ETV Bharat / entertainment

Zwigato in Oscar Library: অস্কার লাইব্রেরিতে কপিল-নন্দিতার 'জুইগাটো', দেখুন তালিকায় আছে আর কোন ভারতীয় ছবি?

author img

By

Published : Jul 12, 2023, 9:37 PM IST

অস্কার লাইব্রেরিতে জায়গা পেল নন্দিতা দাস পরিচালিত এবং কপিল শর্মা অভিনীত 'জুইগাটো' ৷ তালিকায় রয়েছে 'সালাম বম্বে', 'লগান'-এর মতো আরও অনেক ভারতীয় ছবি ৷

Nandita Das Zwigato in Oscar Library
অস্কার লাইব্রেরিতে কপিল শর্মার ছবি জুইগাটো

হায়দরাবাদ, 12 জুলাই: সম্প্রতি দুরন্ত মাইলফলক অর্জন করল পরিচালক নন্দিতা দাসের 'জুইগাটো' ৷ কপিল শর্মা অভিনীত এই ছবি এবার জায়গা করে নিল অস্কার লাইব্রেরিতে ৷ অভিনেত্রী থেকে ধীরে ধীরে পরিচালনার যাত্রা শুরু করেছিলেন নন্দিতা ৷ তাঁর তৈরি ছবির তালিকায় রয়েছে 'আর্থ','ফায়ার' এবং 'মান্টো'র মতো ছবি ৷ এবার অ্যাকাডেমির সংগ্রহশালায় জায়গা করে নিল তাঁর নতুন ছবি ৷ স্বাভাবিকভাবেই এ বড় আনন্দের কথা ভারতীয় সিনেপ্রেমীদের জন্য ৷

  • Was most surprised to receive an email from the Library of the Academy of Motion Picture wanting the script of Zwigato for their Permanent Core Collection. Only when stories are rooted in their own contexts, they transcend cultures & become part of world cinema. Happy!! https://t.co/XtFcI3t9Wn

    — Nandita Das (@nanditadas) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কপিল শর্মা অভিনীত জুইগাটো এবার অস্কার লাইব্রেরিতে: সম্প্রতি তাঁদের ছবির এই নতুন মাইলস্টোন অর্জনের খবর সোশালে শেয়ার করেছেন নন্দিতা ৷ তিনি জানিয়েছেন, মার্গারেট হেরিক লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ ছবিটি তৈরি হয়েছিল সাধারণ ডেলিভারি বয়দের জীবনকে কেন্দ্র করে ৷ প্রেক্ষাগৃহে অবশ্য় খুব বেশি সাফল্যও পায়নি ছবিটি ৷ তবে নন্দিতার 'জুইগাটো' জিতে নিল বিশ্বব্যাপী দর্শকের মন ৷ পরিচালক আশা করছেন কোনও ওটিটি প্লার্টফর্ম নিশ্চই তাঁর এই ছবিকে জায়গা দেবে ৷ যাতে আরও বেশি দর্শক ছবিটি দেখার সুযোগ পান ৷

অস্কার লাইব্রেরির ভারতীয় ছবির তালিকা: অবশ্য় নন্দিতার 'জুইগাটো'ই যে প্রথম ছবি যে অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিল তা কিন্তু নয় ৷ এর আগেও এই সংগ্রহশালায় আসন পাকা করে নিয়েছে বহু ছবি ৷ প্রথমেই বলতে হবে মেহবুব খান পরিচালিত 1957 সালে মুক্তি পাওয়া ছবি 'মাদার' ইন্ডিয়া'র কথা ৷ 'গ্রেট মাদার আর্কিটাইপ'-এর আদর্শ উদাহরণ ছিল এই ছবি ৷ মায়ের কষ্ট, যন্ত্রণা আর আত্মত্যাগের এই কাহিনি রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মীরা নায়ারের 'সালাম বম্বে' ছবিটিও রয়েছে এই তালিকায় ৷ 1988 সালে মুক্তি পায় এই ছবি ৷ শুধু অস্কার লাইব্রেরিতেই স্থান নয় অস্কারের দৌড়েও মনোনয়ন পেয়েছিল এই ছবি ৷ এছাড়া 'লগান' (2001), 'দেবদাস' (2002), 'চক দে ইন্ডিয়া' (2007), 'রক অন' (2008), 'রাজনীতি' (2010), 'গুজারিশ'(2010)-এর মতো অনেক ছবিই রয়েছে তালিকায় ৷ রয়েছে 'আর...রাজকুমার' (2013), 'হ্যাপি নিউ ইয়ার' (2014), 'পার্চড' ( 2015) এবং 'বেবি' (2015)-এর মতো ছবিও ৷

আরও পড়ুন: দেবের অজিতের পরিচয় প্রকাশের পরপরই মুক্তি পেল মৈনাকের 'চিনি 2' ছবির ট্রেলার

মার্গারেট হেরিক লাইব্রেরি কী: মার্গারেট হেরিক ছিলেন এক লাইব্রেরিয়ান ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্য়ান্ড সায়েন্সের লাইব্রেরিয়ান হিসাবে তিনি সাতবছর কাজ করেন ৷ এরপর 1945-1971 সাল পর্যন্ত এক্সিকিউটিভ ডিরেক্টরও ছিলেন তিনি ৷ তার নামেই নামকরণ করা হয় এই লাইব্রেরির ৷ এই লাইব্রেরি ছবির সংরক্ষণের ক্ষেত্রে এক বিরাট দায়িত্ব পালন করে চলেছে ৷ আগামী প্রজন্ম যাতে ছায়াছবির ইতিহাস খুঁজে দেখতে পারে সেই কারণেই লস অ্যাঞ্জেলসের এই লাইব্রেরিতে রাখা হয় এই ছবিগুলি ৷

