ETV Bharat / entertainment

Year Ender 2022: আরআরআর থেকে গাঙ্গুবাঈ, হল-ওটিটি মিলিয়ে বছরের সেরা বারো বায়োস্কোপ - বছরের সেরা 12 ফিল্ম

আরআরআর থেকে গাঙ্গুবাঈ, গেহেরাইয়াঁ থেকে মজা মা - হল-ওটিটি মিলিয়ে আমাদের চোখে (Year Ender 2022) বছরের সেরা 12 ফিল্ম রইল একনজরে (Year Ender Top 12 Film)৷

Year Ender 2022
হল-ওটিটি মিলিয়ে বছরের সেরা 12 ফিল্ম
author img

By

Published : Dec 28, 2022, 10:37 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: চলতি বছরে দেশজুড়ে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি (Year Ender 2022) ৷ কোভিডকাল পেরিয়ে ফের হলমুখী হয়েছে মানুষ ৷ তবে ওটিটি-র উপর আস্থা হারাননি দর্শকরা ৷ বক্স অফিস, সমালোচকদের রেটিং, জনপ্রিয়তা - সবকিছুর নিরিখে আমাদের বিচারে বছরের সেরা 12 ফিল্ম রইল একনজরে (Year Ender Top 12 Film)৷

1.কেজিএফ চ্যাপ্টার 2

অভিনেতা: যশ, শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন

Year Ender TOP 12 Film ETV Bharat
কেজিএফ চ্যাপ্টার 2

বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল কেজিএফ চ্যাপ্টার 2 ৷ এখানে ফের দেখা গিয়েছে রকি ভাইয়ের জাদু ৷ এই ছবি ভারতে চলতি বছরের সবচেয়ে বড় বক্স অফিস হিট ছিল ৷ দেড়শো কোটি টাকার কন্নড় ছবিটি বিশ্বজুড়ে প্রায় 1228 কোটি টাকা আয় করেছে ।

2. আরআরআর

অভিনেতা: রামচরণ, এনটি রামা রাও জুনিয়র, অজয় দেবগণ, আলিয়া ভাট

Year Ender TOP 12 Film ETV Bharat
আরআরআর

জুনিয়র এনটিআর এবং রামচরণের অনবদ্য জুটি চলতি বছরে তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় সিনেমায় ৷ সঙ্গে ছিল এসএস রাজামৌলীর পরিচালনা এবং অজয় দেবগণ ও আলিয়া ভাটের উজ্জ্বল উপস্থিতি । দক্ষিণী ছবি আরআরআর এ বছরের বক্স অফিসে কেজিএফ চ্যাপ্টার 2-এর পরেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ৷ 425 কোটি টাকার তেলুগু ছবি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় 1131 কোটি টাকা ।

3.গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

অভিনেতা: আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ, সীমা ভার্গভ

Year Ender TOP 12 Film ETV Bharat
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

চলতি বছরের সাড়া ফেলে দেওয়া ছবিগুলির মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ৷ লিড চরিত্র আলিয়া ভাটকে একেবারে অন্যভাবে উপস্থাপন করেছেন পরিচালক ৷ এস হুসেন জাইদির বই মাফিয়া কুইন অফ মুম্বই অবলম্বনে তৈরি এই ছবি বিশ্বজুড়ে প্রায় 209 কোটি টাকা আয় করেছে । 160 কোটি টাকা বাজেটের ছবি শুধু ভারতেই আয় হয়েছে 129 কোটি টাকা । গাঙ্গুবাঈয়ের জীবনের বিভিন্ন অধ্যায় ও তার রূপান্তর দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে ৷

