ETV Bharat / entertainment

Orhan Awatramani: নীতা অম্বানি থেকে দীপিকা, লেন্সবন্দি তারকাদের সঙ্গে কে এই ওরহান অত্রামানি? - ওরহান অত্রামানির পরিচয়

সোশাল মিডিয়া খুললে সেলেবদের সঙ্গে আরও একটি মুখ ভীষণ পরিচিত হয়ে উঠছে ৷ তিনি ওরহান অত্রামানি ৷ নামে না চিনলেও মুখ দেখলে একবাক্যে সকলেই চেনেন ৷ কিন্তু জানেন কী আসলে তিনি কে ? কেন, তারকাদের সঙ্গে তাঁর ওঠা-বসা ?

Etv Bharat
কে ওরহান অত্রামানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:34 AM IST

Updated : Nov 4, 2023, 11:54 AM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: ওরহান অত্রামানি, নামটা শুনে চিনতে না পারলেও, বড় বড় তারকাদের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা ৷ সোশাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় সেলেবদের সঙ্গে তাঁর ছবি ৷ কখনও জাহ্নবী কাপুর, নায়সা দেবগণ, সারা আলি খান আবার কখনও নীতা অম্বানি, দীপিকা পাড়ুকোন, শুভমন গিলের সঙ্গে দেখা যায় তাঁকে ৷ জিও ওয়ার্ল্ড প্লাজা অনুষ্ঠানে তারকাখচিত অনুষ্ঠানে সেলেবদের সঙ্গে ওরহানের ছবি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যাঁদের সঙ্গে তিনি ছবি তোলেন, তাঁদের তো গোটা দুনিয়া চেনে, কিন্তু এই ওরহান অত্রামনি কে ?

খোলাসা করা যাক, ওরহানের পরিচয় ৷ লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী, ওরহান একজন সমাজসেবী ৷ এখানেই শেষ নয় তাঁর পরিচয় ৷ পাশাপাশি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপার্সন অফিসে তিনি স্পেশাল প্রোজেক্ট ম্যানেজার পদে কাজ করেন ৷ নিউইয়র্কের পার্সনস স্কুল অফ ডিজাইন থেকে পাইন আর্টস অ্যান্ড কমিউনিকেশন ডিজাইন নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন ৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা চার লাখের বেশি ৷ নিজের বায়োডাটা হিসাবে ইন্সটাতে লিখেছেন, "যখন বুদ্ধি ও প্রশিক্ষণ কাজ করে না তখন কঠোর পরিশ্রম সাফল্য এনে দেয় ৷" প্রতিটা মুহূর্ত ওরহান সোশাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন ৷ বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, ছুটি কাটানো কিংবা পার্টি, ওরহানের জীবনের আপ টু ডেট পাওয়া যায় সোশাল মিডিয়ায় ৷

এক সাক্ষাৎকারে অত্রামানি জানান, 9-5টা কাজ তাঁর পছন্দ নয় ৷ কিন্তু তিনি কঠিন পরিশ্রম করতে প্রস্তুত ৷ তিনি বলেন, "আমি আমাকে নিয়ে কাজ করতে পছন্দ করি ৷ নিজেকে আপগ্রেড রাখি ৷ আমি জিমে যাই ৷ নিজেকে ভালো রাখতে আমি সবকিছু করি ৷ যোগা থেকে শুরু করে ম্যাসাজ, সবকিছু ৷ আমি নিজের উপরে অনেক পরিশ্রম করি ৷" স্বভাবতই প্রশ্ন ওঠে, জীবন চালাতে তাহলে তিনি কী করেন? ওরহান জবাবে বলেন, "প্রত্যেকের একটাই প্রশ্ন, আমি কি করি? তাহলে আপনাদের বলি, আমার প্রথম চাকরির ইন্টারভিউতে বসকে আমি কি বলেছিলাম ৷

বলেছিলাম, 'ম্যাম, ছোট থেকেই আমি একজন বিমান ইঞ্জিনিয়র হতে চেয়েছিলাম ৷ কিন্তু বর্তমানে আমি কি? আমি একজন গায়ক, গান লিখি, একজন ফ্যাশন ডিজাইনার, ক্রিয়েটিভ ডিরেক্টর, একজন স্টাইলিস্ট, এক্সিকিউটিভ অ্যাসিসটেন্স, একজন দোকানদার, আবার কখনও কখনও একজন ফুটবলারও ৷ আসলে আমি ঠিক কী জানি না ৷ আমার মনে হয়, জীবন আসলে একটা স্বপ্ন দেখার মতো ৷ স্বপ্নে বেঁচে থাকার মতো ৷ নিজের স্বপ্নের মাখা মেলতে দাও ৷ তাকে উড়তে দাও ৷' এই কথা বলার পর আমি সেই বসের দিকে তাকিয়ে বলেছিলাম, 'আমি এমন একজন মানুষ যদি আমাকে আপনি একটা দেওয়াল রঙ করতে বলেন আমি পুরো বাড়ি রঙ করে দেব ৷' এই কথা শোনার পর তাঁর মাইকটা পড়ে গিয়েছিল ৷"

