ETV Bharat / entertainment

Sara Responds to Trolls: 'আবার যাব, যে যাই বলুক', মন্দির দর্শনে গিয়ে ট্রলিংয়ের পালটা দিলেন সারা - মন্দির দর্শন নিয়ে ট্রলিংয়ের সাফ জবাব দিলেন সারা

ইন্দোরের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরে যাওয়া নিয়ে ট্রল হওয়ার পর এই নিয়ে মুখ খুললেন সারা আলি খান ৷ তিনি জানালেন, তাঁর বিশ্বাস তাঁর একান্ত নিজের ৷ তাই তিনি আবার যাবেন ৷

Sara Responds to Trolls
মন্দির দর্শন নিয়ে ট্রলিংয়ের সাফ জবাব দিলেন সারা
author img

By

Published : Jun 1, 2023, 3:46 PM IST

ইন্দোর, 1 জুন: ইন্দোরের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দির থেকে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সারা আলি খানকে নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে ৷ 'তিনি এভাবে কেন মন্দিরে যাবেন' উঠেছে এই জাতীয় নানান প্রশ্ন ৷ এবার এই নিয়ে নীরবতা ভঙ্গ করলেন সারা ৷ তাঁর আসন্ন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র প্রচারে এসে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী ৷

ছবির প্রেস কনফারেন্সে এই নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "আমি আমার কাজকে ভীষণ গুরুত্ব দিই ৷ আমি আপনাদের জন্য় কাজ করি মানুষের জন্য কাজ করি ৷ আপনারা যদি আমার কাজ পছন্দ না-করেন তাহলে আমার খারাপ লাগবে ৷ কিন্তু আমার বিশ্বাস আমার একান্ত নিজের ৷ ঠিক যতটা শ্রদ্ধা নিয়ে আমি আজমেঢ় শরিফে যাই, একইরকম শ্রদ্ধা নিয়ে বাংলা সাহিব বা মহাকাল মন্দিরেও যাই ৷ আমি আবারও যাব ৷ মানুষের যা বলার তাঁরা বলতে পারেন ৷ আমি কোনও সমস্যা নেই ৷ আমি শক্তিতে বিশ্বাসী ৷ আর এই জায়গার এমন একটা শক্তি আছে যা আমার ভালোলাগে ৷"

অবশ্য় এই প্রথমবার সারা ট্রল হলেন, তা কিন্তু নয় ৷ মন্দিরে যাওয়ার জন্য় এর আগেও তাঁকে নিয়ে কথা উঠেছে ৷ এবার তাঁর মহাকালেশ্বর মন্দিরে যাওয়া নিয়েও সোশালে ট্রলিং শুরু হয় গতকাল থেকেই ৷ ভস্ম আরতির কিছু ছবি ইনস্টায় শেয়ার করেছিলেন সারা ৷ তাঁকে এদিন দেখা গিয়েছিল গোলাপি পোশাকে ৷ এদিন মন্দিরের নন্দিহালে বসে ভস্ম আরতিতে যোগ দেন তিনি ৷ দেবতার জলাভিষেকেও যোগদান করেন নায়িকা ৷

  • #WATCH | Indore, Madhya Pradesh | When asked about internet trolling after her visit to Mahakal Temple in Ujjain, actress Sara Ali Khan says, "...I take my work very seriously. I work for people, for you. I would feel bad if you don't like my work but my personal beliefs are my… pic.twitter.com/ffXdurUCDY

    — ANI (@ANI) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে ময়দানে দেব

অভিনয়ের কথা বলতে গেলে সারা আলি খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র প্রচার নিয়ে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধবেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ৷ লক্ষণ উতেকর পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী 2 জুন ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'মেট্রো ইন দিনো...' ছবিটিও ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে আদিত্য় রায় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তাদের সঙ্গে ৷

ইন্দোর, 1 জুন: ইন্দোরের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দির থেকে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সারা আলি খানকে নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে ৷ 'তিনি এভাবে কেন মন্দিরে যাবেন' উঠেছে এই জাতীয় নানান প্রশ্ন ৷ এবার এই নিয়ে নীরবতা ভঙ্গ করলেন সারা ৷ তাঁর আসন্ন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র প্রচারে এসে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী ৷

ছবির প্রেস কনফারেন্সে এই নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "আমি আমার কাজকে ভীষণ গুরুত্ব দিই ৷ আমি আপনাদের জন্য় কাজ করি মানুষের জন্য কাজ করি ৷ আপনারা যদি আমার কাজ পছন্দ না-করেন তাহলে আমার খারাপ লাগবে ৷ কিন্তু আমার বিশ্বাস আমার একান্ত নিজের ৷ ঠিক যতটা শ্রদ্ধা নিয়ে আমি আজমেঢ় শরিফে যাই, একইরকম শ্রদ্ধা নিয়ে বাংলা সাহিব বা মহাকাল মন্দিরেও যাই ৷ আমি আবারও যাব ৷ মানুষের যা বলার তাঁরা বলতে পারেন ৷ আমি কোনও সমস্যা নেই ৷ আমি শক্তিতে বিশ্বাসী ৷ আর এই জায়গার এমন একটা শক্তি আছে যা আমার ভালোলাগে ৷"

অবশ্য় এই প্রথমবার সারা ট্রল হলেন, তা কিন্তু নয় ৷ মন্দিরে যাওয়ার জন্য় এর আগেও তাঁকে নিয়ে কথা উঠেছে ৷ এবার তাঁর মহাকালেশ্বর মন্দিরে যাওয়া নিয়েও সোশালে ট্রলিং শুরু হয় গতকাল থেকেই ৷ ভস্ম আরতির কিছু ছবি ইনস্টায় শেয়ার করেছিলেন সারা ৷ তাঁকে এদিন দেখা গিয়েছিল গোলাপি পোশাকে ৷ এদিন মন্দিরের নন্দিহালে বসে ভস্ম আরতিতে যোগ দেন তিনি ৷ দেবতার জলাভিষেকেও যোগদান করেন নায়িকা ৷

  • #WATCH | Indore, Madhya Pradesh | When asked about internet trolling after her visit to Mahakal Temple in Ujjain, actress Sara Ali Khan says, "...I take my work very seriously. I work for people, for you. I would feel bad if you don't like my work but my personal beliefs are my… pic.twitter.com/ffXdurUCDY

    — ANI (@ANI) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে ময়দানে দেব

অভিনয়ের কথা বলতে গেলে সারা আলি খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র প্রচার নিয়ে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধবেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ৷ লক্ষণ উতেকর পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী 2 জুন ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'মেট্রো ইন দিনো...' ছবিটিও ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে আদিত্য় রায় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তাদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.