4. দৃশ্যম 2

অভিনেতা: অজয় দেবগণ, ঈশিতা দত্ত, শ্রিয়া শরণ, অক্ষয় খান্না, তাবু

Year Ender TOP 12 Film ETV Bharat
দৃশ্যম 2

2015 সালে অজয় দেবগণের দৃশ্যম দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল ৷ তারই সিক্যুয়েল দৃশ্যম 2 মুক্তি পায় এ বছর ৷ টান টান সেই উত্তেজনার খোঁজে দর্শকরা ভিড় জমান প্রেক্ষাগৃহে ৷ তার জোরেই 50 কোটি টাকার ছবিটি বিশ্বজুড়ে প্রায় রোজগার করেছে 318 কোটি টাকা ।

5. কাশ্মীর ফাইলস

অভিনেতা: অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী

Year Ender TOP 12 Film ETV Bharat
দ্য কাশ্মীর ফাইলস

বিবেক অগ্নিহোত্রীর লেখা এবং পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস 2022 সালের অন্যতম চর্চিত ছবি । 1990-এর দশকের গোড়ার দিকে কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ফিল্ম । দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে দ্য কাশ্মীর ফাইলস । ছবিটি সারা ভারতে 252 কোটি টাকা আয় করেছে ৷ আর বিশ্বজুড়ে এই ছবি 340 কোটি টাকা ব্যবসা করেছে ।

6. বধাই দো

অভিনেতা: রাজকুমার যাদব, ভূমি পেদনেকর, শশী ভূষণ, শিবা চাড্ডা

Year Ender TOP 12 Film ETV Bharat
বধাই দো

রাজকুমার যাদব ও ভূমি পেদনেকরের এই ছবি ভিন্ন এক ধারার গল্প তুলে ধরে দর্শকদের নজর কেড়েছে ৷ পরিবারকে তুষ্ট করার জন্য এক সমকামী পুরুষ ও এক সমকামী মহিলা একে অপরকে বিয়ে করেন ৷ তবে ওই মহিলার গার্লফ্রেন্ড তাঁদের জীবনে এসে পড়লেই শুরু হয় তোলপাড় ৷ এই ছবি শুধু এলজিবিটিকিউ সম্প্রদায়ের চাহিদার কথাই বলেনি, তাঁদের ভালোবাসা, বিয়ে ও বাবা-মা হওয়ার ইচ্ছের কথাও তুলে ধরেছে ৷

আরও পড়ুন: বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো

7. মজা মা

অভিনেতা: মাধুরী দীক্ষিত, গজরাজ রাও, হৃত্বিক ভৌমিক

Year Ender TOP 12 Film ETV Bharat
মজা মা

ওটিটি অরিজিনালের এই ছবিতেও তুলে ধরা হয়েছে সমপ্রেম ৷ মুখ্য চরিত্রে থাকা মাধুরী দীক্ষিত একজন সমপ্রেমী হয়েও সমাজের চাপে একজন পুরুষকে বিয়ে করে আজীবন সংসার ধর্ম পালন করে গিয়েছেন ৷ অবদমন করে রেখেছেন তাঁর নিজের সত্ত্বাকে ৷ তবে ছবির শেষে গিয়ে তিনিও ঘুরে দাঁড়িয়েছেন ৷ ভিন্ন ধারার গল্প ও মাধুরীর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে ৷

8. গেহেরাইয়াঁ

অভিনেতা: দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে

Year Ender TOP 12 Film ETV Bharat
গেহেরাইয়াঁ

তুমুল আলোড়ন ফেলা আরও এক ওটিটি অরিজিনাল গেহেরাইয়াঁ ৷ দুরন্ত স্টারকাস্টের জোরে এই ছবিও চলতি বছর দর্শক মনে সাড়া ফেলেছে ৷ ছবির মূল বিষয়বস্তু সম্পর্কের টানাপোড়েন ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা ও অনন্যার সাবলীল অভিনয় ৷

9. রানওয়ে 34

অভিনেতা: অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, রাকুল প্রীত সিং, বোমান ইরানি

