ETV Bharat / entertainment

Bhaswar Chatterjee New Book: আসছে লেখক ভাস্বরের নতুন বই 'বীথিকা কেবিন' - আসছে লেখক ভাস্বরের নতুন বই বীথিকা কেবিন

লেখক হিসাবেও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় পরিচিত নাম । এবার 12টি গল্প নিয়ে আসছে তাঁর নতুন বই 'বীথিকা কেবিন' (Bhaswar Chatterjee New Book ) । 28 সেপ্টেম্বর প্রকাশিত হবে এই বই ।

Bhaswar Chatterjee New Book
আসছে লেখক ভাস্বরের নতুন বই 'বীথিকা কেবিন'
author img

By

Published : Sep 24, 2022, 1:19 PM IST

Updated : Sep 24, 2022, 1:24 PM IST

কলকাতা, 24সেপ্টেম্বর: অভিনয়ের পাশাপাশি লেখক হিসাবেও ভাস্বর চট্টোপাধ্যায় পরিচিত নাম (Bhaswar Chatterjee)। কখনও গানের অনুবাদ, কখনও গান গাওয়া এইসব নিয়েই মেতে থাকতে ভালোবাসেন তিনি ৷ বিভিন্ন পত্রপত্রিকায় নানা সময়ে নানা বিষয় নিয়ে লেখার পাশাপাশি গল্পও লেখেন তিনি । 2010 সালে প্রকাশ পেয়েছে তাঁর পাঁচটি ছোট গল্প সম্বলিত বই 'বন্ধু'। আর এবার টলিউডের এই ব্যস্ত অভিনেতা লিখেছেন 'বীথিকা কেবিন'(Bhaswar Chatterjee New Book )।

এই বইতে থাকছে মোট বারোটি ছোট গল্প (Bhaswar New Book)। ঠিক কোন বিষয়ের উপর রচিত 'বীথিকা কেবিন'? ভাস্বর বলেন, " বীথিকা কেবিন আসলে বারোটা ছোট গল্পের সংকলন । সবকটিই অপ্রকাশিত গল্প । একেবারে নতুন । বিভিন্ন সময়ে আমার চোখে দেখা চারদিকের বিভিন্ন চরিত্রনির্ভর মানুষের গল্প রয়েছে এই বইতে । প্রকাশক সবকটি গল্প পড়েই খুব খুশি ৷ তাঁদের মতে, গল্পগুলো পাঠকের ভাল লাগবে। বাকিটা তো সময় বলবে। আর তো মাত্র তিনটে দিন বাকি আছে ! "

Bhaswar Chatterjee New Book
এবার 12টি গল্প নিয়ে আসছে তাঁর নতুন বই 'বীথিকা কেবিন'

আরও পড়ুন: মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান'

প্রসঙ্গত, নানা ধরনের চরিত্রে প্রতিদিন নিজেকে ভাঙেন গড়েন তিনি । কখনও ঠাণ্ডা মাথার খল নায়ক কখনও বা সাংঘাতিক ভাল মানুষের চরিত্রে তাঁকে পেয়ে থাকেন দর্শকরা । লেখার পাশাপাশি সুগায়কও ভাস্বর । কাশ্মীরি ভাষা শিখেছেন । সম্প্রতি সেই ভাষায় গানও রেকর্ড করেছেন তিনি ।

কলকাতা, 24সেপ্টেম্বর: অভিনয়ের পাশাপাশি লেখক হিসাবেও ভাস্বর চট্টোপাধ্যায় পরিচিত নাম (Bhaswar Chatterjee)। কখনও গানের অনুবাদ, কখনও গান গাওয়া এইসব নিয়েই মেতে থাকতে ভালোবাসেন তিনি ৷ বিভিন্ন পত্রপত্রিকায় নানা সময়ে নানা বিষয় নিয়ে লেখার পাশাপাশি গল্পও লেখেন তিনি । 2010 সালে প্রকাশ পেয়েছে তাঁর পাঁচটি ছোট গল্প সম্বলিত বই 'বন্ধু'। আর এবার টলিউডের এই ব্যস্ত অভিনেতা লিখেছেন 'বীথিকা কেবিন'(Bhaswar Chatterjee New Book )।

এই বইতে থাকছে মোট বারোটি ছোট গল্প (Bhaswar New Book)। ঠিক কোন বিষয়ের উপর রচিত 'বীথিকা কেবিন'? ভাস্বর বলেন, " বীথিকা কেবিন আসলে বারোটা ছোট গল্পের সংকলন । সবকটিই অপ্রকাশিত গল্প । একেবারে নতুন । বিভিন্ন সময়ে আমার চোখে দেখা চারদিকের বিভিন্ন চরিত্রনির্ভর মানুষের গল্প রয়েছে এই বইতে । প্রকাশক সবকটি গল্প পড়েই খুব খুশি ৷ তাঁদের মতে, গল্পগুলো পাঠকের ভাল লাগবে। বাকিটা তো সময় বলবে। আর তো মাত্র তিনটে দিন বাকি আছে ! "

Bhaswar Chatterjee New Book
এবার 12টি গল্প নিয়ে আসছে তাঁর নতুন বই 'বীথিকা কেবিন'

আরও পড়ুন: মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান'

প্রসঙ্গত, নানা ধরনের চরিত্রে প্রতিদিন নিজেকে ভাঙেন গড়েন তিনি । কখনও ঠাণ্ডা মাথার খল নায়ক কখনও বা সাংঘাতিক ভাল মানুষের চরিত্রে তাঁকে পেয়ে থাকেন দর্শকরা । লেখার পাশাপাশি সুগায়কও ভাস্বর । কাশ্মীরি ভাষা শিখেছেন । সম্প্রতি সেই ভাষায় গানও রেকর্ড করেছেন তিনি ।

Last Updated : Sep 24, 2022, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.