কলকাতা, 24 মে : নানা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাওয়ার পর এবার শেষের পথে 'দাদাগিরি সিজন 9'(Dadagiri Season 9 Will End in June)। টেলিপাড়ার খবর অনুযায়ী জুন মাসেই পর্দায় আসতে চলেছে চূড়ান্ত পর্বের লড়াই । গ্র্যান্ড ফিনালের শ্যুটিংও নাকি শেষ হয়ে গিয়েছে সম্প্রতি ৷
'দাদাগিরি সিজন 9'-এর ট্যাগলাইন 'হাত বাড়ালেই বন্ধু হয়'। এই সিজন যে শেষ হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিল 'সারেগামাপা'র প্রোমো আসতেই । প্রতিযোগীরা ছাড়াও 'দাদাগিরি সিজন 9'-এর চুড়ান্ত পর্বে হাজির থাকবেন ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্ররা । সূত্র মারফত জানা গিয়েছে, হাজির থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, সৃজিত মুখোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তী ।
এছাড়া থাকছে গান বাজনাও ৷ এদিনের অনুষ্ঠানে গান গাইবেন মনোময় ভট্টাচার্য, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, জোজো, রাঘব চট্টোপাধ্যায় এবং রূপম ইসলামরা । আর প্রতিযোগীদের তালিকায় থাকছেন অন্বেষা হাজরা (এই পথ যদি না শেষ হয়), সৌমিতৃষা কুণ্ডু (মিঠাই), শ্বেতা ভট্টাচার্য ( যমুনা ঢাকি), রুবেল দাস ( যমুনা ঢাকি), দিতিপ্রিয়া রায়রা (করুণাময়ী রানি রাসমণি) ৷
আরও পড়ুন: প্রবীণ অঞ্জন মমতা তো রয়েছেনই, চিনে নিন 'পালান' ছবির বাকি চরিত্রদের
এছাড়াও থাকবেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেতা বিশ্বনাথ বসু । শুধু তাই নয়, বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায়, হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনও । এদিনের অনুষ্ঠানে দাদার গুগলির পাশাপাশি থাকবে নাচ, আড্ডা, খুনসুটিও । ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নাকি নাচতেও দেখা যাবে দাদাকে । কবে এই পর্বের সম্প্রচার তা জানা যায়নি এখনও । তবে, জুনেই হবে শেষ সম্প্রচার ।