মুম্বই, 9 মার্চ: 90-এর দশক থেকে শুরু করে 2000-এর দশকের প্রথম দিক ৷ দীর্ঘ এই সময়ে বিভিন্ন কমেডি ফিল্মে একসঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন গোবিন্দা (Govinda) ও সতীশ কৌশিক ৷ তাঁদের রসায়ন, কমেডি সেন্স, টাইমিং - মন জয় করে নিয়েছিল দর্শকদের ৷ সেই জুটি যেন ভেঙে গেল আজ ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সতীশ কৌশিক (Satish Kaushik Demise)৷ সহ-অভিনেতাকে হারিয়ে মর্মাহত তাঁর জুড়িদার গোবিন্দা (Govinda Remembers Satish)৷
"সাজন চলে সসুরাল", "দিওয়ানা মাস্তানা", "বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ", "পরদেশি বাবু", "আন্টি নাম্বার 1", "হাসিনা মান জায়েগি", "কিঁউ কি... ম্যায় ঝুঠ নহি বোলতা" - এমনই এক সে বড়কর এক কমেডি ফিল্মে দর্শকদের মাতিয়ে দিয়েছে গোবিন্দা ও সতীশ কৌশিকের জুটি ৷ তাঁদের অভিনয়, আজ এত বছর পরেও এই ছবিগুলিকে জনপ্রিয় করে রেখেছে ৷ হাসতে হাসতে পেটে খিল ধরাতে হলে এখনও এই ছবিগুলি দেখে উপভোগ করেন সিনেপ্রেমীরা ৷ তবে এই যুগলবন্দি আর দেখা যাবে না ৷
সতীশ কৌশিকের প্রয়াণে গোবিন্দা সহ-অভিনেতা হিসেবে সতীশের সঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করলেন ৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি বলেন, "আজ যখন আমাদের একসঙ্গে অভিনয় করা ছবিগুলির দিকে ফিরে তাকাচ্ছি, তখন আমার খুব খারাপ লাগছে যে, আমরা তাঁকে হারিয়েছি । প্রত্যেক অভিনেতাই অভিনয় করেন, কিন্তু তিনি এমন একজন ছিলেন যিনি আগে সবকিছু বুঝে নিয়ে তারপর অভিনয় করতেন ।"
বৃহস্পতিবার ভোররাতে গুরুগ্রামের একটি হাসপাতালে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সতীশ কৌশিকের । তাঁর বয়স হয়েছিল 66 বছর । গোবিন্দার সঙ্গে চলচ্চিত্রগুলির মধ্যে সতীশের সবচেয়ে বিখ্যাত চরিত্রগুলির অন্যতম হল পাপ্পু পেজার, যিনি "দিওয়ানা মাস্তানা" ছবিতে একজন কন্ট্রাক্ট কিলার ছিলেন ।
আরও পড়ুন: শুধু প্রতিভাধর নন, আদ্যন্ত ভদ্রলোক ও উপকারী বন্ধু ছিলেন সতীশ কৌশিক
1997 সালের এই রোমান্টিক-কমেডির পরিচালনা করেন ডেভিড ধাওয়ান ৷ এতে গোবিন্দা, অনিল কাপুর এবং জুহি চাওলা মুখ্য ভূমিকায় অভিনয় করেন । বুন্নু চরিত্রে অভিনয় করা গোবিন্দা এবং পাপ্পু পেজার সতীশের একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে । চোখে সানগ্লাস, পরনে ফ্লোরাল প্রিন্টের শার্ট এবং হাতে একটি পেজার নিয়ে সতীশ বারবার 'টাপোরি' স্টাইলে কথা বলতেন ৷ তাঁর সেই স্টাইলই চরিত্রটিকে চিরস্মরণীয় করে রেখেছে ৷
সেই দৃশ্যটি কীভাবে হয়েছিল তা স্মরণ করে গোবিন্দা বলেন, "'দিওয়ানা মাস্তানা'-এর জন্য, আমি যখন সেটে গিয়েছিলাম, তিনি ততক্ষণে লিখেছিলেন (কিছু লাইন)। দৃশ্যটি দারুণ হিট করেছিল এবং এখনও ভক্তদের মনে আছে কারণ আমরা নাগপাড়ের ভাষা (দক্ষিণ মুম্বইয়ের একটি জনপ্রিয় এলাকা)-তে কথা বলি, যেখানে প্রতিটি শব্দে 'না' আছে । আমরা দুজনেই যৌথভাবে সেই দৃশ্যে কাজ করেছি । তিনি তাঁর সংলাপ লিখেছিলেন এবং আমিও কিছু লিখেছিলাম ৷"
59 বছর বয়সি অভিনেতা বর্তমানে রয়েছেন জয়পুরে ৷ তিনি বলেন যে, তিনি তাঁর বন্ধু এবং সহকর্মীর আকস্মিক চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ৷ গোবিন্দার কথায়, "অনেক শিল্পী আছেন, যাঁরা ফিল্মি বাতাবরণে কাজ করেন কিন্তু তিনি এমন একজন অভিনেতা ছিলেন, যিনি তাঁর নিছক পরিশ্রম দিয়ে যে কোনও চরিত্রকে স্মরণীয় করে রাখতেন ।" সতীশ কৌশিক যে চরিত্রই করতেন তা ইতিহাস হয়ে যেত বলে মনে করেন গোবিন্দা ৷