ETV Bharat / entertainment

Bigg Boss OTT 2 Day 36 Highlights: জিয়া শঙ্কর-মনীষা রানিকে তিরষ্কার সলমনের, এড়ালেন এলিমিনেশন - সলমন খান

Bigg Boss OTT 2 6th Weekend ka Vaar Highlights: বিগ বস ওটিটি 2-এর 36 তম পর্বটি বেশ আকর্ষণীয় ছিল ৷ সলমন খান ষষ্ঠ উইকেন্ড কা ভারে উপস্থিত ছিলেন ৷ এই এপিসোডে দেখা গিয়েছে, জিয়া শঙ্কর এবং মনীষা রানিকে তিরস্কার করছেন সলমন ৷ তবে এই নিয়ে পরপর দ্বিতীয়বার এলিমিনেশন এড়িয়ে গেলেন তিনি ৷

Bigg Boss OTT 2 day 36 highlights
Bigg Boss OTT 2 day 36 highlights
author img

By

Published : Jul 23, 2023, 10:51 AM IST

Updated : Jul 23, 2023, 12:03 PM IST

হায়দরাবাদ, 23 জুলাই: বিগ বস ওটিটি 2-এর ষষ্ঠ 'উইকেন্ড কা ভার' আরও বেশি নাটকীয় ছিল ৷ অংশগ্রহণকারীদের ম্য়ানিপুলেট করা ও জোর করে সেটিং করার জন্য মনীষা রানির তিরষ্কার করেন সলমন খান ৷ অপরদিকে, জলের সঙ্গে সাবান মিশিয়ে এলভিশ যাদবকে সেটি অফার করার জন্য নিন্দা করা হয়েছে জিয়া শঙ্করের ।

রান্নাঘরের দায়িত্ব নিয়ে পূজা ভাট ও বেবিকা ধুরভের তর্ক

পূজা ভাট এবং বেবিকা ধুরভে প্রাতঃরাশের দায়িত্ব নিয়ে আলোচনার মাধ্যমে তাঁদের দিন শুরু করেন । পূজা বেবিকাকে জানান, মনীষা রানি সকালের খাবার বানাবেন না । বিগ বসের পরিবারের অন্য সবাই কী খেতে চায় তার খোঁজখবর করার জন্য পূজাকে নির্দেশ দেন বেবিকা । এই শুনেই পূজা তাঁর দিকে ঝাঁজিয়ে ওঠেন এবং তাঁর সঙ্গে এই ধরনের গেম না খেলতে অনুরোধ করেন বেবিকাকে । তিনি আগের দিন যা রান্না করেছিলেন তাই তৈরি করতে বলে পূজা। পূজা ও বেবিকা দুজনেই বিরক্ত । যদিও পরে, পূজা এবং বেবিকাকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে কারণ তাঁরা নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছিলেন ৷

আশিকা ভাটিয়াকে 'পুতুল' বলেছেন অভিষেক মালহান

আশিকা ভাটিয়াকে মনীষা, এলভিশ যাদব এবং অভিষেক মালহান উত্যক্ত করেন । অভিষেক আশিকাকে 'পুতুল' বলে উল্লেখ করেন । তাঁরা আরও বলেন যে, আশিকাকে বের করে দেওয়া হলে তাঁরা অতিরিক্ত স্ন্যাক্স ও কফি খাবেন । আশিকাকে অভিষেকের বক্তব্যে বিরক্ত বলে মনে হয়েছে, বাকি তিনজনকে হাসতে দেখা গিয়েছে ৷

মনীষা রানিকে তিরষ্কার সলমনের

প্রতিযোগীদের এমন একজন গৃহসঙ্গী বাছাই করতে বলা হয়েছিল যাঁর ফোনকেন্দ্রিক ব্যক্তিত্ব রয়েছে বলে তাঁরা বিশ্বাস করেন ৷ জিয়া শঙ্কর সবচেয়ে বেশি ভোট পেলেও সলমন খান মনীষা রানিকে বেছে নিয়েছেন । অভিনেতার মতে, মনীষা অংশগ্রহণকারীদের প্রভাবিত করেন এবং জোর করে সেটিং করেন রিলের মাধ্যমে ৷

