ETV Bharat / entertainment

Waheeda Rehman: হিন্দি ছবির প্রথম হিরোর জন্মশতবর্ষে 'দাদাসাহেব'! আপ্লুত ওয়াহিদা বললেন, 'আনন্দ দ্বিগুণ হল'

ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান ওয়াহিদা রহমান ৷ ঘটনাক্রমে সম্মানটা এল এমন একদিনে যেদিন আবার জন্মশতবর্ষ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি দেব আনন্দের ৷ কী বললেন বর্ষীয়ান অভিনেত্রী?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 8:04 PM IST

Updated : Sep 26, 2023, 8:21 PM IST

Waheeda Rehman
দাদাসাহেব পেয়ে আপ্লুত ওয়াহিদা

মুম্বই, 26 সেপ্টেম্বর: এতদিন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হতেন তিনি ৷ কিন্তু তিনি যে আদতেই সেরা, তার সবচেয়ে বড় সিলমোহরটা পড়ল 26 সেপ্টেম্বর, 2023 ৷ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান ওয়াহিদা রহমান ৷ ঘটনাক্রমে সম্মানটা এল এমন একদিনে যেদিন আবার জন্মশতবর্ষ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি দেব আনন্দের ৷

যে অভিনেতার বিপরীতে হিন্দি ছবিতে হাতেখড়ি, যে নায়কের বিপরীতে অভিনয় করে প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর সম্মান; সেই দেব আনন্দের জন্মশতবর্ষে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি আশি পেরনো অভিনেত্রী ৷ দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়ে ওয়াহিদা বলে উঠলেন, "আমি ভীষণ খুশি ৷ তবে খুশিটা দ্বিগুণ হয়েছে যেহেতু আজ দেব আনন্দের জন্মদিন ৷"

  • #WATCH: On being conferred with the Dadasaheb Phalke Award, veteran actress Waheeda Rehman says, "I am happy. This is a big award from the government... I want to thank I&B Minister Anurag Thakur for it..." pic.twitter.com/vXVYT6BPFL

    — ANI (@ANI) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অবাধ বিচরণ বর্ষীয়ান অভিনেত্রীর ৷ বহুল প্রশংসিত এই অভিনেত্রী ভারতীয় সিনেমায় তাঁর অবদানের পুরস্কার স্বরূপ পেয়েছেন পদ্মভূষণ, পদ্মশ্রী ৷ ঝুলিতে রয়েছে জোড়া জাতীয় পুরস্কার (রেশমা এবং শেরা ছবির জন্য) ৷ তবে মঙ্গলে তাঁর দাদাসাহেব সম্মান প্রাপ্তি সেলুলয়েডে ওয়াহিদার অবদানের বৃত্তটাকে যেন সম্পূর্ণ করল ৷

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান

1955 তেলুগু ছবি রোজুলু মারায়ি ছবি দিয়ে সিনেজগতে আত্মপ্রকাশ ওয়াহিদা রহমানের ৷ 1956 গুরু দত্ত পরিচালিত 'সিআইডি' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ বিপরীতে দেব আনন্দ ৷ সেই ওয়াহিদাই 1965 'গাইড' ছবির জন্য ফিল্মফেয়ার জিতলেন, সেখানেও তাঁর বিপরীতে 'এভারগ্রিন' দেব আনন্দ ৷ এছাড়াও 'প্রেম পূজারি', 'সোলভা সাল' ছবিতে দেব আনন্দের নায়িকা হয়েছিলেন ওয়াহিদা ৷ সে সময়ের অন্যতম প্রশংসিত জুটি হিসেবে নাম কুড়িয়েছিলেন দেব আনন্দ-ওয়াহিদা ৷

2002 ভারতীয় সিনেমায় অবদানের জন্য 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হয়েছিলেন দেব আনন্দ ৷ 21 বছর পর তাঁরই শতবর্ষে মধুর সন্নিপাত ৷ তাই ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান জিতে ওয়াহিদা বললেন, "এই উপহার উনি আগেই পেয়েছিলেন, আজ আমিও পেয়ে গেলাম ৷"

মুম্বই, 26 সেপ্টেম্বর: এতদিন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হতেন তিনি ৷ কিন্তু তিনি যে আদতেই সেরা, তার সবচেয়ে বড় সিলমোহরটা পড়ল 26 সেপ্টেম্বর, 2023 ৷ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান ওয়াহিদা রহমান ৷ ঘটনাক্রমে সম্মানটা এল এমন একদিনে যেদিন আবার জন্মশতবর্ষ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি দেব আনন্দের ৷

যে অভিনেতার বিপরীতে হিন্দি ছবিতে হাতেখড়ি, যে নায়কের বিপরীতে অভিনয় করে প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর সম্মান; সেই দেব আনন্দের জন্মশতবর্ষে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি আশি পেরনো অভিনেত্রী ৷ দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়ে ওয়াহিদা বলে উঠলেন, "আমি ভীষণ খুশি ৷ তবে খুশিটা দ্বিগুণ হয়েছে যেহেতু আজ দেব আনন্দের জন্মদিন ৷"

  • #WATCH: On being conferred with the Dadasaheb Phalke Award, veteran actress Waheeda Rehman says, "I am happy. This is a big award from the government... I want to thank I&B Minister Anurag Thakur for it..." pic.twitter.com/vXVYT6BPFL

    — ANI (@ANI) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় অবাধ বিচরণ বর্ষীয়ান অভিনেত্রীর ৷ বহুল প্রশংসিত এই অভিনেত্রী ভারতীয় সিনেমায় তাঁর অবদানের পুরস্কার স্বরূপ পেয়েছেন পদ্মভূষণ, পদ্মশ্রী ৷ ঝুলিতে রয়েছে জোড়া জাতীয় পুরস্কার (রেশমা এবং শেরা ছবির জন্য) ৷ তবে মঙ্গলে তাঁর দাদাসাহেব সম্মান প্রাপ্তি সেলুলয়েডে ওয়াহিদার অবদানের বৃত্তটাকে যেন সম্পূর্ণ করল ৷

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান

1955 তেলুগু ছবি রোজুলু মারায়ি ছবি দিয়ে সিনেজগতে আত্মপ্রকাশ ওয়াহিদা রহমানের ৷ 1956 গুরু দত্ত পরিচালিত 'সিআইডি' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ বিপরীতে দেব আনন্দ ৷ সেই ওয়াহিদাই 1965 'গাইড' ছবির জন্য ফিল্মফেয়ার জিতলেন, সেখানেও তাঁর বিপরীতে 'এভারগ্রিন' দেব আনন্দ ৷ এছাড়াও 'প্রেম পূজারি', 'সোলভা সাল' ছবিতে দেব আনন্দের নায়িকা হয়েছিলেন ওয়াহিদা ৷ সে সময়ের অন্যতম প্রশংসিত জুটি হিসেবে নাম কুড়িয়েছিলেন দেব আনন্দ-ওয়াহিদা ৷

2002 ভারতীয় সিনেমায় অবদানের জন্য 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হয়েছিলেন দেব আনন্দ ৷ 21 বছর পর তাঁরই শতবর্ষে মধুর সন্নিপাত ৷ তাই ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান জিতে ওয়াহিদা বললেন, "এই উপহার উনি আগেই পেয়েছিলেন, আজ আমিও পেয়ে গেলাম ৷"

Last Updated : Sep 26, 2023, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.