কলকাতা, 24 মে: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ । অগণিত বাংলা ধারাবাহিকে অনেক কম বয়স থেকেই নিজেকে প্রমাণ করে আসছেন তিনি । পাশাপাশি চলছে পড়াশোনা । 14 ঘণ্টার শুটিং সামলে এ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন । আজ ফল প্রকাশিত হয়েছে ৷ যথেষ্ট ভালো নম্বর পেয়ে পাশ করেছেন অভিনেত্রী ৷
75 শতাংশ নম্বর পেয়ে স্কুলের গণ্ডি পেরোলেন 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকের চাঁদু বা চন্দ্রাবতী । গল্পের নায়ক মাণিক মুখুজ্যে বা পৃথ্বীরাজের ছোট পিসির চরিত্রে অভিনয় করছেন অনন্যা । চন্দ্রাবতী বাল্যবিধবা । স্বামী মারা যাওয়ার পর তাঁকে স্বামীর চিতার উপরে বসানো হলে তাঁর দাদা এসে তাঁকে বাঁচান ।
শিয়ালদহের লোরেটো স্কুলের ছাত্রী অনন্যা গুহ একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়েছেন বাংলা, ইংরেজি, ভূগোল, সমাজবিদ্যা ও কম্পিউটার নিয়ে । ইটিভি ভারতের তরফে তাঁর আগামী পরিকল্পনা জানতে ফোন করা হলে তিনি বলেন, "আমি মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে চাই ।"
এত ব্যস্ত শেডিউলের মাঝে কখন পড়াশোনা করেছেন অনন্যা গুহ ? অভিনেত্রীর কথায়, "শুটিংয়ের ফাঁকে সময় পেলেই পড়ে নিতাম । আজ ফল বেরোল । কাল থেকে ভর্তির কাজ শুরু করব । মিডিয়া সায়েন্স নিয়েই পড়ব আমি ।..."
অনন্যাকে কয়েকদিনের মধ্যেই দেখা যাবে 'তুঁতে' ধারাবাহিকে । সেখানে সম্ভবত নেগেটিভ চরিত্রেই তাঁকে পাবে দর্শক । জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'তে পিঙ্কি ভাবির চরিত্রে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন । নেগেটিভ, পজিটিভ সবরকমের চরিত্রেই নিজেকে প্রমাণ করে চলেছেন অনন্যা ।
অনন্যার দিদি অলকানন্দাও অভিনয়ের জগতে রয়েছেন । দিদি এবং বোন দু’জনেই বর্তমানে টেলিভিশনে বেশ পরিচিত মুখ । ইনস্টাগ্রামে প্রচুর রিল ভিডিয়ো দিতে দেখা যায় অনন্যাকে ৷ এ দিকে, তাঁর সঙ্গে অভিনেতা সুকান্ত কুন্ডুর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায় ৷ যদিও এ বিষয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী ৷ অনন্যার ফলপ্রকাশের পর ইনস্টাগ্রামে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সুকান্ত ৷
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে পাশের হার 89.25%, পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর