হায়দরাবাদ, 23 অক্টোবর: কাউন্টডাউন শুরু ৷ আর মাত্র বাকি দু'দিন ৷ তারপর শুরু হতে চলেছে ভারতের সবচেয়ে বড় জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' ৷ 15 অক্টোবর থেকে টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে তারকাদের মহাযুদ্ধ ৷ যাতে ফের একবার নারদ নারদ করতে অর্থাৎ সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷ ইতিমধ্যেই এই শোয়ে কারা উপস্থিত থাকছেন তার ছোট্ট ঝলক শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷
শুক্রবার চ্যানেলের তরফে একাধিক পোস্ট সামনে এসেছে ৷ ফার্স্ট ডে ফার্স্ট শো কেমন হতে চলেছে তার বেশ কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে শেয়ার করা হয়েছে ৷ যেখানে প্রথমেই দেখা গিয়েছে সলমন খান বেশ কিছু সুন্দরীদের সঙ্গে নাচের তালে তাল মেলাচ্ছেন ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে ভাইজানেরই ছবির গান ৷ 'কিসি কা ভাই কিসি কা জান'-এর এমন রঙিন অবতার দেখে স্বভাবতই কৌতুহলী হয়ে উঠেছেন দর্শকরাও ৷
এরপর আরও কয়েকটি প্রোমো ভিডিয়ো আসে প্রকাশ্যে ৷ যেখানে বিগ বসের ঘরে এবার থাকছেন কারা, তার ঝলক ফুটিয়ে তোলা হয় ৷ প্রোমেতে দেখা যায়, এক সুন্দরী তন্বী চুল এলো করে মোহময়ী ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন ৷ ব্যাকগ্রাউন্ডে চলছে পরম সুন্দরী গান ৷ প্রোমো ক্যাপশনে লেখা হয়েছে, " কে এই পরম সুন্দরী যে এই সিজন কাঁপিয়ে দেবে? অনুমান করুন আপনারা ৷" কমেন্ট সেকশন উত্তরে ভরিয়ে দিয়েছেন বিগ বস প্রেমীরা ৷ সকলেই একবাক্যে জানিয়েছেন, এই সিজনে আসতে চলেছেন ধারাবাহিকের জনপ্রিয় মুখ ইশা মালভিয়া ৷
এরপর আরও একটি ভিডিয়ো সামনে আসে ৷ তবে সেটা জুটিতে ৷ ক্যাপশনে লেখা, "এবার এমন জুটি আপানদের সামনে আসছে, যাঁদের থেকে চোখ সড়ানো দায় হবে ৷ তাহলে জানান এই জোড়ি নম্বর ওয়ান কারা?" বোঝাই যাচ্ছে, এবারের বিগ বস 17 হতে চলেছে আরও টুইস্টে ভরপুর ৷ থাকবে বিনোদনের একাধিক মশালা ৷ এই জুটি দেখে সকলেই জানিয়েছেন, জনপ্রিয় রিয়েলিটি শোয়ে এবার দেখা যাবে অঙ্কিতা লোখন্ডে ও তাঁর স্বামী ভিকি জৈনকে ৷ তাই বিগ বস-এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে 15 অক্টোবর অবশ্যই নজর রাখতে হবে টিভি অথবা মোবাইলের স্ক্রিনে ৷ সোম থেকে শুক্রবার রাত 10 টায় ও শনিবার-রবিবার রাত নটায় টিভির পর্দায় দেখুন 'বিগ বস' ৷
আরও পড়ুন: মেট্রোয় জার্নি হৃত্বিকের, 'গ্রিক গড'কে সামনে থেকে দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের