ETV Bharat / entertainment

Bengali Serial Bouma Ekghar : শাশুড়ির চাপে চাকরি খুঁজবে বউমা, আসছে 'বউমা একঘর' - Bengali Serial Bouma Ekghar

ছেলে নয়, এবার চাকরি খুঁজছে বউমা । ২ মে থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছ'টায় আসছে নতুন ধারাবাহিক 'বউমা একঘর' (Bengali Serial Bouma Ekghar is Starting Form 2 May) ৷

Bengali Serial Bouma Ekghar
চাকরি খুঁজছে ঘরের বউমা, আসছে 'বউমা একঘর'
author img

By

Published : Apr 28, 2022, 5:18 PM IST

কলকাতা, 28 এপ্রিল : 'অপরাজিতা অপু ' শেষ হতে না হতেই ফের নতুন চরিত্রে পর্দায় আসছেন সুস্মিতা দে ৷ আসছে নতুন ধারাবাহিক 'বউমা একঘর' ৷ এক সাধারণ ঘরোয়া মেয়ের কাহিনি উঠে আসবে এই গল্পে ৷ নায়িকার নাম টিয়া । দিবাস্বপ্নে বিভোর থাকে এই টিয়া । স্বপ্ন দেখে শুধুই ভাল থাকার । চাকরি কর‍তে চায় না সে, চাকরি করার মতো যোগ্যতাও তার নেই । সে চায় একটা ভাল বিয়ে হবে তার । তারপরে সে গাড়িতে করে ঘুরবে ।

এহেন টিয়ার বিয়ে হয় একটি বনেদি বাড়িতে । যারা চায় তাদের ঘরের বউমা চাকরি করুক । এখানেই শেষ নয়, টিয়ার শাশুড়ি তাকে সাজিয়ে গুজিয়ে বাড়ি থেকে গাড়িতে চাপিয়ে বের করে চাকরি খুঁজতে । এটা যেমন গল্পের একটা দিক, তেমনি দুই পরিবারের মধ্যেও রয়েছে রেষারেষি । এক পরিবারের দুই তুতো ভাইয়ের বউকে নিয়ে রয়েছে রেষারেষি । লড়াই চলে দুই শাশুড়ির মধ্যে । কার বউমা কতটা আধুনিক, কতটা যোগ্য । এই রেষারেষি দেখানো হবে মজার ঢংয়ে ।

এই ধারাবাহিক দর্শককে আনন্দে, মজায় ভরিয়ে রাখবে বলে আশাবাদী চ্যানেল । ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চৈতি ঘোষাল, নিবেদিতা মুখোপাধ্যায়, সোমাশ্রী নস্কর, লাবণী ভট্টাচার্য, জিনা তরফদার, রিয়া দত্ত-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: বাংলা টেলিভিশনে এবার থ্রিলারের চমক, আসছে লালকুঠি

সুশান্ত দাসের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক । সুশান্ত দাস সবসময়ই কোনও মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনিকে তুলে ধরতে চান তাঁর ধারাবাহিকে । সেই রীতি মেনেই এসেছে 'বীণাপানি', 'তিতলি', 'জয়ী', 'জবা' । আর এবার তাঁর মুখ্য চরিত্র টিয়া । তবে, টিয়ার আগমন বেশ মজার ঢংয়ে। এই ধারাবাহিক সকলের মুখে চওড়া হাসি ফোটাবে বলেই বিশ্বাস প্রযোজকের । বাকিটা সময় বলবে । ২ মে থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছ'টায় আসছে এই নতুন ধারাবাহিক 'বউমা একঘর' (Bengali Serial Bouma Ekghar is Starting Form 2 May)।

কলকাতা, 28 এপ্রিল : 'অপরাজিতা অপু ' শেষ হতে না হতেই ফের নতুন চরিত্রে পর্দায় আসছেন সুস্মিতা দে ৷ আসছে নতুন ধারাবাহিক 'বউমা একঘর' ৷ এক সাধারণ ঘরোয়া মেয়ের কাহিনি উঠে আসবে এই গল্পে ৷ নায়িকার নাম টিয়া । দিবাস্বপ্নে বিভোর থাকে এই টিয়া । স্বপ্ন দেখে শুধুই ভাল থাকার । চাকরি কর‍তে চায় না সে, চাকরি করার মতো যোগ্যতাও তার নেই । সে চায় একটা ভাল বিয়ে হবে তার । তারপরে সে গাড়িতে করে ঘুরবে ।

এহেন টিয়ার বিয়ে হয় একটি বনেদি বাড়িতে । যারা চায় তাদের ঘরের বউমা চাকরি করুক । এখানেই শেষ নয়, টিয়ার শাশুড়ি তাকে সাজিয়ে গুজিয়ে বাড়ি থেকে গাড়িতে চাপিয়ে বের করে চাকরি খুঁজতে । এটা যেমন গল্পের একটা দিক, তেমনি দুই পরিবারের মধ্যেও রয়েছে রেষারেষি । এক পরিবারের দুই তুতো ভাইয়ের বউকে নিয়ে রয়েছে রেষারেষি । লড়াই চলে দুই শাশুড়ির মধ্যে । কার বউমা কতটা আধুনিক, কতটা যোগ্য । এই রেষারেষি দেখানো হবে মজার ঢংয়ে ।

এই ধারাবাহিক দর্শককে আনন্দে, মজায় ভরিয়ে রাখবে বলে আশাবাদী চ্যানেল । ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চৈতি ঘোষাল, নিবেদিতা মুখোপাধ্যায়, সোমাশ্রী নস্কর, লাবণী ভট্টাচার্য, জিনা তরফদার, রিয়া দত্ত-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: বাংলা টেলিভিশনে এবার থ্রিলারের চমক, আসছে লালকুঠি

সুশান্ত দাসের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক । সুশান্ত দাস সবসময়ই কোনও মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনিকে তুলে ধরতে চান তাঁর ধারাবাহিকে । সেই রীতি মেনেই এসেছে 'বীণাপানি', 'তিতলি', 'জয়ী', 'জবা' । আর এবার তাঁর মুখ্য চরিত্র টিয়া । তবে, টিয়ার আগমন বেশ মজার ঢংয়ে। এই ধারাবাহিক সকলের মুখে চওড়া হাসি ফোটাবে বলেই বিশ্বাস প্রযোজকের । বাকিটা সময় বলবে । ২ মে থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছ'টায় আসছে এই নতুন ধারাবাহিক 'বউমা একঘর' (Bengali Serial Bouma Ekghar is Starting Form 2 May)।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.