মুম্বই, 24 এপ্রিল: সম্প্রতি প্রকাশিত হয়েছে র্যাপার বাদশার নতুন গান 'সনক'৷ তবে এই গানের কথা নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই ৷ সেই কারণে সোমবার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বাদশা ৷ গানের আপত্তিকর অংশ বদলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাদশা লিখেছেন, "এটা আমার নজরে আনা হয়েছে যে, আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত গানগুলির মধ্যে সনক দুঃখজনকভাবে কিছু লোকের অনুভূতিতে আঘাত করেছে বলে মনে হচ্ছে । আমি কখনওই স্বেচ্ছায় বা অজান্তে কারও অনুভূতিতে আঘাত করব না । অত্যন্ত আন্তরিকতা এবং আবেগের সঙ্গে আমার শৈল্পিক সৃষ্টি ও সঙ্গীত রচনাগুলি ভক্তদের কাছে নিয়ে আসি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় অবস্থিত মহাকালেশ্বর মন্দিরের একজন প্রবীণ পুরোহিত গানটিতে অশ্লীল শব্দ-সহ শিবের (ভোলেনাথ) নাম ব্যবহার করার জন্য বাদশাকে নিন্দা করেছেন । পুরোহিত মহেশ বাদশাকে তাঁর গান থেকে ঈশ্বরের নাম বাদ দিতে এবং ক্ষমা চাইতে বলেছেন । তিনি আরও বলেন যে, তিনি র্যাপারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাবেন । বিতর্কের মধ্যেই বাদশা এখন গানের কিছু অংশ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন ।
এরই প্রেক্ষিতে বাদশা বলেন, "সাম্প্রতিক পরিস্থিতিতে আমি গানের কিছু অংশ পরিবর্তন করার জন্য সক্রিয় ব্যবস্থা নিয়েছি এবং অন্য কারওকে আঘাত না করার জন্য সমস্ত প্ল্যাটফর্মে এই নতুন সংস্করণ আনার জন্য পদক্ষেপ করেছি । আমি সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি । আমি অজান্তে যাঁদেরকে কষ্ট দিয়েছি তাঁদের কাছে আমি বিনীতভাবে ক্ষমাপ্রার্থী । আমার ভক্তরাই আমার শক্ত ভিত্তি এবং আমি সর্বদা তাঁদের সর্বোচ্চ সম্মান ও সীমাহীন স্নেহের সঙ্গে রাখব ৷"
বাদশা এক মাস আগে 'সনক' রিলিজ করেছেন এবং এখনও পর্যন্ত 22 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এই গান । এখন দেখার বিষয় নতুন সংস্করণে দর্শকদের প্রতিক্রিয়া কী হয় ৷
আরও পড়ুন: রতন কাহার একটি রত্ন, যাঁকে যত্ন করা প্রয়োজন : বাদশা