ETV Bharat / entertainment

Ganesh Chaturthi 2022: বিগ বি থেকে কার্তিক আরিয়ান, গণেশ চতুর্থীতে ভক্তদের শুভেচ্ছা জানাল বলিউড - bollywood celebs and Ganesh Chaturthi 2022

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব (Ganesh Chaturthi 2022 )৷ এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা ৷

Ganesh Chaturthi 2022
বিগ বি থেকে কার্তিক আরিয়ান যে গণেশ চতুর্থীতে ভক্তদের শুভেচ্ছা জানাল বলিউড
author img

By

Published : Aug 31, 2022, 7:03 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব (Ganesh Chaturthi 2022 )৷ এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা ৷ মুম্বই এমনিতেই বিখ্যাত গণপতি উৎসবের জন্য ৷ লালবাগ এলাকার পুজোয় এমনিতেই ভিড় হয় সেলেবদের ৷ অবশ্য় শুধু বলিউড তারকারা নয় ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীরাও এদিন সারা দেশের অগনিত ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েয়েছেন (bollywood celebs wish fans Ganesh Chaturthi 2022 )।

অমিতাভ বচ্চন লিখেছেন, 'শুভ গণেশ চতুর্থী এবং অনেক অনেক শুভেচ্ছা'।

অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, "গণপতি বাপ্পা মোরিয়া!!! লালবাগের রাজার প্রথম দর্শন পেয়ে ধন্য ️৷ আপনাকে প্রণাম বাপ্পা এই বছরটাকে একটা জীবন পরিবর্তনকারী বছর বানানোর জন্য ️ ৷ প্রার্থণা করি আবার আপনি আসবেন এবং এইভাবেই আমার সমস্ত ইচ্ছা পূরণ করবেন ।"

গণেশ চতুর্থীতে ভক্তদের শুভেচ্ছা জানালেন অজয় দেবগণও ৷ মঙ্গলমূর্তি ভগবাণের কাছে এদিন প্রার্থনা করার একটি ভিডিয়ো শেয়ারও করেন তিনি ৷

কারিনা কাপুর এই ছবি দিয়ে তাঁর ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও আমেরিকা থেকে তাঁর ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা কুণাল খেমু গোটা পরিবারের সঙ্গে তাঁর ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

গণেশ চতুর্থী উপলক্ষে তাঁর অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারিও ।

বলিউডের সঞ্জুবাবা সঞ্জয় দত্তও ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

বাবার মতোই সোশাল মিডিয়ায় গণেশ চতুর্থীর বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও ।

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাও গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: যে ঋতুর শেষ নেই... সেই আগুনপাখির উৎসবের আজ শুভ মহরৎ

হায়দরাবাদ, 31 অগস্ট: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব (Ganesh Chaturthi 2022 )৷ এই বিশেষ দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা ৷ মুম্বই এমনিতেই বিখ্যাত গণপতি উৎসবের জন্য ৷ লালবাগ এলাকার পুজোয় এমনিতেই ভিড় হয় সেলেবদের ৷ অবশ্য় শুধু বলিউড তারকারা নয় ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীরাও এদিন সারা দেশের অগনিত ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েয়েছেন (bollywood celebs wish fans Ganesh Chaturthi 2022 )।

অমিতাভ বচ্চন লিখেছেন, 'শুভ গণেশ চতুর্থী এবং অনেক অনেক শুভেচ্ছা'।

অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, "গণপতি বাপ্পা মোরিয়া!!! লালবাগের রাজার প্রথম দর্শন পেয়ে ধন্য ️৷ আপনাকে প্রণাম বাপ্পা এই বছরটাকে একটা জীবন পরিবর্তনকারী বছর বানানোর জন্য ️ ৷ প্রার্থণা করি আবার আপনি আসবেন এবং এইভাবেই আমার সমস্ত ইচ্ছা পূরণ করবেন ।"

গণেশ চতুর্থীতে ভক্তদের শুভেচ্ছা জানালেন অজয় দেবগণও ৷ মঙ্গলমূর্তি ভগবাণের কাছে এদিন প্রার্থনা করার একটি ভিডিয়ো শেয়ারও করেন তিনি ৷

কারিনা কাপুর এই ছবি দিয়ে তাঁর ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও আমেরিকা থেকে তাঁর ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা কুণাল খেমু গোটা পরিবারের সঙ্গে তাঁর ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

গণেশ চতুর্থী উপলক্ষে তাঁর অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারিও ।

বলিউডের সঞ্জুবাবা সঞ্জয় দত্তও ভক্তদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

বাবার মতোই সোশাল মিডিয়ায় গণেশ চতুর্থীর বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও ।

বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাও গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

আরও পড়ুন: যে ঋতুর শেষ নেই... সেই আগুনপাখির উৎসবের আজ শুভ মহরৎ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.