আরও পড়ুন: শাহরুখের জন্মদিনের পার্টিতে আলিয়া-রণবীর-দীপিকা-ধোনি, দেখুন অন্দরের ছবি

হায়দরাবাদ, 4 নভেম্বর: ওরহান অত্রামানি, নামটা শুনে চিনতে না পারলেও, বড় বড় তারকাদের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা ৷ সোশাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় সেলেবদের সঙ্গে তাঁর ছবি ৷ কখনও জাহ্নবী কাপুর, নায়সা দেবগণ, সারা আলি খান আবার কখনও নীতা অম্বানি, দীপিকা পাড়ুকোন, শুভমন গিলের সঙ্গে দেখা যায় তাঁকে ৷ জিও ওয়ার্ল্ড প্লাজা অনুষ্ঠানে তারকাখচিত অনুষ্ঠানে সেলেবদের সঙ্গে ওরহানের ছবি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যাঁদের সঙ্গে তিনি ছবি তোলেন, তাঁদের তো গোটা দুনিয়া চেনে, কিন্তু এই ওরহান অত্রামনি কে ?

খোলাসা করা যাক, ওরহানের পরিচয় ৷ লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী, ওরহান একজন সমাজসেবী ৷ এখানেই শেষ নয় তাঁর পরিচয় ৷ পাশাপাশি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপার্সন অফিসে তিনি স্পেশাল প্রোজেক্ট ম্যানেজার পদে কাজ করেন ৷ নিউইয়র্কের পার্সনস স্কুল অফ ডিজাইন থেকে পাইন আর্টস অ্যান্ড কমিউনিকেশন ডিজাইন নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন ৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা চার লাখের বেশি ৷ নিজের বায়োডাটা হিসাবে ইন্সটাতে লিখেছেন, "যখন বুদ্ধি ও প্রশিক্ষণ কাজ করে না তখন কঠোর পরিশ্রম সাফল্য এনে দেয় ৷" প্রতিটা মুহূর্ত ওরহান সোশাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন ৷ বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, ছুটি কাটানো কিংবা পার্টি, ওরহানের জীবনের আপ টু ডেট পাওয়া যায় সোশাল মিডিয়ায় ৷

এক সাক্ষাৎকারে অত্রামানি জানান, 9-5টা কাজ তাঁর পছন্দ নয় ৷ কিন্তু তিনি কঠিন পরিশ্রম করতে প্রস্তুত ৷ তিনি বলেন, "আমি আমাকে নিয়ে কাজ করতে পছন্দ করি ৷ নিজেকে আপগ্রেড রাখি ৷ আমি জিমে যাই ৷ নিজেকে ভালো রাখতে আমি সবকিছু করি ৷ যোগা থেকে শুরু করে ম্যাসাজ, সবকিছু ৷ আমি নিজের উপরে অনেক পরিশ্রম করি ৷" স্বভাবতই প্রশ্ন ওঠে, জীবন চালাতে তাহলে তিনি কী করেন? ওরহান জবাবে বলেন, "প্রত্যেকের একটাই প্রশ্ন, আমি কি করি? তাহলে আপনাদের বলি, আমার প্রথম চাকরির ইন্টারভিউতে বসকে আমি কি বলেছিলাম ৷

বলেছিলাম, 'ম্যাম, ছোট থেকেই আমি একজন বিমান ইঞ্জিনিয়র হতে চেয়েছিলাম ৷ কিন্তু বর্তমানে আমি কি? আমি একজন গায়ক, গান লিখি, একজন ফ্যাশন ডিজাইনার, ক্রিয়েটিভ ডিরেক্টর, একজন স্টাইলিস্ট, এক্সিকিউটিভ অ্যাসিসটেন্স, একজন দোকানদার, আবার কখনও কখনও একজন ফুটবলারও ৷ আসলে আমি ঠিক কী জানি না ৷ আমার মনে হয়, জীবন আসলে একটা স্বপ্ন দেখার মতো ৷ স্বপ্নে বেঁচে থাকার মতো ৷ নিজের স্বপ্নের মাখা মেলতে দাও ৷ তাকে উড়তে দাও ৷' এই কথা বলার পর আমি সেই বসের দিকে তাকিয়ে বলেছিলাম, 'আমি এমন একজন মানুষ যদি আমাকে আপনি একটা দেওয়াল রঙ করতে বলেন আমি পুরো বাড়ি রঙ করে দেব ৷' এই কথা শোনার পর তাঁর মাইকটা পড়ে গিয়েছিল ৷"

আরও পড়ুন: শাহরুখের জন্মদিনের পার্টিতে আলিয়া-রণবীর-দীপিকা-ধোনি, দেখুন অন্দরের ছবি

Last Updated : Nov 4, 2023, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.