Year Ender TOP 12 Film ETV Bharat
রানওয়ে 34

অজয় দেবগণের পরিচালনায় প্রত্যাবর্তন রানওয়ে 34-এ ৷ ঘরোয়া সার্কিটে ফিল্মটির পারফরম্যান্স বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের জন্য উদ্বেগ তৈরি করেছিল ৷ তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে অনলাইনে ভালো রিভিউ পেয়েছে। আর সবার মন জয় করে নিয়েছে অমিতাভ বচ্চনের অভিনয় ৷

10. জলসা

অভিনেতা: বিদ্যা বালান, শেফালি শাহ

Year Ender TOP 12 Film ETV Bharat
জলসা

জলসা হল একটি ক্রাইম-থ্রিলার ড্রামা ৷ সুরেশ ত্রিবেণীর পরিচালনায় এই ছবিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বিদ্যা বালান এবং শেফালি শাহের দাপুটে অভিনয় । হিট-অ্যান্ড-রানে জড়িয়ে পড়েন একজন সাংবাদিক ৷ তাঁরই বিশেষ সন্তানের দেখভাল করেন আক্রান্তের শোকার্ত মা ৷ দুই মায়ের মানসিক টানাপোড়েন নিয়েই এগিয়েছে গল্প ৷

11. ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব

অভিনেতা: অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট

Year Ender TOP 12 Film ETV Bharat
ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব । করণ জোহর প্রযোজিত এই ছবিটি ভারতীয় হিন্দি ফিল্মের জগতের একটি ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি । বিশ্বজুড়ে এই ছবি প্রায় 410 কোটি টাকা রোজগার করেছে । ভারতের বাজারে এই ছবি 257 কোটি টাকা আয় করেছে এই ছবি ।

12. অ্যান অ্যাকশন হিরো

অভিনেতা: আয়ুষ্মান খুরানা, জয়দীপ আহলাওয়াত

Year Ender TOP 12 Film ETV Bharat
অ্যান অ্যাকশন হিরো

এই ছবিতে আয়ুষ্মান খুরানা সুপারস্টার মানবের চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রতিশোধের জন্য জয়দীপের ভূমিকায় অভিনয় করা ভূরাকে তাড়া করছেন । দুরন্ত অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ঠাসা এই ছবিতে মিলবে অপ্রত্যাশিত আনন্দ ৷ যদিও এই ছবি ব়্যাংকিং তালিকায় জায়গা করতে পারেনি ৷

কলকাতা, 28 ডিসেম্বর: চলতি বছরে দেশজুড়ে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি (Year Ender 2022) ৷ কোভিডকাল পেরিয়ে ফের হলমুখী হয়েছে মানুষ ৷ তবে ওটিটি-র উপর আস্থা হারাননি দর্শকরা ৷ বক্স অফিস, সমালোচকদের রেটিং, জনপ্রিয়তা - সবকিছুর নিরিখে আমাদের বিচারে বছরের সেরা 12 ফিল্ম রইল একনজরে (Year Ender Top 12 Film)৷

1.কেজিএফ চ্যাপ্টার 2

অভিনেতা: যশ, শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন

Year Ender TOP 12 Film ETV Bharat
কেজিএফ চ্যাপ্টার 2

বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল কেজিএফ চ্যাপ্টার 2 ৷ এখানে ফের দেখা গিয়েছে রকি ভাইয়ের জাদু ৷ এই ছবি ভারতে চলতি বছরের সবচেয়ে বড় বক্স অফিস হিট ছিল ৷ দেড়শো কোটি টাকার কন্নড় ছবিটি বিশ্বজুড়ে প্রায় 1228 কোটি টাকা আয় করেছে ।

2. আরআরআর

অভিনেতা: রামচরণ, এনটি রামা রাও জুনিয়র, অজয় দেবগণ, আলিয়া ভাট

Year Ender TOP 12 Film ETV Bharat
আরআরআর

জুনিয়র এনটিআর এবং রামচরণের অনবদ্য জুটি চলতি বছরে তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় সিনেমায় ৷ সঙ্গে ছিল এসএস রাজামৌলীর পরিচালনা এবং অজয় দেবগণ ও আলিয়া ভাটের উজ্জ্বল উপস্থিতি । দক্ষিণী ছবি আরআরআর এ বছরের বক্স অফিসে কেজিএফ চ্যাপ্টার 2-এর পরেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ৷ 425 কোটি টাকার তেলুগু ছবি বিশ্বজুড়ে আয় করেছে প্রায় 1131 কোটি টাকা ।

