মুম্বই,9 জুন : 'মুন্না ভাই এমবিবিএস'-এর ডিন থেকে 'থ্রি ইডিয়টস'-এর ভাইরাস ৷ বড়পর্দার একের পর এক স্মরণীয় চরিত্রের পর এবার ওটিটি মঞ্চেও অভিষেক করতে চলেছেন অভিনেতা বামন ইরানি ৷ বামন ইরানিকে আগামীতে দেখা যাবে ডিজনি+হটস্টারে ৷ বুধবার নিজেই ইনস্টাগ্রামে একথা জানিয়েছেন অভিনেতা ৷ সঙ্গে শেয়ার করেছেন তাঁর নতুন প্রজেক্ট 'মাসুম'-এর ট্রেলারও (Boman Irani in New Series Masoom)৷
'মাসুম' পরিচালনা করতে চলেছেন পরিচালক মিহির দেশাই ৷ বিখ্যাত আইরিশ সিরিজ 'ব্লাড'-এরই ভারতীয় রিমেক 'মাসুম' ৷ এই সিরিজ নিয়ে যথেষ্ট উত্তেজিত বামন ৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি ডিজনি+ হটস্টারের নতুন সিরিজ মাসুমের হাত ধরে আমার বহু প্রতিক্ষিত ওটিটি অভিষেক হতে চলেছে...এই প্ল্যাটফর্ম এই বছর বেশকিছু চিত্তাকর্ষক সিরিজকে নির্মান করতে চলেছে ৷ এই সিরিজটি আমার জন্য আরও একটি নতুন জগতের জানালা খুলে দেবে এবং আমাকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছোতে সাহায্য় করবে ৷ সামারার বাবার চরিত্রে অভিনয় করা একইসঙ্গে চ্য়ালেঞ্জিং এবং কঠিন ছিল ৷ তবে একেবারে উঠতি প্রতিভা সামারা এবং অসাধারণ ক্রুয়ের সঙ্গে কাজ করতে পারাও একটি দারুণ অভিজ্ঞতা ছিল ৷"
আরও পড়ুন : রানমেশিন কোহলি থেকে বিয়ন্সে 15 জন তারকা যাঁদের ইনস্টা ফলোয়ার সবচেয়ে বেশি
এই সিরিজের গল্পে দেখানো হবে সানা কাপুর নামক এক যুবতীর কাহিনি ৷ এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামারা তিজোরিকে ৷ মেয়েটি বাড়িতে ফিরেই তাঁর মায়ের মৃত্যুর খবর পায় ৷ কিন্তু সময় যেতে যেতে তাঁর মনে হতে থাকে বাবা, ভাই বা আত্মীয়রা কেউই তাঁকে সবটা সত্যি বলছেন না ৷ মায়ের মৃত্যু নিয়ে কিছু গোপন করা হচ্ছে তাঁর কাছ থেকে ৷ এই নিয়ে এগিয়ে চলে সম্পর্কের দন্দ্ব ৷ বাকিটা জানা যাবে 17 জুন ৷ কারণ এই সিরিজের স্ট্রিমিং শুরু হতে চলেছে ওই দিন থেকেই ৷