ETV Bharat / entertainment

Bigg Boss 17: তীব্র ঝগড়া ঐশ্বর্য শর্মা ও অঙ্কিতা লোখান্ডের, কী করছেন দিমাগ হাউসমেটরা ! - বিগ বস 17

বিগ বস 17-র নতুন প্রোমোতে তীব্র ঝগড়া বাঁধল দুই বিবাহিত দম্পতির মধ্যে ৷ অন্য একটি ভিডিয়োতে বিগ বস মনোনীত প্রতিযোগীদের নাম অনুমান করার জন্য দিমাগ ঘরের প্রতিযোগীদের একটি টাস্ক করতে দেখা গেল ৷

Bigg Boss 17
বিগ বস 17
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 7:09 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: কালার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা বিগ বস 17-এর সর্বশেষ প্রোমোতে দুই বিবাহিত দম্পতি ঐশ্বর্য শর্মা-নীল ভাট এবং অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনকে কুৎসিত ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ আসন্ন পর্বে অঙ্কিতা লোখান্ডে এবং নীল ভাটের মধ্যে একরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে, আবার ভিকি জৈন ও ঐশ্বর্য শর্মা ভাটের মধ্যেও কতগুলি জটিল বিষয় উঠে এসেছে । চ্যানেলের ইনস্টাগ্রাম প্রোমোতে মনোনয়নের পর যে দুই বিবাহিত দম্পতি রয়েছেন, সেই ভিকি-অঙ্কিতা এবং নীল-ঐশ্বর্যের মধ্যে কুৎসিত লড়াই তুলে ধরা হয়েছে প্রোমোতে ৷

নীল ও ঐশ্বর্য অন্য দম্পতিকে মনোনীত করে, যার ফলে শো-এর দিল হাউসে একটি বড় সংঘর্ষ হয় । অঙ্কিতা নীলকে জিজ্ঞেস করেন, নীল কেন তাঁকে মনোনীত করেছেন ৷ তখন নীল জবাবে জানান যে, তার কারণ তিনি অঙ্কিতাদের এই শোতে চান না । কালার্সে শো চলাকালীন অঙ্কিতা ঐশ্বর্যকে 'পাগল' বলেছিলেন এবং ভিকি তাঁকে চিৎকার করে বলেছিলেন যে, 'তুম চুড়াইল হো'। হাউসমেট ইশা মালব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁদের মধ্যে হস্তক্ষেপ করেন, কিন্তু তারপরেই সেই লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে মনে হয় । যাইহোক, অনেক নেটিজেন মনে করছেন যে, এই লড়াইয়ের কারণ হল এই চারজন একে অপরকে বাইরে থেকেই চিনতেন এবং এমনকি চুক্তি ভঙ্গ করে তাঁরা শোতে আসার আগে কৌশল নিয়েও আলোচনা করেছিলেন ।

আরও পড়ুন: রশ্মিকার ভুয়ো ভিডিয়োয় অসন্তুষ্ট তথ্যপ্রযুক্তি মন্ত্রক, তোপ সোশাল প্ল্যাটফর্মগুলিকে

আরও একটি প্রোমোতে বিগ বস দিমাগ ঘরের প্রতিযোগীদের একটি টাস্ক করতে দেখা গিয়েছে ৷ দিমাগ হাউসমেটদের সপ্তাহের জন্য মনোনীত প্রতিযোগীদের অনুমান করতে বলা হয়েছে । ঝলকগুলিতে, মুনাওয়ারকে কঠিন চিন্তা করতে দেখা যায় কারণ তিনি মান্নারা চোপড়ার প্রস্তাবিত নামগুলি বাতিল করে দিয়েছিলেন, বলেছিলেন যে তাঁরা সুযোগ নিতে পারেন না ।

এই সপ্তাহের মনোনয়ন নিয়ে ইতিমধ্যেই বিগ বসের ঘরে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে । বিগ বস সিজন 17 বর্তমানে জিও সিনেমা এবং কালারস টিভিতে প্রতিদিন রাত 9টায় সম্প্রচারিত হয় ।

হায়দরাবাদ, 6 নভেম্বর: কালার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা বিগ বস 17-এর সর্বশেষ প্রোমোতে দুই বিবাহিত দম্পতি ঐশ্বর্য শর্মা-নীল ভাট এবং অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈনকে কুৎসিত ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ আসন্ন পর্বে অঙ্কিতা লোখান্ডে এবং নীল ভাটের মধ্যে একরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে, আবার ভিকি জৈন ও ঐশ্বর্য শর্মা ভাটের মধ্যেও কতগুলি জটিল বিষয় উঠে এসেছে । চ্যানেলের ইনস্টাগ্রাম প্রোমোতে মনোনয়নের পর যে দুই বিবাহিত দম্পতি রয়েছেন, সেই ভিকি-অঙ্কিতা এবং নীল-ঐশ্বর্যের মধ্যে কুৎসিত লড়াই তুলে ধরা হয়েছে প্রোমোতে ৷

নীল ও ঐশ্বর্য অন্য দম্পতিকে মনোনীত করে, যার ফলে শো-এর দিল হাউসে একটি বড় সংঘর্ষ হয় । অঙ্কিতা নীলকে জিজ্ঞেস করেন, নীল কেন তাঁকে মনোনীত করেছেন ৷ তখন নীল জবাবে জানান যে, তার কারণ তিনি অঙ্কিতাদের এই শোতে চান না । কালার্সে শো চলাকালীন অঙ্কিতা ঐশ্বর্যকে 'পাগল' বলেছিলেন এবং ভিকি তাঁকে চিৎকার করে বলেছিলেন যে, 'তুম চুড়াইল হো'। হাউসমেট ইশা মালব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁদের মধ্যে হস্তক্ষেপ করেন, কিন্তু তারপরেই সেই লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে মনে হয় । যাইহোক, অনেক নেটিজেন মনে করছেন যে, এই লড়াইয়ের কারণ হল এই চারজন একে অপরকে বাইরে থেকেই চিনতেন এবং এমনকি চুক্তি ভঙ্গ করে তাঁরা শোতে আসার আগে কৌশল নিয়েও আলোচনা করেছিলেন ।

আরও পড়ুন: রশ্মিকার ভুয়ো ভিডিয়োয় অসন্তুষ্ট তথ্যপ্রযুক্তি মন্ত্রক, তোপ সোশাল প্ল্যাটফর্মগুলিকে

আরও একটি প্রোমোতে বিগ বস দিমাগ ঘরের প্রতিযোগীদের একটি টাস্ক করতে দেখা গিয়েছে ৷ দিমাগ হাউসমেটদের সপ্তাহের জন্য মনোনীত প্রতিযোগীদের অনুমান করতে বলা হয়েছে । ঝলকগুলিতে, মুনাওয়ারকে কঠিন চিন্তা করতে দেখা যায় কারণ তিনি মান্নারা চোপড়ার প্রস্তাবিত নামগুলি বাতিল করে দিয়েছিলেন, বলেছিলেন যে তাঁরা সুযোগ নিতে পারেন না ।

এই সপ্তাহের মনোনয়ন নিয়ে ইতিমধ্যেই বিগ বসের ঘরে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে । বিগ বস সিজন 17 বর্তমানে জিও সিনেমা এবং কালারস টিভিতে প্রতিদিন রাত 9টায় সম্প্রচারিত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.