3.গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

অভিনেতা: আলিয়া ভাট, অজয় দেবগণ, বিজয় রাজ, সীমা ভার্গভ

Year Ender TOP 12 Film ETV Bharat
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

চলতি বছরের সাড়া ফেলে দেওয়া ছবিগুলির মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ৷ লিড চরিত্র আলিয়া ভাটকে একেবারে অন্যভাবে উপস্থাপন করেছেন পরিচালক ৷ এস হুসেন জাইদির বই মাফিয়া কুইন অফ মুম্বই অবলম্বনে তৈরি এই ছবি বিশ্বজুড়ে প্রায় 209 কোটি টাকা আয় করেছে । 160 কোটি টাকা বাজেটের ছবি শুধু ভারতেই আয় হয়েছে 129 কোটি টাকা । গাঙ্গুবাঈয়ের জীবনের বিভিন্ন অধ্যায় ও তার রূপান্তর দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে ৷

4. দৃশ্যম 2

অভিনেতা: অজয় দেবগণ, ঈশিতা দত্ত, শ্রিয়া শরণ, অক্ষয় খান্না, তাবু

Year Ender TOP 12 Film ETV Bharat
দৃশ্যম 2

2015 সালে অজয় দেবগণের দৃশ্যম দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল ৷ তারই সিক্যুয়েল দৃশ্যম 2 মুক্তি পায় এ বছর ৷ টান টান সেই উত্তেজনার খোঁজে দর্শকরা ভিড় জমান প্রেক্ষাগৃহে ৷ তার জোরেই 50 কোটি টাকার ছবিটি বিশ্বজুড়ে প্রায় রোজগার করেছে 318 কোটি টাকা ।

5. কাশ্মীর ফাইলস

অভিনেতা: অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী

Year Ender TOP 12 Film ETV Bharat
দ্য কাশ্মীর ফাইলস

বিবেক অগ্নিহোত্রীর লেখা এবং পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস 2022 সালের অন্যতম চর্চিত ছবি । 1990-এর দশকের গোড়ার দিকে কাশ্মীর বিদ্রোহের সময় কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ফিল্ম । দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে দ্য কাশ্মীর ফাইলস । ছবিটি সারা ভারতে 252 কোটি টাকা আয় করেছে ৷ আর বিশ্বজুড়ে এই ছবি 340 কোটি টাকা ব্যবসা করেছে ।

6. বধাই দো

অভিনেতা: রাজকুমার যাদব, ভূমি পেদনেকর, শশী ভূষণ, শিবা চাড্ডা

Year Ender TOP 12 Film ETV Bharat
বধাই দো

রাজকুমার যাদব ও ভূমি পেদনেকরের এই ছবি ভিন্ন এক ধারার গল্প তুলে ধরে দর্শকদের নজর কেড়েছে ৷ পরিবারকে তুষ্ট করার জন্য এক সমকামী পুরুষ ও এক সমকামী মহিলা একে অপরকে বিয়ে করেন ৷ তবে ওই মহিলার গার্লফ্রেন্ড তাঁদের জীবনে এসে পড়লেই শুরু হয় তোলপাড় ৷ এই ছবি শুধু এলজিবিটিকিউ সম্প্রদায়ের চাহিদার কথাই বলেনি, তাঁদের ভালোবাসা, বিয়ে ও বাবা-মা হওয়ার ইচ্ছের কথাও তুলে ধরেছে ৷

