আবুধাবি, 27 মে: ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস 2023-এর ঢাকে কাঠি ইতিমধ্য়েই পড়ে গিয়েছে ৷ আবুধাবিতে বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সলমন খান, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ফারাহ খান, রাকুলপ্রীত সিং এবং নোরা ফাতেহির মতো পরিচিত স্টারেরা ৷ আর এই প্রেস কনফারেন্সের পরেই একটি ভিডিয়ো নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় নেট পাড়ায় ৷ কারণ এই ভিডিয়োতে দেখা যায়, সলমনের দেহরক্ষীরা ভিকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন ৷ তারপর থেকে নেট মাধ্য়মে শুরু হয় কথা চালাচালি ৷
এমনকী আইফা রকসের গ্রিন কার্পেটে এই নিয়ে প্রশ্নের সামনেও পড়তে হয় ভিকিকে ৷ ভিডিয়ো ক্লিপিং নিয়ে বলতে গিয়ে ভিকি বলেন, "আরে কখনও কখনও ছোট একটা বিষয় দারুণ বড় হয়ে যায় ৷ বেশকিছু বিষয় নিয়ে কথা চালাচালি হচ্ছে যার কোনও প্রয়োজনীয়তাই নেই ৷ ভিডিয়োতে যেভাবে দেখতে পাওয়া যায় বিষয়টা সবসময় তেমন ঘটেনা ৷ তাই এই সব আলোচনার কোনও মানে নেই ৷"
-
Attaboy! #VickyKaushal reacts to the unnecessary chatter that's been going on since morning. pic.twitter.com/KbWmdNf4pt
— A 🍁 (@scrappinthrough) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Attaboy! #VickyKaushal reacts to the unnecessary chatter that's been going on since morning. pic.twitter.com/KbWmdNf4pt
— A 🍁 (@scrappinthrough) May 26, 2023Attaboy! #VickyKaushal reacts to the unnecessary chatter that's been going on since morning. pic.twitter.com/KbWmdNf4pt
— A 🍁 (@scrappinthrough) May 26, 2023
শুধু তাই নয় আইফার গ্রিন কার্পেটে দেখা হলে একে অপরকে আলিঙ্গনও করেন ভিকি এবং সলমন ৷ ভিডিয়ো সামনে আসার পর অনেকেই বলছিলেন ভিকি-সলমনের মধ্য়ে সমস্ত কিছু হয়তো ঠিক নেই ৷ কিন্তু এই আলিঙ্গনের মাধ্যমেই সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন এই দুই সুপারস্টার ৷ আইফা প্রায় দুই দশকের বেশি সময় ধরে সারা ভারতে একটি জনপ্রিয় অনুষ্ঠান ৷ এবার এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিষেক বচ্চন এবং ভিকি কৌশল ৷
-
#SalmanKhan be like : Chal beee hawa aane de 😎
— ᴛɪɢᴇʀ (@Salmaniac_Moon) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Remember, when Bhai takes the entry, who the fcukever you are,,, you have to lean in ☝️ pic.twitter.com/hoUIxruyQC
">#SalmanKhan be like : Chal beee hawa aane de 😎
— ᴛɪɢᴇʀ (@Salmaniac_Moon) May 26, 2023
Remember, when Bhai takes the entry, who the fcukever you are,,, you have to lean in ☝️ pic.twitter.com/hoUIxruyQC#SalmanKhan be like : Chal beee hawa aane de 😎
— ᴛɪɢᴇʀ (@Salmaniac_Moon) May 26, 2023
Remember, when Bhai takes the entry, who the fcukever you are,,, you have to lean in ☝️ pic.twitter.com/hoUIxruyQC
ভিকির অভিনয় নিয়ে কথা বলতে হলে, আগামীতে তাঁকে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে সারা আলি খানের সঙ্গে ৷ লক্ষণ উতেকরের তৈরি 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিতে জুটি বেঁধেছেন তাঁরা ৷ আগামী 2 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অন্য়দিকে সলমন খান আগামীতে পর্দায় ফিরছেন 'টাইগার 3' ছবির হাত ধরে ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন ক্যাটরিনা কাইফ এবং শাহরুখ খানের সঙ্গে ৷
আরও পড়ুন: 'আদিপুরুষ' সিনেমার সঙ্গেই মুক্তির আলো দেখবে প্রভাসের 'সালার' ছবির টিজার ?