আরও পড়ুন: নিমরিতের পর এবার ফিনালে সপ্তাহে প্রবেশ প্রিয়াঙ্কা, শালিন ও অর্চনার

সলমন পরে ব্যাখ্যা করে বলেন, আশিকা এবং এলভিশের উপর মনীষার প্রভাব তাঁর ব্যক্তিগত লাভের জন্য ছিল এবং এটি সমস্ত খেলার অংশ । তাঁকে 'লাভ গুরু' অভিনয় না করার পরামর্শও দিয়েছেন সলমন ৷ কারণ এটি প্রতিযোগী এবং দর্শকদের কাছে জোর বলে মনে হতে পারে ।

জিয়া শঙ্করকে কটাক্ষ সলমনের

এলভিশকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যাতে তিনি সমস্ত প্রার্থীদেরকে যা খুশি করতে আদেশ করতে পারেন যতক্ষণ না বাজার বেজে ওঠে ৷ এলভিশ অনুরোধ করেছিলেন যে জিয়া তাঁকে জলপান করাবেন । এর সঙ্গে হাত ধোয়ার সাবান যোগ করেন জিয়া ৷ যদিও এলভিশের মুখোমুখি হলে, জিয়া সত্যটি স্বীকার করতে চাননি ৷

উইকেন্ড কা ভার পর্বের সময় সলমন খান জিয়াকে এমন কিছু করার জন্য শাস্তি দেন, যা এলভিশের জন্য ক্ষতিকর হতে পারে । জিয়া এলভিশের কাছে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন এটি একটি ভুল সিদ্ধান্ত ।

এলভিশ যাদবের সঙ্গে ফালাক নাজের তর্ক

ফালাক নাজ রান্নাঘরে মন্তব্য করেছিলেন যে, এলভিশ যদি আরও পরোটা খেতে চান তবে তিনি সেগুলি নিজেই তৈরি করতে পারেন, যা তর্কের জন্ম দেয় ৷ এলভিশ ফালাককে তাঁর এনজিওতে যাওয়ার প্রস্তাব দেন । এলভিশ পরে মনীষা এবং অভিষেকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন, ফালাকের যুদ্ধ করার আচরণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ।

হায়দরাবাদ, 23 জুলাই: বিগ বস ওটিটি 2-এর ষষ্ঠ 'উইকেন্ড কা ভার' আরও বেশি নাটকীয় ছিল ৷ অংশগ্রহণকারীদের ম্য়ানিপুলেট করা ও জোর করে সেটিং করার জন্য মনীষা রানির তিরষ্কার করেন সলমন খান ৷ অপরদিকে, জলের সঙ্গে সাবান মিশিয়ে এলভিশ যাদবকে সেটি অফার করার জন্য নিন্দা করা হয়েছে জিয়া শঙ্করের ।

রান্নাঘরের দায়িত্ব নিয়ে পূজা ভাট ও বেবিকা ধুরভের তর্ক

পূজা ভাট এবং বেবিকা ধুরভে প্রাতঃরাশের দায়িত্ব নিয়ে আলোচনার মাধ্যমে তাঁদের দিন শুরু করেন । পূজা বেবিকাকে জানান, মনীষা রানি সকালের খাবার বানাবেন না । বিগ বসের পরিবারের অন্য সবাই কী খেতে চায় তার খোঁজখবর করার জন্য পূজাকে নির্দেশ দেন বেবিকা । এই শুনেই পূজা তাঁর দিকে ঝাঁজিয়ে ওঠেন এবং তাঁর সঙ্গে এই ধরনের গেম না খেলতে অনুরোধ করেন বেবিকাকে । তিনি আগের দিন যা রান্না করেছিলেন তাই তৈরি করতে বলে পূজা। পূজা ও বেবিকা দুজনেই বিরক্ত । যদিও পরে, পূজা এবং বেবিকাকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে কারণ তাঁরা নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছিলেন ৷

