ETV Bharat / entertainment

Yogi Adityanath Watches Samrat Prithviraj: অক্ষয়কে নিয়ে সম্রাট পৃথ্বীরাজ দেখলেন যোগী, কটাক্ষ অখিলেশের - অক্ষয় কুমার

অক্ষয় কুমারের পাশে বসে মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে 'সম্রাট পৃথ্বীরাজ' দেখলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Watches Samrat Prithviraj)৷ এই নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন অখিলেশ যাদব (Yogi Adityanath with Akshay Kumar)৷

Yogi Adityanath Watches Samrat Prithviraj With Akshay Kumar, Akhilesh Yadav's Dig
অক্ষয়কে নিয়ে সম্রাট পৃথ্বীরাজ দেখলেন যোগী, কটাক্ষ অখিলেশের
author img

By

Published : Jun 3, 2022, 11:15 AM IST

নয়াদিল্লি, 3 জুন: সপরিবারে অক্ষয় কুমারের ফিল্ম 'সম্রাট পৃথ্বীরাজ' দেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ বার এই ছবির স্পেশাল স্ক্রিনিং জমিয়ে উপভোগ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Watches Samrat Prithviraj)৷ বলিউডের খিলাড়িকে পাশে বসিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দেখলেন এই ছবি ৷ তবে এ জন্য তাঁকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷

উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে অক্ষয় কুমার ও মানুষী ছিল্লারের আপকামিং ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'কে (Yogi Adityanath with Akshay Kumar)৷ বৃহস্পতিবার লখনউয়ের লোক ভবনে এই পিরিয়ড অ্যাকশন ড্রামার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয় ৷ নিজের মন্ত্রিসভাকে নিয়ে ফিল্ম দেখেন যোগী আদিত্যনাথ ৷ ছিলেন অক্ষয় কুমার, মানুষী ছিল্লর ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ৷

আরও পড়ুন: Amit shah : সপরিবারে 'সম্রাট পৃথ্বীরাজ'-এর স্ক্রিনিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি দেখে খুশি ইতিহাসের ছাত্র শাহ

এই নিয়ে যোগীর বিরুদ্ধে তোপ দেগে টুইট করেছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ টুইটে অক্ষয়ের পাশে বসে যোগীর ফিল্ম দেখার ছবি পোস্ট করেছেন তিনি ৷ আর ক্যাপশনে লিখেছেন, "লোকভবনে সপা সরকারের তৈরি আধুনিক অডিটোরিয়ামে ফিল্ম দেখছে ভাজপা সরকারের মন্ত্রিসভা ৷ তবে ফিল্ম পিছনে বসে দেখলে আরও ভালো দেখা যায় আর বিনামূল্যে ফিল্ম দেখার থেকে টিকিট কেটে দেখলে তাতে রাজ্যের রাজস্বেরও ক্ষতি হয় না ৷"

  • लोकभवन में सपा सरकार के बनाए ‘आधुनिक’ ऑडिटोरियम में भाजपा सरकार की कैबिनेट ‘ऐतिहासिक’ फ़िल्म देख रही है।

    वैसे फ़िल्म पीछे बैठकर देखी जाए तो और भी अच्छी दिखती है और मुफ़्त के बजाय टिकट लेकर भी क्योंकि इससे राज्य के राजस्व का नुक़सान नहीं होता। pic.twitter.com/X91Ltscf2g

    — Akhilesh Yadav (@yadavakhilesh) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে তিনি যোগীর সরকারকে ফের কটাক্ষ করে লিখেছেন, "এই ঐতিহাসিক ছবি দেখার পর মন্ত্রিসভাকে অনুরোধ করছি উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতির দিকেও নজর দিন ৷"

3 জুন, অর্থাৎ আজই দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷

নয়াদিল্লি, 3 জুন: সপরিবারে অক্ষয় কুমারের ফিল্ম 'সম্রাট পৃথ্বীরাজ' দেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এ বার এই ছবির স্পেশাল স্ক্রিনিং জমিয়ে উপভোগ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Watches Samrat Prithviraj)৷ বলিউডের খিলাড়িকে পাশে বসিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দেখলেন এই ছবি ৷ তবে এ জন্য তাঁকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷

উত্তরপ্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে অক্ষয় কুমার ও মানুষী ছিল্লারের আপকামিং ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'কে (Yogi Adityanath with Akshay Kumar)৷ বৃহস্পতিবার লখনউয়ের লোক ভবনে এই পিরিয়ড অ্যাকশন ড্রামার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয় ৷ নিজের মন্ত্রিসভাকে নিয়ে ফিল্ম দেখেন যোগী আদিত্যনাথ ৷ ছিলেন অক্ষয় কুমার, মানুষী ছিল্লর ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ৷

আরও পড়ুন: Amit shah : সপরিবারে 'সম্রাট পৃথ্বীরাজ'-এর স্ক্রিনিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি দেখে খুশি ইতিহাসের ছাত্র শাহ

এই নিয়ে যোগীর বিরুদ্ধে তোপ দেগে টুইট করেছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ টুইটে অক্ষয়ের পাশে বসে যোগীর ফিল্ম দেখার ছবি পোস্ট করেছেন তিনি ৷ আর ক্যাপশনে লিখেছেন, "লোকভবনে সপা সরকারের তৈরি আধুনিক অডিটোরিয়ামে ফিল্ম দেখছে ভাজপা সরকারের মন্ত্রিসভা ৷ তবে ফিল্ম পিছনে বসে দেখলে আরও ভালো দেখা যায় আর বিনামূল্যে ফিল্ম দেখার থেকে টিকিট কেটে দেখলে তাতে রাজ্যের রাজস্বেরও ক্ষতি হয় না ৷"

  • लोकभवन में सपा सरकार के बनाए ‘आधुनिक’ ऑडिटोरियम में भाजपा सरकार की कैबिनेट ‘ऐतिहासिक’ फ़िल्म देख रही है।

    वैसे फ़िल्म पीछे बैठकर देखी जाए तो और भी अच्छी दिखती है और मुफ़्त के बजाय टिकट लेकर भी क्योंकि इससे राज्य के राजस्व का नुक़सान नहीं होता। pic.twitter.com/X91Ltscf2g

    — Akhilesh Yadav (@yadavakhilesh) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর একটি টুইটে তিনি যোগীর সরকারকে ফের কটাক্ষ করে লিখেছেন, "এই ঐতিহাসিক ছবি দেখার পর মন্ত্রিসভাকে অনুরোধ করছি উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতির দিকেও নজর দিন ৷"

3 জুন, অর্থাৎ আজই দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.