ETV Bharat / entertainment

Bigg Boss 16 Winner: শিবকে পরাজিত করে বিগ বস 16 চ্যাম্পিয়ন স্ট্যান - বিগ বস 16 বিজেতা

বিগ বস 16 খেতাব জিতলেন ভারতীয় ব়্যাপার, গীতিকার, সঙ্গীত প্রযোজক ও সুরকার এমসি স্ট্যান (Bigg Boss 16 Grand Finale Show)৷

ETV Bharat
বিগ বস বিজয়ী
author img

By

Published : Feb 13, 2023, 8:53 AM IST

মুম্বই (মহারাষ্ট্র), 13 ফেব্রুয়ারি: প্রতিপক্ষ শিব ঠাকারেকে হারিয়ে বিগ বস 16 জিতলেন এমসি স্ট্যান (Bigg Boss Sixteen Winner)৷ বিগ বস ট্রফি-সহ পুরস্কারস্বরূপ পেলেন নগদ 31 লক্ষ টাকা । তাঁর সঙ্গে পেলেন একটি নতুন গাড়ি ৷ গ্র্যান্ড ফিনালেতে এমসি স্ট্যান্ড পরাজিত করলেন শিব ঠাকারে, অর্চনা গৌতম ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে ৷ বিগ বসের ঘরে স্ট্যানের যাত্রা ছিল সবদিক থেকেই অসাধারণ ৷ মজাদার একলাইনের সংলাপ ও সাহসী আচরণের মধ্যে দিয়ে খুব অল্প সময়েই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷

শিব ঠাকারে, নিমরিত কৌর আলুওয়ালিয়া, সুম্বুল তৌকির, সাজিদ খান ও আবদু রোজিকের মতো অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে স্ট্যানের বন্ধন সকলের পছন্দ হয়েছিল ৷ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এই শো থেকে বিদায় নেওয়ার পর গ্র্যান্ড ফিনালেতে ছিলেন এমসি স্ট্যান বনাম শিব ঠাকারে (MC Stan lifts Trophy beats Shiv Thakare)৷ এর মধ্যে শিব ঠাকারে রানার্স আপ হিসেবে দাঁড়িয়েছিলেন আর প্রিয়াঙ্কা শো-তে তৃতীয় স্থান অর্জন করেন ৷

স্ট্যান হলেন একজন ভারতীয় ব়্যাপার, গীতিকার, সঙ্গীত প্রযোজক এবং সুরকার ৷ 2019 সালে তাঁর 'খুজা মাত' গানটি প্রকাশের পরই তিনি খ্যাতি অর্জন করেন ৷ ব়্যাপিংয়ে নামার আগে স্ট্যান বি-বয়িং এবং বিট বক্সিংয়ে ছিলেন ৷ বিগ বস গ্র্যান্ড ফিনালেতে এদিন দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল ও জুনুনিয়ত কাস্টের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের ৷ যার মধ্যে ছিলেন গৌতম ভিগ, অমকিত গুপ্তা এবং নেহা রানা ৷ বিজয়ীকে ট্রফি দিয়ে বরণ করার আগে সেরা পাঁচ প্রতিযোগীকেও পারফর্ম করতে দেখা গিয়েছে ৷

এদিন শালিনকে ভিকি কৌশলের ' গোবিন্দ নাম মেরা'-এর 'বিজলি' গানটিতে পারফর্ম করতে দেখা যায় ৷ অর্চনা নাচলেন 'হাওয়া হাওয়াই' ও 'আনারকলি ডিস্কোচালি' গানে ৷ রোমান্টিক ট্র্যাকে প্রিয়াঙ্কা কোমর দোলালেন অঙ্কিতের সঙ্গে ৷ এর পাশাপাশি কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক ও ভারতী সিং তাঁদের মজাদার কমেডি দিয়ে সবাইকে মজা দিলেন ৷