আশিকা ভাটিয়াকে 'পুতুল' বলেছেন অভিষেক মালহান

আশিকা ভাটিয়াকে মনীষা, এলভিশ যাদব এবং অভিষেক মালহান উত্যক্ত করেন । অভিষেক আশিকাকে 'পুতুল' বলে উল্লেখ করেন । তাঁরা আরও বলেন যে, আশিকাকে বের করে দেওয়া হলে তাঁরা অতিরিক্ত স্ন্যাক্স ও কফি খাবেন । আশিকাকে অভিষেকের বক্তব্যে বিরক্ত বলে মনে হয়েছে, বাকি তিনজনকে হাসতে দেখা গিয়েছে ৷

মনীষা রানিকে তিরষ্কার সলমনের

প্রতিযোগীদের এমন একজন গৃহসঙ্গী বাছাই করতে বলা হয়েছিল যাঁর ফোনকেন্দ্রিক ব্যক্তিত্ব রয়েছে বলে তাঁরা বিশ্বাস করেন ৷ জিয়া শঙ্কর সবচেয়ে বেশি ভোট পেলেও সলমন খান মনীষা রানিকে বেছে নিয়েছেন । অভিনেতার মতে, মনীষা অংশগ্রহণকারীদের প্রভাবিত করেন এবং জোর করে সেটিং করেন রিলের মাধ্যমে ৷

আরও পড়ুন: নিমরিতের পর এবার ফিনালে সপ্তাহে প্রবেশ প্রিয়াঙ্কা, শালিন ও অর্চনার

সলমন পরে ব্যাখ্যা করে বলেন, আশিকা এবং এলভিশের উপর মনীষার প্রভাব তাঁর ব্যক্তিগত লাভের জন্য ছিল এবং এটি সমস্ত খেলার অংশ । তাঁকে 'লাভ গুরু' অভিনয় না করার পরামর্শও দিয়েছেন সলমন ৷ কারণ এটি প্রতিযোগী এবং দর্শকদের কাছে জোর বলে মনে হতে পারে ।

জিয়া শঙ্করকে কটাক্ষ সলমনের

এলভিশকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যাতে তিনি সমস্ত প্রার্থীদেরকে যা খুশি করতে আদেশ করতে পারেন যতক্ষণ না বাজার বেজে ওঠে ৷ এলভিশ অনুরোধ করেছিলেন যে জিয়া তাঁকে জলপান করাবেন । এর সঙ্গে হাত ধোয়ার সাবান যোগ করেন জিয়া ৷ যদিও এলভিশের মুখোমুখি হলে, জিয়া সত্যটি স্বীকার করতে চাননি ৷

উইকেন্ড কা ভার পর্বের সময় সলমন খান জিয়াকে এমন কিছু করার জন্য শাস্তি দেন, যা এলভিশের জন্য ক্ষতিকর হতে পারে । জিয়া এলভিশের কাছে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন এটি একটি ভুল সিদ্ধান্ত ।

এলভিশ যাদবের সঙ্গে ফালাক নাজের তর্ক

ফালাক নাজ রান্নাঘরে মন্তব্য করেছিলেন যে, এলভিশ যদি আরও পরোটা খেতে চান তবে তিনি সেগুলি নিজেই তৈরি করতে পারেন, যা তর্কের জন্ম দেয় ৷ এলভিশ ফালাককে তাঁর এনজিওতে যাওয়ার প্রস্তাব দেন । এলভিশ পরে মনীষা এবং অভিষেকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন, ফালাকের যুদ্ধ করার আচরণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ।

Last Updated : Jul 23, 2023, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.