ETV Bharat / entertainment

Prosenjit weds Rituparna: ছবির প্রিমিয়ারে বিয়ে সারলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা - New Film Prosenjit weds Rituparna

25 নভেম্বর মুক্তি পেয়েছে সম্রাট শর্মা পরিচালিত বাংলা ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit weds Rituparna)। আর সেই ছবির প্রিমিয়ারেই বিয়ে দেওয়া হল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নামের এক দম্পতির (Wedding Ceremony in Prosenjit weds Rituparna premier)৷

Prosenjit weds Rituparna
'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র প্রিমিয়ারে বিয়ে সারলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা
author img

By

Published : Nov 26, 2022, 3:59 PM IST

কলকাতা, 26 নভেম্বর: বেশ চমকে ওঠার মতো খবর তাই না ? বিষয়টা একটু ভেঙে বলা যাক । আসলে 25 নভেম্বর মুক্তি পেয়েছে সম্রাট শর্মা পরিচালিত বাংলা ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনন্যা গুহ, পরিচালক অনুপ সেনগুপ্ত, মানসী সিনহা-সহ আরও অনেকে ৷ এই প্রেক্ষাগৃহেই একসময় মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত হিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এবং 'মায়ের আঁচল' । আবার এই প্রেক্ষাগৃহেই হাজির 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (New Film Prosenjit weds Rituparna)।

সবমিলিয়ে বেশ উত্তেজিত ইন্ডাস্ট্রির বুম্বাদা । এদিন প্রিমিয়ার চলাকালীনই অন্য দু'জন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নামের দম্পতির ফের বিয়ে দেওয়া হল (Wedding Ceremony in Prosenjit weds Rituparna premiere )। আসল গল্প আছে এর ভিতরে । যাদের এদিন বিয়ে দেওয়া হয় সেই কনের নাম ঋতুপর্ণা । তিনি নাকি ঠিক করেছিলেন প্রসেনজিৎ নামের পাত্রকে ছাড়া তিনি আর কাউকেই বিয়ে করবেন না । আর শেষ পর্যন্ত তাই করেছেনও । এই ঘটনার কথা জানতেন ইন্ডাস্ট্রির বুম্বাদা । তাই তিনিই সেই দম্পতিকে আনানোর ব্যবস্থা করেন প্রিমিয়ারে (Prosenjit weds Rituparna premiere)।

বিয়ে সারলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

আরও পড়ুন: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেন পণ্ডিত বিক্রম ঘোষ

2018 সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন । ফের 2022 সালে তাঁদের বিয়ে দিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা । এই ছবিতে এক নতুন জুটিকে পেল দর্শক । ইপ্সিতা মুখোপাধ্যায়ের জন্য এই ছবি বিগ ব্রেক বলা চলে। ইপ্সিতার সঙ্গে জুটি বেঁধেছেন ঋষভ বসু । ঋষভ এর আগে বাংলা সিনেমা এবং ওয়েবে বহু কাজ করেছেন । দর্শকই শেষ কথা বলবেন বলে অভিমত ইপ্সিতা এবং ঋষভের ।

আর বিয়ের তোরজোর গান ছাড়া কি সম্পূর্ণ হয় ? এবার আর খামতি রাখেননি রিয়েল লাইফের প্রসেনজিৎ ৷ প্রিমিয়ারে সকলের সঙ্গে গানের তালে তালে নাচলেন বুম্বাদাও ৷ এখন বক্স অফিসে কেমন ব্য়বসা দেয় এই ছবি সেটাই দেখার ৷

কলকাতা, 26 নভেম্বর: বেশ চমকে ওঠার মতো খবর তাই না ? বিষয়টা একটু ভেঙে বলা যাক । আসলে 25 নভেম্বর মুক্তি পেয়েছে সম্রাট শর্মা পরিচালিত বাংলা ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনন্যা গুহ, পরিচালক অনুপ সেনগুপ্ত, মানসী সিনহা-সহ আরও অনেকে ৷ এই প্রেক্ষাগৃহেই একসময় মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত হিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' এবং 'মায়ের আঁচল' । আবার এই প্রেক্ষাগৃহেই হাজির 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (New Film Prosenjit weds Rituparna)।

সবমিলিয়ে বেশ উত্তেজিত ইন্ডাস্ট্রির বুম্বাদা । এদিন প্রিমিয়ার চলাকালীনই অন্য দু'জন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা নামের দম্পতির ফের বিয়ে দেওয়া হল (Wedding Ceremony in Prosenjit weds Rituparna premiere )। আসল গল্প আছে এর ভিতরে । যাদের এদিন বিয়ে দেওয়া হয় সেই কনের নাম ঋতুপর্ণা । তিনি নাকি ঠিক করেছিলেন প্রসেনজিৎ নামের পাত্রকে ছাড়া তিনি আর কাউকেই বিয়ে করবেন না । আর শেষ পর্যন্ত তাই করেছেনও । এই ঘটনার কথা জানতেন ইন্ডাস্ট্রির বুম্বাদা । তাই তিনিই সেই দম্পতিকে আনানোর ব্যবস্থা করেন প্রিমিয়ারে (Prosenjit weds Rituparna premiere)।

বিয়ে সারলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

আরও পড়ুন: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেন পণ্ডিত বিক্রম ঘোষ

2018 সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন । ফের 2022 সালে তাঁদের বিয়ে দিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা । এই ছবিতে এক নতুন জুটিকে পেল দর্শক । ইপ্সিতা মুখোপাধ্যায়ের জন্য এই ছবি বিগ ব্রেক বলা চলে। ইপ্সিতার সঙ্গে জুটি বেঁধেছেন ঋষভ বসু । ঋষভ এর আগে বাংলা সিনেমা এবং ওয়েবে বহু কাজ করেছেন । দর্শকই শেষ কথা বলবেন বলে অভিমত ইপ্সিতা এবং ঋষভের ।

আর বিয়ের তোরজোর গান ছাড়া কি সম্পূর্ণ হয় ? এবার আর খামতি রাখেননি রিয়েল লাইফের প্রসেনজিৎ ৷ প্রিমিয়ারে সকলের সঙ্গে গানের তালে তালে নাচলেন বুম্বাদাও ৷ এখন বক্স অফিসে কেমন ব্য়বসা দেয় এই ছবি সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.