুজো কমিটি এবার দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠবে একটু অন্যভাবে ৷ একদিকে যেমন তাদের জন্য় বাংলা থিম সং তৈরি করছেন বাংলার শিল্পীরা তেমনই পুজোর জন্যও তাঁরা বেছে নিয়েছেন মহিলা পুরোহিত দল 'শুভমস্তু'-কে (Durga Puja in Bengaluru)।

Pujo 2022
প্রবাসের পুজোয় এবার বাংলা গানের রমরমা, পৌরহিত্যে বাংলার মহিলা পুরোহিত দল শুভমস্তু
author img

By

Published : Sep 7, 2022, 7:10 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: মাত্র আর কিছুদিনের অপেক্ষা । ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইতিমধ্যেই সম্মানিত হয়েছে বাংলার দুর্গাপুজো । আর তাই প্রবাসের পুজোতেও এবার আরও বেশি উৎসবের মেজাজ (Durga Puja 2022 )। খবর অনুযায়ী, বাংলা গানও বাদ পড়বে না তালিকা থেকে ৷ ডাকা হচ্ছে প্রচুর বাংলার শিল্পীদের ৷

জানা গিয়েছে, শুধু বিদেশ নয় ভিন রাজ্য বেঙ্গালুরুর কিছু বিখ্যাত পুজো সমিতি যেমন সারথি সোসিও-কালচারাল ট্রাস্ট, বেগুর বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আনন্দময়ী , আরটি নগর সর্বজনীন, বঙ্গধারা এবং প্রেস্টিজ লেক সাইড হেভিটেট বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, দুর্গাপুজোতে এবার দারুণ জাঁকজমকের আয়োজন করতে চলেছে (Durga Puja in Bengaluru )।

এই সকল মণ্ডপে এবার বাজবে বাংলা গান এবং বাংলা থিম সং । থিম সং নির্মাণে সারেগামাপা-র একসময়ের প্রতিযোগীরা । পাশাপাশি প্যাণ্ডেলে গিয়ে শিল্পীরা লাইভ পারফরম্যান্স করবেন বলেও জানা গিয়েছে । থিম সং নির্মাণে রয়েছেন অর্কদীপ মিশ্র এবং তাঁর দল 'ফোক ডায়েরি' ৷ রয়েছেন প্লে-ব্যাক সিঙ্গার সুজয় ভৌমিক, সুপার সিঙ্গারের ফার্স্ট রানার আপ মানসী ঘোষ, প্লে-ব্যাক সিঙ্গার জুন বন্দ্যোপাধ্যায়, হিন্দি সারেগামাপার টপ ফাইভ টপার দীপায়ন বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী শিল্পী গৌরব সরকার এবং অভ্রতনু ঘোষ।

Pujo 2022
ভিন রাজ্য বেঙ্গালুরুর কিছু বিখ্যাত পুজো সমিতি এবার দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠবে একটু অন্যভাবে

আরও পড়ুন: মৌমিতা পণ্ডিতের ফ্ল্যাটে উপদ্রব, আবাসনে নিরাপত্তার অভাব বোধ করছেন অভিনেত্রী

শুধু তাই নয়, চমক বাকি রয়েছে এখনও ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় হল বর্ধমান জেলার গ্রাম থেকে আসা মহিলা ঢাকিরা একসঙ্গে পারফর্ম করবেন এই প্রথমবার । একইসঙ্গে এই সমস্ত পুজো মণ্ডপগুলিতে পুজো করবে মহিলা পুরোহিত দল 'শুভমস্তু'। অর্থাৎ মায়ের আরাধনা এবার করবেন মহিলারাই ৷ দেবীপক্ষে এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর: মাত্র আর কিছুদিনের অপেক্ষা । ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ইতিমধ্যেই সম্মানিত হয়েছে বাংলার দুর্গাপুজো । আর তাই প্রবাসের পুজোতেও এবার আরও বেশি উৎসবের মেজাজ (Durga Puja 2022 )। খবর অনুযায়ী, বাংলা গানও বাদ পড়বে না তালিকা থেকে ৷ ডাকা হচ্ছে প্রচুর বাংলার শিল্পীদের ৷

জানা গিয়েছে, শুধু বিদেশ নয় ভিন রাজ্য বেঙ্গালুরুর কিছু বিখ্যাত পুজো সমিতি যেমন সারথি সোসিও-কালচারাল ট্রাস্ট, বেগুর বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আনন্দময়ী , আরটি নগর সর্বজনীন, বঙ্গধারা এবং প্রেস্টিজ লেক সাইড হেভিটেট বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, দুর্গাপুজোতে এবার দারুণ জাঁকজমকের আয়োজন করতে চলেছে (Durga Puja in Bengaluru )।

এই সকল মণ্ডপে এবার বাজবে বাংলা গান এবং বাংলা থিম সং । থিম সং নির্মাণে সারেগামাপা-র একসময়ের প্রতিযোগীরা । পাশাপাশি প্যাণ্ডেলে গিয়ে শিল্পীরা লাইভ পারফরম্যান্স করবেন বলেও জানা গিয়েছে । থিম সং নির্মাণে রয়েছেন অর্কদীপ মিশ্র এবং তাঁর দল 'ফোক ডায়েরি' ৷ রয়েছেন প্লে-ব্যাক সিঙ্গার সুজয় ভৌমিক, সুপার সিঙ্গারের ফার্স্ট রানার আপ মানসী ঘোষ, প্লে-ব্যাক সিঙ্গার জুন বন্দ্যোপাধ্যায়, হিন্দি সারেগামাপার টপ ফাইভ টপার দীপায়ন বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী শিল্পী গৌরব সরকার এবং অভ্রতনু ঘোষ।

Pujo 2022
ভিন রাজ্য বেঙ্গালুরুর কিছু বিখ্যাত পুজো সমিতি এবার দুর্গা মায়ের আরাধনায় মেতে উঠবে একটু অন্যভাবে

আরও পড়ুন: মৌমিতা পণ্ডিতের ফ্ল্যাটে উপদ্রব, আবাসনে নিরাপত্তার অভাব বোধ করছেন অভিনেত্রী

শুধু তাই নয়, চমক বাকি রয়েছে এখনও ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় হল বর্ধমান জেলার গ্রাম থেকে আসা মহিলা ঢাকিরা একসঙ্গে পারফর্ম করবেন এই প্রথমবার । একইসঙ্গে এই সমস্ত পুজো মণ্ডপগুলিতে পুজো করবে মহিলা পুরোহিত দল 'শুভমস্তু'। অর্থাৎ মায়ের আরাধনা এবার করবেন মহিলারাই ৷ দেবীপক্ষে এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.