গরি নাগোরি, শ্রীজিতা দে, সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, আবদু রোজিক, মান্য সিং, নিমরিত কৌর আলুওয়ালিয়া, সুম্বুল তৌকির, গৌতম এবং অঙ্কিত-সহ সকল বাদ চলে যাওয়া প্রতিযোগীরাও এদিন বিগ বস ফিনালেতে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগীর বন্ধু এবং পরিবার উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : নিমরিতের পর এবার ফিনালে সপ্তাহে প্রবেশ প্রিয়াঙ্কা, শালিন ও অর্চনার

মুম্বই (মহারাষ্ট্র), 13 ফেব্রুয়ারি: প্রতিপক্ষ শিব ঠাকারেকে হারিয়ে বিগ বস 16 জিতলেন এমসি স্ট্যান (Bigg Boss Sixteen Winner)৷ বিগ বস ট্রফি-সহ পুরস্কারস্বরূপ পেলেন নগদ 31 লক্ষ টাকা । তাঁর সঙ্গে পেলেন একটি নতুন গাড়ি ৷ গ্র্যান্ড ফিনালেতে এমসি স্ট্যান্ড পরাজিত করলেন শিব ঠাকারে, অর্চনা গৌতম ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে ৷ বিগ বসের ঘরে স্ট্যানের যাত্রা ছিল সবদিক থেকেই অসাধারণ ৷ মজাদার একলাইনের সংলাপ ও সাহসী আচরণের মধ্যে দিয়ে খুব অল্প সময়েই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷

শিব ঠাকারে, নিমরিত কৌর আলুওয়ালিয়া, সুম্বুল তৌকির, সাজিদ খান ও আবদু রোজিকের মতো অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে স্ট্যানের বন্ধন সকলের পছন্দ হয়েছিল ৷ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এই শো থেকে বিদায় নেওয়ার পর গ্র্যান্ড ফিনালেতে ছিলেন এমসি স্ট্যান বনাম শিব ঠাকারে (MC Stan lifts Trophy beats Shiv Thakare)৷ এর মধ্যে শিব ঠাকারে রানার্স আপ হিসেবে দাঁড়িয়েছিলেন আর প্রিয়াঙ্কা শো-তে তৃতীয় স্থান অর্জন করেন ৷

স্ট্যান হলেন একজন ভারতীয় ব়্যাপার, গীতিকার, সঙ্গীত প্রযোজক এবং সুরকার ৷ 2019 সালে তাঁর 'খুজা মাত' গানটি প্রকাশের পরই তিনি খ্যাতি অর্জন করেন ৷ ব়্যাপিংয়ে নামার আগে স্ট্যান বি-বয়িং এবং বিট বক্সিংয়ে ছিলেন ৷ বিগ বস গ্র্যান্ড ফিনালেতে এদিন দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল ও জুনুনিয়ত কাস্টের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের ৷ যার মধ্যে ছিলেন গৌতম ভিগ, অমকিত গুপ্তা এবং নেহা রানা ৷ বিজয়ীকে ট্রফি দিয়ে বরণ করার আগে সেরা পাঁচ প্রতিযোগীকেও পারফর্ম করতে দেখা গিয়েছে ৷

এদিন শালিনকে ভিকি কৌশলের ' গোবিন্দ নাম মেরা'-এর 'বিজলি' গানটিতে পারফর্ম করতে দেখা যায় ৷ অর্চনা নাচলেন 'হাওয়া হাওয়াই' ও 'আনারকলি ডিস্কোচালি' গানে ৷ রোমান্টিক ট্র্যাকে প্রিয়াঙ্কা কোমর দোলালেন অঙ্কিতের সঙ্গে ৷ এর পাশাপাশি কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক ও ভারতী সিং তাঁদের মজাদার কমেডি দিয়ে সবাইকে মজা দিলেন ৷

গরি নাগোরি, শ্রীজিতা দে, সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, আবদু রোজিক, মান্য সিং, নিমরিত কৌর আলুওয়ালিয়া, সুম্বুল তৌকির, গৌতম এবং অঙ্কিত-সহ সকল বাদ চলে যাওয়া প্রতিযোগীরাও এদিন বিগ বস ফিনালেতে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগীর বন্ধু এবং পরিবার উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন : নিমরিতের পর এবার ফিনালে সপ্তাহে প্রবেশ প্রিয়াঙ্কা, শালিন ও অর্চনার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.