ETV Bharat / entertainment

Nysa Devgan Early Birthday: সঙ্গী বেদান্ত-ওরহান, প্রি-বার্থডে পার্টি শুরু করে দিলেন অজয় কন্য়া

author img

By

Published : Apr 8, 2023, 2:30 PM IST

Updated : Apr 8, 2023, 4:57 PM IST

জন্মদিনের বেশ কয়েকদিন আগেই রাজস্থানে পার্টিতে মেতে উঠলেন নাইসা দেবগণ ৷ অজয় কন্যার সঙ্গে দেখা গেল তাঁর রিউমার্ড বয়ফ্রেন্ড বেদান্ত মহাজন এবং ঘনিষ্ঠ বন্ধু ওরহানকেও ৷

Nysa Devgan Early Birthday
প্রি-বার্থডে পার্টিতে নাইসা

প্রি বার্থ ডে পার্টি নিয়ে মেতে উঠলেন নাইসা দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ, 8 এপ্রিল: প্রি-বার্থডে পার্টিতে মেতে উঠলেন অজয় কন্য়া নাইসা দেবগণ ৷ বন্ধুদের সঙ্গে এবারের প্রি-বার্থডে পার্টির জন্য় জয়সলমীরকেই বেছে নিলেন তিনি ৷ নাইসা'র ঘনিষ্ঠ বন্ধু ওরহান আওয়াত্রামনি তাঁদের বিভিন্ন ভ্যাকেশনের বিভিন্ন আপডেট শেয়ার করেই থাকেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তার ব্য়তিক্রম হল না ৷ সম্প্রতি যে আপডেট শেয়ার করেছেন ওরহান তাতে দেখা গিয়েছে, মাঝরাতে জন্মদিনের আগেই চলেছে জন্মদিনের সেলিব্রেশন ৷

ওরহান এদিন নাইসার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ এদিনের এই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর রিউমার বয়ফ্রেন্ড বেদান্ত মহাজনও ৷ পূর্নিমার রাতে চাঁদকে সাক্ষী রেখে এদিন পোজ দিলেন এই বলিউড ডিভারা ৷ তাঁদের প্রত্য়েকে হাতেই এদিন ছিল লন্ঠন ৷ নাইসাকে এদিন দেখা গিয়েছে সাদা শার্ট এবং ডেনিম শর্টসে ৷ যে সমস্ত ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা গিয়েছে মধ্যরাতে একসঙ্গে খাবার খেতে বসেছেন সকলে ৷

চাঁদনি রাতে লেকের ধারে তাঁর তথাকথিত প্রেমিক এবং অন্যান্য় বন্ধুদের সঙ্গে খাবার খেতে গেল নাইসাকে ৷ ছবিতে দেখা গিয়েছে বেশ কিছু লোকসঙ্গীত শিল্পীকেও ৷ শুধু তাই নয় ওরহান একটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে তাঁকে দেখা গিয়েছে নাইসার জন্য জন্মদিনের গান গাইতে ৷ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন অন্য় বন্ধুবান্ধবরাও ৷ নাইসাকে এদিন চকোলেট কেক নিয়ে রীতিমতো মেতে উঠতে দেখা গিয়েছে ৷

এর আগে ওরহান তাঁদের মরুভ্রমণেরও বেশকিছু ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ এই ছবিতে তাঁদের দেখা গিয়েছিল উটের পিঠেও ৷ এরপর তাঁদের মধ্যাহ্নভোজন সারতেও দেখা গিয়েছিল ৷ নাইসার বাবা অজয় এখন রীতিমতো সাফল্য় কুড়োচ্ছেন তাঁর শেষ ছবি 'ভোলা'র জন্য ৷ ইতিমধ্য়েই বক্স অফিসেও বেশ ভালোই ফল পেতে শুরু করেছে ৷ তবে কন্যা নাইসা আদৌ পা রাখবেন কি বলিউডে ? তা জানা নেই ৷

আরও পড়ুন: সঠিক চরিত্র না পেলে কেমন লাগে ? অকপট শ্রাবন্তী

প্রি বার্থ ডে পার্টি নিয়ে মেতে উঠলেন নাইসা দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ, 8 এপ্রিল: প্রি-বার্থডে পার্টিতে মেতে উঠলেন অজয় কন্য়া নাইসা দেবগণ ৷ বন্ধুদের সঙ্গে এবারের প্রি-বার্থডে পার্টির জন্য় জয়সলমীরকেই বেছে নিলেন তিনি ৷ নাইসা'র ঘনিষ্ঠ বন্ধু ওরহান আওয়াত্রামনি তাঁদের বিভিন্ন ভ্যাকেশনের বিভিন্ন আপডেট শেয়ার করেই থাকেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তার ব্য়তিক্রম হল না ৷ সম্প্রতি যে আপডেট শেয়ার করেছেন ওরহান তাতে দেখা গিয়েছে, মাঝরাতে জন্মদিনের আগেই চলেছে জন্মদিনের সেলিব্রেশন ৷

ওরহান এদিন নাইসার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ এদিনের এই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর রিউমার বয়ফ্রেন্ড বেদান্ত মহাজনও ৷ পূর্নিমার রাতে চাঁদকে সাক্ষী রেখে এদিন পোজ দিলেন এই বলিউড ডিভারা ৷ তাঁদের প্রত্য়েকে হাতেই এদিন ছিল লন্ঠন ৷ নাইসাকে এদিন দেখা গিয়েছে সাদা শার্ট এবং ডেনিম শর্টসে ৷ যে সমস্ত ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা গিয়েছে মধ্যরাতে একসঙ্গে খাবার খেতে বসেছেন সকলে ৷

চাঁদনি রাতে লেকের ধারে তাঁর তথাকথিত প্রেমিক এবং অন্যান্য় বন্ধুদের সঙ্গে খাবার খেতে গেল নাইসাকে ৷ ছবিতে দেখা গিয়েছে বেশ কিছু লোকসঙ্গীত শিল্পীকেও ৷ শুধু তাই নয় ওরহান একটি ভিডিয়ো শেয়ার করেছেন । যেখানে তাঁকে দেখা গিয়েছে নাইসার জন্য জন্মদিনের গান গাইতে ৷ তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন অন্য় বন্ধুবান্ধবরাও ৷ নাইসাকে এদিন চকোলেট কেক নিয়ে রীতিমতো মেতে উঠতে দেখা গিয়েছে ৷

এর আগে ওরহান তাঁদের মরুভ্রমণেরও বেশকিছু ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ এই ছবিতে তাঁদের দেখা গিয়েছিল উটের পিঠেও ৷ এরপর তাঁদের মধ্যাহ্নভোজন সারতেও দেখা গিয়েছিল ৷ নাইসার বাবা অজয় এখন রীতিমতো সাফল্য় কুড়োচ্ছেন তাঁর শেষ ছবি 'ভোলা'র জন্য ৷ ইতিমধ্য়েই বক্স অফিসেও বেশ ভালোই ফল পেতে শুরু করেছে ৷ তবে কন্যা নাইসা আদৌ পা রাখবেন কি বলিউডে ? তা জানা নেই ৷

আরও পড়ুন: সঠিক চরিত্র না পেলে কেমন লাগে ? অকপট শ্রাবন্তী

Last Updated : Apr 8, 2023, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.