হায়দরাবাদ, 12 জুলাই: সম্প্রতি দুরন্ত মাইলফলক অর্জন করল পরিচালক নন্দিতা দাসের 'জুইগাটো' ৷ কপিল শর্মা অভিনীত এই ছবি এবার জায়গা করে নিল অস্কার লাইব্রেরিতে ৷ অভিনেত্রী থেকে ধীরে ধীরে পরিচালনার যাত্রা শুরু করেছিলেন নন্দিতা ৷ তাঁর তৈরি ছবির তালিকায় রয়েছে 'আর্থ','ফায়ার' এবং 'মান্টো'র মতো ছবি ৷ এবার অ্যাকাডেমির সংগ্রহশালায় জায়গা করে নিল তাঁর নতুন ছবি ৷ স্বাভাবিকভাবেই এ বড় আনন্দের কথা ভারতীয় সিনেপ্রেমীদের জন্য ৷

  • Was most surprised to receive an email from the Library of the Academy of Motion Picture wanting the script of Zwigato for their Permanent Core Collection. Only when stories are rooted in their own contexts, they transcend cultures & become part of world cinema. Happy!! https://t.co/XtFcI3t9Wn

    — Nandita Das (@nanditadas) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কপিল শর্মা অভিনীত জুইগাটো এবার অস্কার লাইব্রেরিতে: সম্প্রতি তাঁদের ছবির এই নতুন মাইলস্টোন অর্জনের খবর সোশালে শেয়ার করেছেন নন্দিতা ৷ তিনি জানিয়েছেন, মার্গারেট হেরিক লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ ছবিটি তৈরি হয়েছিল সাধারণ ডেলিভারি বয়দের জীবনকে কেন্দ্র করে ৷ প্রেক্ষাগৃহে অবশ্য় খুব বেশি সাফল্যও পায়নি ছবিটি ৷ তবে নন্দিতার 'জুইগাটো' জিতে নিল বিশ্বব্যাপী দর্শকের মন ৷ পরিচালক আশা করছেন কোনও ওটিটি প্লার্টফর্ম নিশ্চই তাঁর এই ছবিকে জায়গা দেবে ৷ যাতে আরও বেশি দর্শক ছবিটি দেখার সুযোগ পান ৷

অস্কার লাইব্রেরির ভারতীয় ছবির তালিকা: অবশ্য় নন্দিতার 'জুইগাটো'ই যে প্রথম ছবি যে অস্কার লাইব্রেরিতে জায়গা করে নিল তা কিন্তু নয় ৷ এর আগেও এই সংগ্রহশালায় আসন পাকা করে নিয়েছে বহু ছবি ৷ প্রথমেই বলতে হবে মেহবুব খান পরিচালিত 1957 সালে মুক্তি পাওয়া ছবি 'মাদার' ইন্ডিয়া'র কথা ৷ 'গ্রেট মাদার আর্কিটাইপ'-এর আদর্শ উদাহরণ ছিল এই ছবি ৷ মায়ের কষ্ট, যন্ত্রণা আর আত্মত্যাগের এই কাহিনি রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মীরা নায়ারের 'সালাম বম্বে' ছবিটিও রয়েছে এই তালিকায় ৷ 1988 সালে মুক্তি পায় এই ছবি ৷ শুধু অস্কার লাইব্রেরিতেই স্থান নয় অস্কারের দৌড়েও মনোনয়ন পেয়েছিল এই ছবি ৷ এছাড়া 'লগান' (2001), 'দেবদাস' (2002), 'চক দে ইন্ডিয়া' (2007), 'রক অন' (2008), 'রাজনীতি' (2010), 'গুজারিশ'(2010)-এর মতো অনেক ছবিই রয়েছে তালিকায় ৷ রয়েছে 'আর...রাজকুমার' (2013), 'হ্যাপি নিউ ইয়ার' (2014), 'পার্চড' ( 2015) এবং 'বেবি' (2015)-এর মতো ছবিও ৷

আরও পড়ুন: দেবের অজিতের পরিচয় প্রকাশের পরপরই মুক্তি পেল মৈনাকের 'চিনি 2' ছবির ট্রেলার

মার্গারেট হেরিক লাইব্রেরি কী: মার্গারেট হেরিক ছিলেন এক লাইব্রেরিয়ান ৷ অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্য়ান্ড সায়েন্সের লাইব্রেরিয়ান হিসাবে তিনি সাতবছর কাজ করেন ৷ এরপর 1945-1971 সাল পর্যন্ত এক্সিকিউটিভ ডিরেক্টরও ছিলেন তিনি ৷ তার নামেই নামকরণ করা হয় এই লাইব্রেরির ৷ এই লাইব্রেরি ছবির সংরক্ষণের ক্ষেত্রে এক বিরাট দায়িত্ব পালন করে চলেছে ৷ আগামী প্রজন্ম যাতে ছায়াছবির ইতিহাস খুঁজে দেখতে পারে সেই কারণেই লস অ্যাঞ্জেলসের এই লাইব্রেরিতে রাখা হয় এই ছবিগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.