আরও পড়ুন: বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো

7. মজা মা

অভিনেতা: মাধুরী দীক্ষিত, গজরাজ রাও, হৃত্বিক ভৌমিক

Year Ender TOP 12 Film ETV Bharat
মজা মা

ওটিটি অরিজিনালের এই ছবিতেও তুলে ধরা হয়েছে সমপ্রেম ৷ মুখ্য চরিত্রে থাকা মাধুরী দীক্ষিত একজন সমপ্রেমী হয়েও সমাজের চাপে একজন পুরুষকে বিয়ে করে আজীবন সংসার ধর্ম পালন করে গিয়েছেন ৷ অবদমন করে রেখেছেন তাঁর নিজের সত্ত্বাকে ৷ তবে ছবির শেষে গিয়ে তিনিও ঘুরে দাঁড়িয়েছেন ৷ ভিন্ন ধারার গল্প ও মাধুরীর অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে ৷

8. গেহেরাইয়াঁ

অভিনেতা: দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে

Year Ender TOP 12 Film ETV Bharat
গেহেরাইয়াঁ

তুমুল আলোড়ন ফেলা আরও এক ওটিটি অরিজিনাল গেহেরাইয়াঁ ৷ দুরন্ত স্টারকাস্টের জোরে এই ছবিও চলতি বছর দর্শক মনে সাড়া ফেলেছে ৷ ছবির মূল বিষয়বস্তু সম্পর্কের টানাপোড়েন ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দীপিকা ও অনন্যার সাবলীল অভিনয় ৷

9. রানওয়ে 34

অভিনেতা: অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, রাকুল প্রীত সিং, বোমান ইরানি

Year Ender TOP 12 Film ETV Bharat
রানওয়ে 34

অজয় দেবগণের পরিচালনায় প্রত্যাবর্তন রানওয়ে 34-এ ৷ ঘরোয়া সার্কিটে ফিল্মটির পারফরম্যান্স বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের জন্য উদ্বেগ তৈরি করেছিল ৷ তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে অনলাইনে ভালো রিভিউ পেয়েছে। আর সবার মন জয় করে নিয়েছে অমিতাভ বচ্চনের অভিনয় ৷

10. জলসা

অভিনেতা: বিদ্যা বালান, শেফালি শাহ

Year Ender TOP 12 Film ETV Bharat
জলসা

জলসা হল একটি ক্রাইম-থ্রিলার ড্রামা ৷ সুরেশ ত্রিবেণীর পরিচালনায় এই ছবিকে আলাদা মাত্রা এনে দিয়েছে বিদ্যা বালান এবং শেফালি শাহের দাপুটে অভিনয় । হিট-অ্যান্ড-রানে জড়িয়ে পড়েন একজন সাংবাদিক ৷ তাঁরই বিশেষ সন্তানের দেখভাল করেন আক্রান্তের শোকার্ত মা ৷ দুই মায়ের মানসিক টানাপোড়েন নিয়েই এগিয়েছে গল্প ৷

11. ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব

অভিনেতা: অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট

Year Ender TOP 12 Film ETV Bharat
ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব । করণ জোহর প্রযোজিত এই ছবিটি ভারতীয় হিন্দি ফিল্মের জগতের একটি ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি । বিশ্বজুড়ে এই ছবি প্রায় 410 কোটি টাকা রোজগার করেছে । ভারতের বাজারে এই ছবি 257 কোটি টাকা আয় করেছে এই ছবি ।

12. অ্যান অ্যাকশন হিরো

অভিনেতা: আয়ুষ্মান খুরানা, জয়দীপ আহলাওয়াত

Year Ender TOP 12 Film ETV Bharat
অ্যান অ্যাকশন হিরো

এই ছবিতে আয়ুষ্মান খুরানা সুপারস্টার মানবের চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রতিশোধের জন্য জয়দীপের ভূমিকায় অভিনয় করা ভূরাকে তাড়া করছেন । দুরন্ত অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ঠাসা এই ছবিতে মিলবে অপ্রত্যাশিত আনন্দ ৷ যদিও এই ছবি ব়্যাংকিং তালিকায় জায়গা করতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.